ETV Bharat / state

"মেয়ের উপর হামলায় আমরা ভীত নই," বললেন ঐশীর বাবা

দুষ্কৃতী হামলায় JNU-তে আক্রান্ত হয়েছেন ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ । কিন্তু তাতে বিন্দুমাত্র ভীত নয় তাঁর পরিবার । এমনই জানালেন ঐশীর বাবা দেবাশিস ঘোষ ।

Goons attacks in JNU
জেএনইউতে দুষ্কৃতী হামলা
author img

By

Published : Jan 5, 2020, 11:23 PM IST

দুর্গাপুর, 5 জানুয়ারি : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত হয়েছেন মেয়ে ঐশী ঘোষ । কিন্তু তাতে বিন্দুমাত্রও ভীত নন বাবা দেবাশিস ঘোষ । তাঁর বক্তব্য, "দীর্ঘদিন ধরে পড়ুয়ারা আন্দোলন করছিল এবং শান্তিপূর্ণভাবেই করছিল ।"

আজ সন্ধ্যায় মুখোশ পরে দুষ্কৃতীরা JNU-তে ঢোকে । লাঠি হাতে পড়ুয়াদের উপর চড়াও হয় । সাহায্যের জন্য পড়ুয়ারা চিৎকার করলে এগিয়ে আসেন অধ্যাপকরা । অভিযোগ, সেইসময় তাদের উপরও হামলা করে দুষ্কৃতীরা । এই ঘটনায় ABVP বিরুদ্ধে অভিযোগ তুলছে JNU-র ছাত্র সংসদ ।

এই ঘটনার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে ABVP-কে দায়ি করেন আক্রান্ত JNU ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের বাবা দেবাশিস ঘোষ । তিনি বলেন, "এই ঘটনাকে রাজনৈতিকভাবে দেখব । কারণ ABVP এই পুরো বিষয়টাকে রাজনৈতিকভাবেই দেখছে । আমি যা শুনেছি ABVP-র ছেলেরা মেরেছে । আমার কাছে এখনও কোনও রিপোর্ট আসেনি । তবে, আমি উচ্চ আধিকারিকদের যা শুনেছি, তাতে বামপন্থী ছাত্ররা যেহেতু এই আন্দোলনের মধ্যে যুক্ত তাই প্রশাসন এই আন্দোলনকে ভাঙার জন্য ABVP-র সাহায্যে ঐশীর উপর হামলা করেছে । প্রথমে প্রশাসন পুলিশ দিয়ে আন্দোলন ভাঙার চেষ্টা করেছিল ৷ "

মেয়ের উপর হামলা হলেও ভীত নন দেবাশিসবাবু ৷ বলেন, "আমরা এই ঘটনায় ভীত নই । ওরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিল এবং শান্তিপূর্ণভাবেই করছিল । "

দুর্গাপুর, 5 জানুয়ারি : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত হয়েছেন মেয়ে ঐশী ঘোষ । কিন্তু তাতে বিন্দুমাত্রও ভীত নন বাবা দেবাশিস ঘোষ । তাঁর বক্তব্য, "দীর্ঘদিন ধরে পড়ুয়ারা আন্দোলন করছিল এবং শান্তিপূর্ণভাবেই করছিল ।"

আজ সন্ধ্যায় মুখোশ পরে দুষ্কৃতীরা JNU-তে ঢোকে । লাঠি হাতে পড়ুয়াদের উপর চড়াও হয় । সাহায্যের জন্য পড়ুয়ারা চিৎকার করলে এগিয়ে আসেন অধ্যাপকরা । অভিযোগ, সেইসময় তাদের উপরও হামলা করে দুষ্কৃতীরা । এই ঘটনায় ABVP বিরুদ্ধে অভিযোগ তুলছে JNU-র ছাত্র সংসদ ।

এই ঘটনার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে ABVP-কে দায়ি করেন আক্রান্ত JNU ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের বাবা দেবাশিস ঘোষ । তিনি বলেন, "এই ঘটনাকে রাজনৈতিকভাবে দেখব । কারণ ABVP এই পুরো বিষয়টাকে রাজনৈতিকভাবেই দেখছে । আমি যা শুনেছি ABVP-র ছেলেরা মেরেছে । আমার কাছে এখনও কোনও রিপোর্ট আসেনি । তবে, আমি উচ্চ আধিকারিকদের যা শুনেছি, তাতে বামপন্থী ছাত্ররা যেহেতু এই আন্দোলনের মধ্যে যুক্ত তাই প্রশাসন এই আন্দোলনকে ভাঙার জন্য ABVP-র সাহায্যে ঐশীর উপর হামলা করেছে । প্রথমে প্রশাসন পুলিশ দিয়ে আন্দোলন ভাঙার চেষ্টা করেছিল ৷ "

মেয়ের উপর হামলা হলেও ভীত নন দেবাশিসবাবু ৷ বলেন, "আমরা এই ঘটনায় ভীত নই । ওরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিল এবং শান্তিপূর্ণভাবেই করছিল । "

Intro:দুর্গাপুরঃ "" সরকার আতি হ্যায়,সরকার যাতি হ্যায়।পর পুলিশ কি নকরি ৬০ সাল হোতি হ্যায়""-অন্ডালের বেনিয়াডি তে কম্বল বিতরন অনুষ্ঠানে এসে প্রচুর পুলিশ,র‍্যাফ মোতায়েন থাকতে দেখে পুলিশকে এভাবেই সতর্ক করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়।।

রবিবার অন্ডালের বেনিয়াডি তে ২৫০ জন দুঃস্থ দের এই প্রবল শীতে কম্বল বিতরন অনুষ্ঠানে এসে যোগ দেন সাংসদ বাবুল সুপ্রিয়।তিনি আসার আগে থেকেই এই এলাকায় অন্ডাল থানার বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ কে মোতায়েন করা হয়।যা দেখে ক্ষুব্ধ বাবুল বলেন, "" সরকার আতি হ্যায়,সরকার যাতি হ্যায়।পর পুলিশকি নকরি ৬০ সালকি হোতি হ্যায়।""এত পুলিশের কি আদৌ প্রয়োজন ছিল?এমন প্রশ্ন তোলেন বিজেপি র সাংসদ। তিনি উপস্থিত জনতা কে বলেন সিএএ নিয়ে ভুল বোঝানো হচ্ছে।এতে কেও কারো কাছে কিছু চাইবে না।একজন সাংসদ ৫ কোটি টাকা পায় তার সাংসদ তহবিল থেকে যা দিয়ে কিছুই হয়না।তবুও তিনি অর্থ এনে বিভিন্ন উন্নয়ন করতে চাইলেও শাসকদল করতে দিচ্ছেনা বলে অভিযোগ তোলেন বাবুল।পরিশেষে বলেন আমি গানের জগতের লোক।আমি মারামারি করতে জানিনা।আমায় ইশ্বর,আল্লাহ গান দিয়েছেন।Body:হConclusion:হ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.