ETV Bharat / state

Vishwakarma Scheme: মন কি বাত অনুষ্ঠানে সম্মানিত আসানসোলের বিশ্বকর্মারা

নিজের জন্মদিনে 13 হাজার কোটি টাকা খরচ করে বিশ্বকর্মা প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ মন কি বাত অনুষ্ঠানে আসানসোলের বিশ্বকর্মাদের সম্মানিত করলেন প্রধানমন্ত্রী ৷

Etv Bharat
মন কি বাত অনুষ্ঠানে সম্মানিত আসানসোলের বিশ্বকর্মারা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 7:12 PM IST

Updated : Sep 24, 2023, 7:52 PM IST

মন কি বাত অনুষ্ঠানে সম্মানিত আসানসোলের বিশ্বকর্মারা

আসানসোল, 24 সেপ্টেম্বর: রবিবার অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মন কি বাত' অনুষ্ঠান । সারাদেশের 11টি স্থান থেকে সরকারিভাবে সরাসরি সম্প্রচার করা হয় এই অনুষ্ঠান । ছিল টেলি কনফারেন্সিংয়ের সুবিধাও । রাজ্যে একমাত্র আসানসোলে রেলের প্রেক্ষাগৃহ ডুরান্ড ইনস্টিটিউটে এই 'মন কি বাত'-এর সম্প্রচার হয় । উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, অজয় পোদ্দার, বিজেপির জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়, রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য নেতাকর্মীরা ।

গত 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বকর্মা নামে একটি প্রকল্প নিয়ে এসেছেন । যে সমস্ত কারিগররা কাঠ, মাটি ও লোহার কাজ করেন বা ছোটখাটো কুটির শিল্পের সঙ্গে যুক্ত, তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই এই প্রকল্প । রবিবার মন কি বাতে'র অনুষ্ঠানে এই বিশ্বকর্মাদের বিশেষ করে সম্মান দেওয়া হয় । দেশের বিভিন্ন স্থানের কারিগর, যারা নিজ কীর্তিতে আলোকিত হয়েছেন তাঁদেরকে সম্মান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

আসানসোলও এমন পাঁচজন বিশ্বকর্মাকে সম্মানিত করা হয় । তাঁদের মধ্যে ছিলেন ভাস্কর, মৃৎশিল্পী থেকে শুরু করে অন্যান্য কুটির শিল্পের কারিগররা । এদিন বিভিন্ন শিল্পের কারিগররা নিজেদের বানানো জিনিসপত্র উপহার হিসেবে তুলে দেন বিধায়ক অগ্নিমিত্রা পল ও অন্যান্য নেতৃত্বদের । এই বিষয়ে বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন, "সারাদেশের বিভিন্ন বিশ্বকর্মাদের নিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর এই উদ্যোগ । আসানসোলেরও বেশ কয়েকজন বিশ্বকর্মাকে আমরা আজকে সম্মানিত করতে পেরে নিজেরাও সম্মানিত হয়েছি । আগামী দিনে এদের পাশে থাকা এবং এদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়াই প্রধানমন্ত্রীর স্বপ্ন । আমরাও সেই কাজে নিজেদের নিয়োজিত করেছি ।"

পশ্চিম বর্ধমান জেলার বিশিষ্ট ভাস্কর ভীম পালের কথায়, "প্রধানমন্ত্রী আমাদের এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করছেন । সহযোগিতা পেলে আমরা এই কাজকে দেশ-বিদেশের কাছে তুলে ধরতে পারব ।"

আরও পড়ুন : জন্মদিনে 13 হাজার কোটি টাকার প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের উদ্বোধন মোদির

মন কি বাত অনুষ্ঠানে সম্মানিত আসানসোলের বিশ্বকর্মারা

আসানসোল, 24 সেপ্টেম্বর: রবিবার অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মন কি বাত' অনুষ্ঠান । সারাদেশের 11টি স্থান থেকে সরকারিভাবে সরাসরি সম্প্রচার করা হয় এই অনুষ্ঠান । ছিল টেলি কনফারেন্সিংয়ের সুবিধাও । রাজ্যে একমাত্র আসানসোলে রেলের প্রেক্ষাগৃহ ডুরান্ড ইনস্টিটিউটে এই 'মন কি বাত'-এর সম্প্রচার হয় । উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, অজয় পোদ্দার, বিজেপির জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়, রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য নেতাকর্মীরা ।

গত 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বকর্মা নামে একটি প্রকল্প নিয়ে এসেছেন । যে সমস্ত কারিগররা কাঠ, মাটি ও লোহার কাজ করেন বা ছোটখাটো কুটির শিল্পের সঙ্গে যুক্ত, তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই এই প্রকল্প । রবিবার মন কি বাতে'র অনুষ্ঠানে এই বিশ্বকর্মাদের বিশেষ করে সম্মান দেওয়া হয় । দেশের বিভিন্ন স্থানের কারিগর, যারা নিজ কীর্তিতে আলোকিত হয়েছেন তাঁদেরকে সম্মান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

আসানসোলও এমন পাঁচজন বিশ্বকর্মাকে সম্মানিত করা হয় । তাঁদের মধ্যে ছিলেন ভাস্কর, মৃৎশিল্পী থেকে শুরু করে অন্যান্য কুটির শিল্পের কারিগররা । এদিন বিভিন্ন শিল্পের কারিগররা নিজেদের বানানো জিনিসপত্র উপহার হিসেবে তুলে দেন বিধায়ক অগ্নিমিত্রা পল ও অন্যান্য নেতৃত্বদের । এই বিষয়ে বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন, "সারাদেশের বিভিন্ন বিশ্বকর্মাদের নিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর এই উদ্যোগ । আসানসোলেরও বেশ কয়েকজন বিশ্বকর্মাকে আমরা আজকে সম্মানিত করতে পেরে নিজেরাও সম্মানিত হয়েছি । আগামী দিনে এদের পাশে থাকা এবং এদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়াই প্রধানমন্ত্রীর স্বপ্ন । আমরাও সেই কাজে নিজেদের নিয়োজিত করেছি ।"

পশ্চিম বর্ধমান জেলার বিশিষ্ট ভাস্কর ভীম পালের কথায়, "প্রধানমন্ত্রী আমাদের এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করছেন । সহযোগিতা পেলে আমরা এই কাজকে দেশ-বিদেশের কাছে তুলে ধরতে পারব ।"

আরও পড়ুন : জন্মদিনে 13 হাজার কোটি টাকার প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের উদ্বোধন মোদির

Last Updated : Sep 24, 2023, 7:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.