ETV Bharat / state

Jamuria Road Accident : লরির ধাক্কায় মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র জামুড়িয়া, 10টি ট্রাক ভাঙচুর

পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যুকে ঘিরে রণক্ষেত্রের আকার নিল পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার ইকরা শিল্পতালুক এলাকায় ৷ এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা ৷

জামুড়িয়ায় পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ
জামুড়িয়ায় পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ
author img

By

Published : Nov 1, 2021, 7:16 AM IST

জামুড়িয়া, 1 নভেম্বর : পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার ইকরা শিল্পতালুক এলাকায় একটি বেসরকারি কারখানার গেটের সামনে লরির ধাক্কায় মৃত্যু হয় এক বাইক আরোহীর ৷ এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা । যদিও মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি । খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশ এসে দেহটি আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ৷

এই ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা জামুড়িয়ায় ওই এলাকার রাস্তা অবরোধ করে । এই অবস্থায় কারখানার ভিতর থেকে নিরাপত্তারক্ষীরা বাইরে বিক্ষোভকারীদের উপর ইট পাটকেল ছুড়তে শুরু করলে ক্ষিপ্ত জনতা কারখানার বাইরে থাকা প্রায় 10টি ট্রাক ভাঙচুর চালায় বলে অভিযোগ । এরপর জামুড়িয়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

আরও পড়ুন : Durgapur Fire: দুর্গাপুরে প্লাস্টিকের গুদামে অগ্নিকাণ্ড

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই জামুড়িয়ার এই ইকরা শিল্পতালুক এলাকায় রাস্তা জুড়ে দাঁড়িয়ে থাকে একাধিক ট্রাক ৷ যার ফলে সাইকেল, বাইক তো দূর সাধারণ মানুষের হেঁটে যাওয়ার পর্যন্ত জায়গা থাকে না ৷ বলতে গেলেই কারখানার লোকেরা হুমকি দেয় ৷ এর আগেও একাধিকবার এখানে দুর্ঘটনা ঘটেছে ৷ ট্রাফিক পুলিশকে জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ যার ফলে রাস্তা যাতায়াতে চরম সমস্যা হচ্ছে ৷ আজকের দুর্ঘটনাও সেই কারণেই ঘটেছে ৷

জামুড়িয়ায় পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ

অভিযোগ, রাস্তার উপরে ট্রাক দাঁড়িয়ে থাকলেও ট্রাফিক পুলিশ আইনত কোনও পদক্ষেপ নেয় না । যার ফলে প্রায়দিনই দুর্ঘটনার শিকার হতে হয় সাধারণ মানুষকে । আর কয়েকদিন পরই স্কুল খুলবে তাই সকলেই চাইছেন দ্রুত কোনও ব্যবস্থা নেওয়া হোক ৷

আরও পড়ুন : Uttarakhand Tourist Death : বেড়াতে যাওয়াই কাল, সিপিএম নেতা সহ উত্তরাখণ্ডে মৃত রানিগঞ্জের 2 পর্যটক

জামুড়িয়া, 1 নভেম্বর : পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার ইকরা শিল্পতালুক এলাকায় একটি বেসরকারি কারখানার গেটের সামনে লরির ধাক্কায় মৃত্যু হয় এক বাইক আরোহীর ৷ এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা । যদিও মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি । খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশ এসে দেহটি আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ৷

এই ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা জামুড়িয়ায় ওই এলাকার রাস্তা অবরোধ করে । এই অবস্থায় কারখানার ভিতর থেকে নিরাপত্তারক্ষীরা বাইরে বিক্ষোভকারীদের উপর ইট পাটকেল ছুড়তে শুরু করলে ক্ষিপ্ত জনতা কারখানার বাইরে থাকা প্রায় 10টি ট্রাক ভাঙচুর চালায় বলে অভিযোগ । এরপর জামুড়িয়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

আরও পড়ুন : Durgapur Fire: দুর্গাপুরে প্লাস্টিকের গুদামে অগ্নিকাণ্ড

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই জামুড়িয়ার এই ইকরা শিল্পতালুক এলাকায় রাস্তা জুড়ে দাঁড়িয়ে থাকে একাধিক ট্রাক ৷ যার ফলে সাইকেল, বাইক তো দূর সাধারণ মানুষের হেঁটে যাওয়ার পর্যন্ত জায়গা থাকে না ৷ বলতে গেলেই কারখানার লোকেরা হুমকি দেয় ৷ এর আগেও একাধিকবার এখানে দুর্ঘটনা ঘটেছে ৷ ট্রাফিক পুলিশকে জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ যার ফলে রাস্তা যাতায়াতে চরম সমস্যা হচ্ছে ৷ আজকের দুর্ঘটনাও সেই কারণেই ঘটেছে ৷

জামুড়িয়ায় পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ

অভিযোগ, রাস্তার উপরে ট্রাক দাঁড়িয়ে থাকলেও ট্রাফিক পুলিশ আইনত কোনও পদক্ষেপ নেয় না । যার ফলে প্রায়দিনই দুর্ঘটনার শিকার হতে হয় সাধারণ মানুষকে । আর কয়েকদিন পরই স্কুল খুলবে তাই সকলেই চাইছেন দ্রুত কোনও ব্যবস্থা নেওয়া হোক ৷

আরও পড়ুন : Uttarakhand Tourist Death : বেড়াতে যাওয়াই কাল, সিপিএম নেতা সহ উত্তরাখণ্ডে মৃত রানিগঞ্জের 2 পর্যটক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.