ETV Bharat / state

Utsav met Soumitra-Naseeruddin: চলচ্চিত্রে প্রথম অভিজ্ঞতাতেই সৌমিত্র-নাসিরুদ্দিনকে ছুঁয়ে ফেললেন আসানসোলের উৎসব

author img

By

Published : Aug 2, 2022, 2:44 PM IST

Updated : Aug 2, 2022, 3:38 PM IST

চলচ্চিত্র তেমন কোনও অভিজ্ঞতা ছিল না । আসানসোলের এক সময়ের মেধাবী ছাত্র উৎসব চট্টোপাধ্যায় বর্তমানে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে অধ্যাপনা করেন (Life surprised utsab chatterjee) । বন্ধুত্ব ছিল পরিচালক শৈবাল মিত্রের সঙ্গে । আর সেই সূত্রেই জীবনে আসে বড় পরিবর্তন ৷

Utsav Chatterjee News
চলচ্চিত্রে প্রথম অভিজ্ঞতাতেই সৌমিত্র-নাসিরুদ্দিনকে ছুঁয়ে ফেললেন আসানসোলের উৎসব

আসানসোল, 2 অগস্ট: চলচ্চিত্রে তেমন কোনও অভিজ্ঞতা ছিল না । আসানসোলের এক সময়ের মেধাবী ছাত্র উৎসব চট্টোপাধ্যায় বর্তমানে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে অধ্যাপনা করেন । বন্ধুত্ব ছিল পরিচালক শৈবাল মিত্রের সঙ্গে (Life ) ।

আর সেই সূত্রেই 'এ হোলি কনস্পিরেসি' সংলাপ অনুবাদের জন্য উৎসব চট্টোপাধ্যায়ের সাহায্য নেন পরিচালক । ব্যস, সেই জড়িয়ে পড়া সিনেমার সঙ্গে (Life surprised utsab chatterjee) ।

Utsav Chatterjee News
'এ হোলি কনস্পিরেসি' সংলাপ অনুবাদের জন্য উৎসব চট্টোপাধ্যায়ের সাহায্য নেন পরিচালক

ধীরে ধীরে ছবিটির সহকারী পরিচালকও হয়ে ওঠেন উৎসব । এই ছবিটি একটি বিশেষ ছবি । যে ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং নাসিরুদ্দিন শাহ । সম্প্রতি ছবিটি মুক্তি পেয়েছে ।

আরও পড়ুন: সম্বল অদম্য জেদ, থ্যালাসেমিয়াকে হারিয়ে উচ্চমাধ্যমিকে সফল আসানসোলের অনীশ

আর কখনও এমন মুহুর্ত তৈরি হবে না ভারতীয় চলচ্চিত্রে । তাই এমন মূল্যবান ও আবেগপ্রবন মুহুর্তের সাক্ষী রইলেন আসানসোলের উৎসব । কেমন ছিল তাঁর অভিজ্ঞতা ? দুই মহান অভিনেতার সঙ্গে একই সেটে কাজ করার সেই সুন্দর মূহুর্তগুলি কেমন ছিল ? কেমন ছিল দুই কিংবদন্তি ব্যবহার ? ইটিভি ভারতের সঙ্গে প্রথমবার অভিজ্ঞতা শেয়ার করে নিলেন উৎসব চট্টোপাধ্যায় ।

Utsav Chatterjee News
আবেগপ্রবণ মুহুর্তের সাক্ষী রইলেন আসানসোলের উৎসব

আসানসোল, 2 অগস্ট: চলচ্চিত্রে তেমন কোনও অভিজ্ঞতা ছিল না । আসানসোলের এক সময়ের মেধাবী ছাত্র উৎসব চট্টোপাধ্যায় বর্তমানে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে অধ্যাপনা করেন । বন্ধুত্ব ছিল পরিচালক শৈবাল মিত্রের সঙ্গে (Life ) ।

আর সেই সূত্রেই 'এ হোলি কনস্পিরেসি' সংলাপ অনুবাদের জন্য উৎসব চট্টোপাধ্যায়ের সাহায্য নেন পরিচালক । ব্যস, সেই জড়িয়ে পড়া সিনেমার সঙ্গে (Life surprised utsab chatterjee) ।

Utsav Chatterjee News
'এ হোলি কনস্পিরেসি' সংলাপ অনুবাদের জন্য উৎসব চট্টোপাধ্যায়ের সাহায্য নেন পরিচালক

ধীরে ধীরে ছবিটির সহকারী পরিচালকও হয়ে ওঠেন উৎসব । এই ছবিটি একটি বিশেষ ছবি । যে ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং নাসিরুদ্দিন শাহ । সম্প্রতি ছবিটি মুক্তি পেয়েছে ।

আরও পড়ুন: সম্বল অদম্য জেদ, থ্যালাসেমিয়াকে হারিয়ে উচ্চমাধ্যমিকে সফল আসানসোলের অনীশ

আর কখনও এমন মুহুর্ত তৈরি হবে না ভারতীয় চলচ্চিত্রে । তাই এমন মূল্যবান ও আবেগপ্রবন মুহুর্তের সাক্ষী রইলেন আসানসোলের উৎসব । কেমন ছিল তাঁর অভিজ্ঞতা ? দুই মহান অভিনেতার সঙ্গে একই সেটে কাজ করার সেই সুন্দর মূহুর্তগুলি কেমন ছিল ? কেমন ছিল দুই কিংবদন্তি ব্যবহার ? ইটিভি ভারতের সঙ্গে প্রথমবার অভিজ্ঞতা শেয়ার করে নিলেন উৎসব চট্টোপাধ্যায় ।

Utsav Chatterjee News
আবেগপ্রবণ মুহুর্তের সাক্ষী রইলেন আসানসোলের উৎসব
Last Updated : Aug 2, 2022, 3:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.