ETV Bharat / state

কাঁকসায় জলের ট্যাঙ্কার বসানোকে কেন্দ্র করে বিক্ষোভ - জলের ট্যাঙ্ক

গৌরাঙ্গপুর গ্রামে বনকাটি পঞ্চায়েত থেকে জলের ট্যাঙ্কার এলেও সেই ট্যাঙ্কার বসানো হয়েছে পাশের গ্রাম খেড়োবাড়িতে । স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছে গৌরাঙ্গপুর গ্রামের মানুষ । ইতিমধ্যেই জলসঙ্কট দেখা দিয়েছে গৌরাঙ্গপুরে ।

জলের ট্যাঙ্কার বসানোকে কেন্দ্র করে  বিক্ষোভ গ্রামবাসীদের
জলের ট্যাঙ্কার বসানোকে কেন্দ্র করে বিক্ষোভ গ্রামবাসীদের
author img

By

Published : Feb 26, 2021, 11:05 AM IST

দুর্গাপুর, 25 ফেব্রুয়ারি :এক গ্রামের জন্য বরাদ্দ জলের ট্যাঙ্কার বসেছে অন্য গ্রামে, স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী । ঘটনাটি ঘটেছে কাঁকসার বনকাটি পঞ্চায়েতের গৌরাঙ্গপুর গ্রামে । ইতিমধ্যেই তীব্র জলসঙ্কট দেখা দিয়েছে গৌরাঙ্গপুরে ।

এই গ্রামে ছোট বড় মিলিয়ে প্রায় 50 টি পরিবারের বসবাস । গোটা গ্রামের ভরসা মাত্র দুটি টিউবয়েল । তাও মাঝেমধ্যেই খারাপ হয়ে পড়ে ওই টিউবয়েল দুটি ।

গ্রামবাসীদের অভিযোগ, গৌরাঙ্গপুর গ্রামে বনকাটি পঞ্চায়েত থেকে জলের ট্যাঙ্কার এলেও সেই ট্যাঙ্কার বসানো হয়েছে পাশের গ্রাম খেড়োবাড়িতে । তাদের আরও অভিযোগ, সেই ট্যাঙ্কারটি স্থানীয় শাসকদলের এক নেতার পাড়াতেই বসেছে । একাধিকবার পঞ্চায়েতে অভিযোগ করা হলেও কোনও সদুত্তর পাওয়া যায়নি । গৌরাঙ্গপুর মানুষদের জন্য বরাদ্দ ট্যাঙ্কার খেড়োবাড়িতে বসানো হল কেন? গ্রামবাসীদের এই প্রশ্নের উত্তরে শুধু প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলেনি । শুধু বলা হয়েছে কিছুদিনের মধ্যে নতুন ট্যাঙ্কার বসানোর কাজ শুরু হবে গৌরাঙ্গপুর গ্রামে । দু বছর পেরিয়ে গেছে কিন্তু মেলেনি কোন স্থায়ী সুরাহা ।

গৌরাঙ্গপুরে জলের ট্যাঙ্কার বসানোকে কেন্দ্র করে বিতর্ক

এ প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা ভগীরথ ঘোষ অভিযোগ করেন তৃণমূল কাটমানি খেয়ে ওই এলাকায় পাম্প বসায়নি । তৃণমূলের দুর্নীতির কারণে ওই পাম্প তৃণমূল নেতার পাড়ায় বসেছে বলে অভিযোগ ।

অন্যদিকে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রবোধ মুখার্জী জানান বিষয়টি তার অজানা ছিল, এখন নজরে এসেছে এবং খুব তাড়াতাড়ি এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে ।

দুর্গাপুর, 25 ফেব্রুয়ারি :এক গ্রামের জন্য বরাদ্দ জলের ট্যাঙ্কার বসেছে অন্য গ্রামে, স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী । ঘটনাটি ঘটেছে কাঁকসার বনকাটি পঞ্চায়েতের গৌরাঙ্গপুর গ্রামে । ইতিমধ্যেই তীব্র জলসঙ্কট দেখা দিয়েছে গৌরাঙ্গপুরে ।

এই গ্রামে ছোট বড় মিলিয়ে প্রায় 50 টি পরিবারের বসবাস । গোটা গ্রামের ভরসা মাত্র দুটি টিউবয়েল । তাও মাঝেমধ্যেই খারাপ হয়ে পড়ে ওই টিউবয়েল দুটি ।

গ্রামবাসীদের অভিযোগ, গৌরাঙ্গপুর গ্রামে বনকাটি পঞ্চায়েত থেকে জলের ট্যাঙ্কার এলেও সেই ট্যাঙ্কার বসানো হয়েছে পাশের গ্রাম খেড়োবাড়িতে । তাদের আরও অভিযোগ, সেই ট্যাঙ্কারটি স্থানীয় শাসকদলের এক নেতার পাড়াতেই বসেছে । একাধিকবার পঞ্চায়েতে অভিযোগ করা হলেও কোনও সদুত্তর পাওয়া যায়নি । গৌরাঙ্গপুর মানুষদের জন্য বরাদ্দ ট্যাঙ্কার খেড়োবাড়িতে বসানো হল কেন? গ্রামবাসীদের এই প্রশ্নের উত্তরে শুধু প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলেনি । শুধু বলা হয়েছে কিছুদিনের মধ্যে নতুন ট্যাঙ্কার বসানোর কাজ শুরু হবে গৌরাঙ্গপুর গ্রামে । দু বছর পেরিয়ে গেছে কিন্তু মেলেনি কোন স্থায়ী সুরাহা ।

গৌরাঙ্গপুরে জলের ট্যাঙ্কার বসানোকে কেন্দ্র করে বিতর্ক

এ প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা ভগীরথ ঘোষ অভিযোগ করেন তৃণমূল কাটমানি খেয়ে ওই এলাকায় পাম্প বসায়নি । তৃণমূলের দুর্নীতির কারণে ওই পাম্প তৃণমূল নেতার পাড়ায় বসেছে বলে অভিযোগ ।

অন্যদিকে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রবোধ মুখার্জী জানান বিষয়টি তার অজানা ছিল, এখন নজরে এসেছে এবং খুব তাড়াতাড়ি এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.