ETV Bharat / state

জল নেওয়া নিয়ে অশান্তি, বৃদ্ধকে পিটিয়ে খুনের অভিযোগ - বার্নপুর

আজ দুপুরে এক প্রতিবেশীর সঙ্গে মহম্মদ নবির পরিবারের অশান্তি হয় ৷ তারপরই নবির বাড়িতে ঢুকে পরিবারের সবাইকে ওই প্রতিবেশী পরিবার মারধর করে বলে অভিযোগ । সেই মারের ফলেই মৃত্যু হয় মহম্মদ নবির ।

বৃদ্ধকে পিটিয়ে খুনের অভিযোগ
বৃদ্ধকে পিটিয়ে খুনের অভিযোগ
author img

By

Published : Aug 10, 2020, 11:08 PM IST

বার্নপুর, 10 অগাস্ট : জল নেওয়াকে কেন্দ্র করে অশান্তি । আর এই অশান্তির ফলে এক বৃদ্ধকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি হিরাপুর থানার রহমত নগর চাষা পট্টি এলাকার । মৃতের নাম মহম্মদ নবি (75)।

আজ দুপুরে এক প্রতিবেশীর সঙ্গে মহম্মদ নবির পরিবারের অশান্তি হয় ৷ তারপরেই নবির বাড়িতে ঢুকে পরিবারের সবাইকে ওই প্রতিবেশী পরিবার মারধর করে বলে অভিযোগ । সেই মারের ফলেই মৃত্যু হয় মহম্মদ নবির ।

আজ দুপুরে মহম্মদ নবির এক ছেলে জলের পাইপ লাগাতে যায় স্থানীয় একটি টাইমকলে । কিন্তু সেখানে প্রতিবেশীর একটি স্কুটি গাড়ি দাঁড় করানো ছিল । মহম্মদ নবির আর এক ছেলে আনোয়ার হোসেন জানিয়েছেন, ‘‘আমার ভাই ওই গাড়িটিকে সরাতে বলে । এবং তা থেকেই বচসা শুরু হয় প্রতিবেশীদের সঙ্গে । তারপর আমার ভাইকে মারধর করা হয় ।’’

বৃদ্ধকে পিটিয়ে খুনের অভিযোগ

বিষয়টি এখানেই থেমে যেতে পারত । কিন্তু এরপরে বহিরাগত প্রায় 15 জনকে ডেকে নিয়ে আসে ওই প্রতিবেশী পরিবার । নবির পরিবারের উপরে চড়াও হয়ে সমস্ত সদস্যদের মারধর করা হয় । সামনে ছিলেন নবি । তাঁকেও মারধর করা হয় এবং সেই মারের ফলে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান মহম্মদ নবি । তাঁকে হাসপাতালে নিয়ে আসা হলে মৃত বলে ঘোষণা করা হয় ৷

এই ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয় । অন্যদিকে অভিযুক্ত প্রতিবেশী পরিবারটি ঘটনার পর গা ঢাকা দিয়েছে । হিরাপুর থানায় নবির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে । যদিও পুলিশ এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি বলে দাবি মহম্মদ নবির পরিবারের ।

বার্নপুর, 10 অগাস্ট : জল নেওয়াকে কেন্দ্র করে অশান্তি । আর এই অশান্তির ফলে এক বৃদ্ধকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি হিরাপুর থানার রহমত নগর চাষা পট্টি এলাকার । মৃতের নাম মহম্মদ নবি (75)।

আজ দুপুরে এক প্রতিবেশীর সঙ্গে মহম্মদ নবির পরিবারের অশান্তি হয় ৷ তারপরেই নবির বাড়িতে ঢুকে পরিবারের সবাইকে ওই প্রতিবেশী পরিবার মারধর করে বলে অভিযোগ । সেই মারের ফলেই মৃত্যু হয় মহম্মদ নবির ।

আজ দুপুরে মহম্মদ নবির এক ছেলে জলের পাইপ লাগাতে যায় স্থানীয় একটি টাইমকলে । কিন্তু সেখানে প্রতিবেশীর একটি স্কুটি গাড়ি দাঁড় করানো ছিল । মহম্মদ নবির আর এক ছেলে আনোয়ার হোসেন জানিয়েছেন, ‘‘আমার ভাই ওই গাড়িটিকে সরাতে বলে । এবং তা থেকেই বচসা শুরু হয় প্রতিবেশীদের সঙ্গে । তারপর আমার ভাইকে মারধর করা হয় ।’’

বৃদ্ধকে পিটিয়ে খুনের অভিযোগ

বিষয়টি এখানেই থেমে যেতে পারত । কিন্তু এরপরে বহিরাগত প্রায় 15 জনকে ডেকে নিয়ে আসে ওই প্রতিবেশী পরিবার । নবির পরিবারের উপরে চড়াও হয়ে সমস্ত সদস্যদের মারধর করা হয় । সামনে ছিলেন নবি । তাঁকেও মারধর করা হয় এবং সেই মারের ফলে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান মহম্মদ নবি । তাঁকে হাসপাতালে নিয়ে আসা হলে মৃত বলে ঘোষণা করা হয় ৷

এই ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয় । অন্যদিকে অভিযুক্ত প্রতিবেশী পরিবারটি ঘটনার পর গা ঢাকা দিয়েছে । হিরাপুর থানায় নবির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে । যদিও পুলিশ এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি বলে দাবি মহম্মদ নবির পরিবারের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.