দুর্গাপুর, 16 মার্চ : তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন দুর্গাপুরে তখন সেখানের এক বিশিষ্ট শিল্পপতির বাড়িতে হানা দিল সিবিআই । কয়লাকাণ্ড সূত্রে এই হানা ৷ মঙ্গলবার সকাল থেকেই সিবিআইয়ের একটি বিশেষ দল কয়েক ভাগে ভাগ হয়ে ওই শিল্পপতির বাড়িসহ কারখানায় অভিযান চালায় ।
জানা গিয়েছে, অবৈধ কয়লা কাণ্ডে নাম জড়িয়েছে এই শিল্পপতির । বছর দুয়েক আগে এই শিল্পপতির বাড়িতে অভিযান চালায় এনআইএ । বারেবারেই এই শিল্পপতির বিরুদ্ধে নানা অস্বচ্ছতার অভিযোগও উঠেছে । অভিযোগ উঠেছে আয়বহির্ভূত বিপুল সম্পত্তি থাকার । এদিন সকাল ন'টা নাগাদ বিধাননগরের 1/6 আর্মস্ট্রং এভিনিউর বাড়িতে হানা দেয় সিবিআই আধিকারিকরা ।
আরও পড়ুন : কলকাতায় বসে চক্রান্ত করছেন, মেজিয়ার সভায় শাহকে একহাত মমতার
কয়লা কাণ্ডে কয়েকদিন আগে গ্রেফতার করা হয় রণধীর সিংকে ৷ তিনি লালা ওরফে বিনয় মিশ্রর সঙ্গী ৷ আজ ফের সনু আগরওয়াল এবং অমিত আগরওয়াল নামে দুই ব্য়বসায়ীর বাড়িতে তল্লাশি চালাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷