ETV Bharat / state

Patil Alleges Corruption: 100 দিনের কাজে দুর্নীতি হওয়ায় কেন্দ্র টাকা আটকে রেখেছে, দাবি কেন্দ্রীয় পঞ্চায়েত রাষ্ট্রমন্ত্রীর - 100 দিনের কাজ

রাজ্যে 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে বলেই কেন্দ্র এই প্রকল্পের টাকা আটকে রেখেছে ৷ আসানসোলে এসে এমনই দাবি করলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল ।

Patil Alleges Corruption
Patil Alleges Corruption
author img

By

Published : Jun 7, 2023, 8:07 PM IST

Updated : Jun 7, 2023, 8:15 PM IST

রাজ্যের বিরুদ্ধে অভিযোগ কেন্দ্রীয় পঞ্চায়েত রাষ্ট্রমন্ত্রীর

আসানসোল, 7 জুন: পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই কোমর বেঁধে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি । এ বার রাজ্যে এসে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের নয় বছরের উন্নয়নমূলক কাজকর্মের খতিয়ান দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল । বুধবার এই বিষয়ক একটি সাংবাদিক সম্মেলন করেন তিনি । সেখানে 100 দিনের টাকা আটকে যাওয়া নিয়ে রাজ্যকেই দায়ী করেছেন তিনি ৷

রাজ্যের 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার কেন আটকে রেখেছে, বুধবার সাংবাদিকরা এই প্রশ্ন করেন কেন্দ্রীয় মন্ত্রীকে ৷ জবাবে তিনি বলেন, 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে । সেই কারণেই টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার । যারা দুর্নীতি করেছে সেই টাকা তাদেরকেই দিতে হবে । কেন্দ্রীয় পঞ্চায়েত রাষ্ট্রমন্ত্রী 100 দিনের কাজ সম্পর্কে বলতে গিয়ে জানান, বিষয়টি নিয়ে তদন্ত হয়েছে এবং দেখা গিয়েছে কেন্দ্রের যে নির্দেশিকা রয়েছে, তা না মেনে মর্জিমতো কাজ করেছে রাজ্য সরকার ৷ এ ক্ষেত্রে ব্যাপক পরিমাণে দুর্নীতিও হয়েছে বলে অভিযোগ করেন তিনি । সেই কারণেই কেন্দ্র এই টাকা রাজ্যকে দেয়নি বলে জানান তিনি ।

তবে রাজ্যকে কেন্দ্র সরকার অনেক কিছু দিয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী । তাঁর এই মন্তব্য শুনে আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান তথা তৃণমূল নেতা অমরনাথ চট্টোপাধ্যায় জানান, "100 দিনের কাজ থেকে শুরু করে বহু কেন্দ্রীয় প্রকল্পে কেন্দ্রীয় সরকারের পুরস্কার পাচ্ছে রাজ্য সরকার । অথচ কেন্দ্র টাকা দিচ্ছে না । অন্যান্য সরকারকে আমরা দেখেছি বড় বড় প্রকল্প নিয়ে আসতে রাজ্যে । নয় বছরের এই মোদি সরকার পশ্চিমবঙ্গে একটিও বড় প্রকল্প করেছে বলে মনে করতে পারছি না ।"

আরও পড়ুন: কেন্দ্রের বঞ্চনা-কুৎসা-অপপ্রচার! 32 ঘণ্টার ধরনায় তৃণমূলের মন্ত্রী-সাংসদরা

মোদি সরকারের উন্নয়নমূলক কাজকর্মের প্রচারে সাংবাদিক সম্মেলন করার পাশাপাশি বুধবার কেন্দ্রীয় পঞ্চায়েত রাষ্ট্রমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল আসানসোলে ইএসআই হাসপাতাল পরিদর্শন করেন । ইএসআই হাসপাতালে 50টি শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল তৈরি হওয়ার জন্য কেন্দ্র সরকার টাকা দিয়েছিল । কিন্তু সম্পূর্ণ টাকা না আসায় সেই কাজ থমকে গিয়েছে । কেন সেই কাজ থমকে গেল এবং কেন টাকা আসেনি তা দিল্লি ফিরেই জানার চেষ্টা করবেন বলে জানিয়ে গিয়েছেন কপিল মোরেশ্বর পাতিল ।

প্রসঙ্গত, বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন কেন্দ্রের থেকে এই টাকা এসেছিল, কিন্তু বাবুল দলবদল করার পরেই এই কাজ ধীরে ধীরে থমকে যায় ।

রাজ্যের বিরুদ্ধে অভিযোগ কেন্দ্রীয় পঞ্চায়েত রাষ্ট্রমন্ত্রীর

আসানসোল, 7 জুন: পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই কোমর বেঁধে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি । এ বার রাজ্যে এসে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের নয় বছরের উন্নয়নমূলক কাজকর্মের খতিয়ান দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল । বুধবার এই বিষয়ক একটি সাংবাদিক সম্মেলন করেন তিনি । সেখানে 100 দিনের টাকা আটকে যাওয়া নিয়ে রাজ্যকেই দায়ী করেছেন তিনি ৷

রাজ্যের 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার কেন আটকে রেখেছে, বুধবার সাংবাদিকরা এই প্রশ্ন করেন কেন্দ্রীয় মন্ত্রীকে ৷ জবাবে তিনি বলেন, 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে । সেই কারণেই টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার । যারা দুর্নীতি করেছে সেই টাকা তাদেরকেই দিতে হবে । কেন্দ্রীয় পঞ্চায়েত রাষ্ট্রমন্ত্রী 100 দিনের কাজ সম্পর্কে বলতে গিয়ে জানান, বিষয়টি নিয়ে তদন্ত হয়েছে এবং দেখা গিয়েছে কেন্দ্রের যে নির্দেশিকা রয়েছে, তা না মেনে মর্জিমতো কাজ করেছে রাজ্য সরকার ৷ এ ক্ষেত্রে ব্যাপক পরিমাণে দুর্নীতিও হয়েছে বলে অভিযোগ করেন তিনি । সেই কারণেই কেন্দ্র এই টাকা রাজ্যকে দেয়নি বলে জানান তিনি ।

তবে রাজ্যকে কেন্দ্র সরকার অনেক কিছু দিয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী । তাঁর এই মন্তব্য শুনে আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান তথা তৃণমূল নেতা অমরনাথ চট্টোপাধ্যায় জানান, "100 দিনের কাজ থেকে শুরু করে বহু কেন্দ্রীয় প্রকল্পে কেন্দ্রীয় সরকারের পুরস্কার পাচ্ছে রাজ্য সরকার । অথচ কেন্দ্র টাকা দিচ্ছে না । অন্যান্য সরকারকে আমরা দেখেছি বড় বড় প্রকল্প নিয়ে আসতে রাজ্যে । নয় বছরের এই মোদি সরকার পশ্চিমবঙ্গে একটিও বড় প্রকল্প করেছে বলে মনে করতে পারছি না ।"

আরও পড়ুন: কেন্দ্রের বঞ্চনা-কুৎসা-অপপ্রচার! 32 ঘণ্টার ধরনায় তৃণমূলের মন্ত্রী-সাংসদরা

মোদি সরকারের উন্নয়নমূলক কাজকর্মের প্রচারে সাংবাদিক সম্মেলন করার পাশাপাশি বুধবার কেন্দ্রীয় পঞ্চায়েত রাষ্ট্রমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল আসানসোলে ইএসআই হাসপাতাল পরিদর্শন করেন । ইএসআই হাসপাতালে 50টি শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল তৈরি হওয়ার জন্য কেন্দ্র সরকার টাকা দিয়েছিল । কিন্তু সম্পূর্ণ টাকা না আসায় সেই কাজ থমকে গিয়েছে । কেন সেই কাজ থমকে গেল এবং কেন টাকা আসেনি তা দিল্লি ফিরেই জানার চেষ্টা করবেন বলে জানিয়ে গিয়েছেন কপিল মোরেশ্বর পাতিল ।

প্রসঙ্গত, বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন কেন্দ্রের থেকে এই টাকা এসেছিল, কিন্তু বাবুল দলবদল করার পরেই এই কাজ ধীরে ধীরে থমকে যায় ।

Last Updated : Jun 7, 2023, 8:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.