ETV Bharat / state

IISCO Worker Dead: ইস্কো কারখানায় শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু, দেহ গেল ময়নাতদন্তে - বার্নপুর শিল্পাঞ্চল

বার্নপুরের ইস্কো কারখানায় কাজ করার সময় মৃত্যু হল এক অস্থায়ী শ্রমিকের (Unnatural Death of A Worker at IISCO Factory in Asansol) ৷ ঘটনায় শ্রমিকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

unnatural-death-of-a-worker-at-iisco-factory-in-asansol
Unnatural Death of A Worker at IISCO Factory in Asansol
author img

By

Published : Dec 7, 2022, 2:51 PM IST

আসানসোল, 7 ডিসেম্বর: দুর্গাপুর ইস্পাত কারখানার পর, এবার সেলের ইস্কো কারখানায় শ্রমিকের মৃত্যু ৷ মঙ্গলবার রাতে কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক ঠিকা কর্মী ৷ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই ওই শ্রমিকের মৃত্যু হয় (Unnatural Death of A Worker at IISCO Factory in Asansol) ৷ মৃত শ্রমিকের নাম সুজয় শীল। বয়স 40 বছর ৷ বুধবার সকাল থেকে এই খবর ঘিরে চাঞ্চল্য ছড়ায় বার্ণপুর শিল্পাঞ্চলে ৷ সুজয় শীলের মৃত্যুর আসল কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷

ইস্কো সূত্রে জানা গিয়েছে, প্রায় 27 ফুট উঁচুতে কনভার্টারে কাজ করছিলেন ওই ঠিকা শ্রমিক ৷ সেই সময় তিনি হঠাৎই অস্বস্তিবোধ করেন ৷ অন্যান্য শ্রমিকদের দাবি সুজয় শীলের নাকে গ্যাস লেগে যাওয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি ৷ এরপর তাঁকে ইস্কো কারখানার ভিতরে থাকা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে অক্সিজেন দেওয়া হয় ৷ কিন্তু সুস্থ হননি তিনি ৷ কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয় ৷ সেখান থেকে বার্ণপুর ইস্কো হাসপাতালে সুজয় শীলের দেহ নিয়ে আসা হয়েছে ৷

ইস্কো কারখানায় শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু

বুধবার সকালে খবর ছড়িয়ে পড়তেই বার্ণপুর ইস্কো হাসপাতালের সামনে ভিড় করেন অন্যান্য শ্রমিকরা ৷ পরিবার, প্রতিবেশী ও শ্রমিক ইউনিয়নের নেতারা হাসপাতালে যান ৷ ঠিক কী কারণে সুজয়ের মৃত্যু হয়েছে, তা জানতে ইস্কো কর্তৃপক্ষ দেহের ময়নাতদন্ত করাতে চেয়েছে ৷

আরও পড়ুন: ফের দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক মৃত্যু, দুর্ঘটনায় ছিন্নভিন্ন দেহ

এ নিয়ে শ্রমিক ইউনিয়নের নেতা হরজিৎ সিং বলেন, ‘‘আমরা ইতিমধ্যেই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি ৷ মৃত শ্রমিকের পরিবারকে আর্থিক সাহায্য এবং চাকরির দেওয়ার দাবি জানিয়েছি ৷ পুলিশ জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে ৷ আর সেই রিপোর্ট দেখেই কর্তৃপক্ষ ক্ষতিপূরণ ও চাকরির বিষয়টি নিশ্চিত করবে বলে জানিয়েছে ৷

আসানসোল, 7 ডিসেম্বর: দুর্গাপুর ইস্পাত কারখানার পর, এবার সেলের ইস্কো কারখানায় শ্রমিকের মৃত্যু ৷ মঙ্গলবার রাতে কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক ঠিকা কর্মী ৷ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই ওই শ্রমিকের মৃত্যু হয় (Unnatural Death of A Worker at IISCO Factory in Asansol) ৷ মৃত শ্রমিকের নাম সুজয় শীল। বয়স 40 বছর ৷ বুধবার সকাল থেকে এই খবর ঘিরে চাঞ্চল্য ছড়ায় বার্ণপুর শিল্পাঞ্চলে ৷ সুজয় শীলের মৃত্যুর আসল কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷

ইস্কো সূত্রে জানা গিয়েছে, প্রায় 27 ফুট উঁচুতে কনভার্টারে কাজ করছিলেন ওই ঠিকা শ্রমিক ৷ সেই সময় তিনি হঠাৎই অস্বস্তিবোধ করেন ৷ অন্যান্য শ্রমিকদের দাবি সুজয় শীলের নাকে গ্যাস লেগে যাওয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি ৷ এরপর তাঁকে ইস্কো কারখানার ভিতরে থাকা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে অক্সিজেন দেওয়া হয় ৷ কিন্তু সুস্থ হননি তিনি ৷ কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয় ৷ সেখান থেকে বার্ণপুর ইস্কো হাসপাতালে সুজয় শীলের দেহ নিয়ে আসা হয়েছে ৷

ইস্কো কারখানায় শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু

বুধবার সকালে খবর ছড়িয়ে পড়তেই বার্ণপুর ইস্কো হাসপাতালের সামনে ভিড় করেন অন্যান্য শ্রমিকরা ৷ পরিবার, প্রতিবেশী ও শ্রমিক ইউনিয়নের নেতারা হাসপাতালে যান ৷ ঠিক কী কারণে সুজয়ের মৃত্যু হয়েছে, তা জানতে ইস্কো কর্তৃপক্ষ দেহের ময়নাতদন্ত করাতে চেয়েছে ৷

আরও পড়ুন: ফের দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক মৃত্যু, দুর্ঘটনায় ছিন্নভিন্ন দেহ

এ নিয়ে শ্রমিক ইউনিয়নের নেতা হরজিৎ সিং বলেন, ‘‘আমরা ইতিমধ্যেই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি ৷ মৃত শ্রমিকের পরিবারকে আর্থিক সাহায্য এবং চাকরির দেওয়ার দাবি জানিয়েছি ৷ পুলিশ জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে ৷ আর সেই রিপোর্ট দেখেই কর্তৃপক্ষ ক্ষতিপূরণ ও চাকরির বিষয়টি নিশ্চিত করবে বলে জানিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.