ETV Bharat / state

body found in Durgapur : বসুন্ধরা পার্কে উদ্ধার অজ্ঞাতপরিচয় মহিলার রক্তাক্ত মৃতদেহ - Deadbody in Durgapur

সকালে স্থানীয়রা মহিলার রক্তাক্ত মৃতদেহ দেখতে পান ৷ সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশের কাছে ৷ দুর্গাপুর ইস্পাত কারখানার বসুন্ধরা পার্কে আগেও এমন মৃতদেহ পড়ে থাকতে দেখা গিয়েছে ৷ (Unidentified deadbody of a woman found in Vasundhara Park of Durgapur Steel Plant)

Deadbody in Durgapur Vasundhara Park
দুর্গাপুরে বসুন্ধরা পার্কে উদ্ধার অজ্ঞাতপরিচয় মহিলার রক্তাক্ত মৃতদেহ
author img

By

Published : Dec 22, 2021, 1:49 PM IST

দুর্গাপুর, 22 ডিসেম্বর : সাতসকালে মহিলার মৃতদেহ পার্কে ৷ স্থানীয়রা দেখে তড়িঘড়ি খবর দেয় পুলিশ ৷ পুলিশ এসে অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় ৷ ঘটনাটি দুর্গাপুরে নেতাজি সুভাষ রোড সংলগ্ন বসুন্ধরা পার্কের ৷ এই পার্কটি কয়েক বছর আগে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ তৈরি করেছিল (Unidentified deadbody of a woman found in Vasundhara Park of Durgapur Steel Plant) ৷

বুধবার সকালে অজ্ঞাত পরিচয় এক মহিলার রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে দুর্গাপুর থানার পুলিশকে খবর দেন স্থানীয়রা । দুর্গাপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ।

এখনও পর্যন্ত মহিলার পরিচয় জানা যায়নি, দফায় দফায় ঘটনাস্থলে আসছে পুলিশ । প্রাথমিকভাবে পুলিশের অনুমান এই মহিলাকে অন্য কোথাও খুন করে এই পার্কে ফেলে পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা । ঘটনাস্থলে আসেন এসিপি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় ।

আরও পড়ুন : Murder in Nadia : তাহেরপুরে টোটোচালকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ

স্থানীয়দের অভিযোগ, পার্কটিতে কোনও আলো নেই ৷ নিরাপত্তার কোনও ব্যবস্থা করেনি ডিএসসি কর্তৃপক্ষ । সন্ধের পর থেকে এলাকাটিতে অপরাধমূলক কাজকর্ম হয় ৷ তাই দিনের আলোয় এই পথে চলাফেরা করলেও অন্ধকারে রাস্তা এড়িয়ে যান এলাকাবাসী ৷ এর আগেও এখান থেকে মৃতদেহ পাওয়া গিয়েছে ৷

দুর্গাপুরে বসুন্ধরা পার্কে উদ্ধার অজ্ঞাতপরিচয় মহিলার রক্তাক্ত মৃতদেহ

ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় জানান, মৃত মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে । ময়নাতদন্তের পরেই জানা যাবে কী কারণে এই মহিলার মৃত্যু হয়েছে ৷ উল্লেখ্য এর আগেও এই বসুন্ধরা পার্কে বেশ কয়েক বার মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। ডিএসপি কর্তৃপক্ষকেই দুষছেন এলাকাবাসী ।

দুর্গাপুর, 22 ডিসেম্বর : সাতসকালে মহিলার মৃতদেহ পার্কে ৷ স্থানীয়রা দেখে তড়িঘড়ি খবর দেয় পুলিশ ৷ পুলিশ এসে অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় ৷ ঘটনাটি দুর্গাপুরে নেতাজি সুভাষ রোড সংলগ্ন বসুন্ধরা পার্কের ৷ এই পার্কটি কয়েক বছর আগে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ তৈরি করেছিল (Unidentified deadbody of a woman found in Vasundhara Park of Durgapur Steel Plant) ৷

বুধবার সকালে অজ্ঞাত পরিচয় এক মহিলার রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে দুর্গাপুর থানার পুলিশকে খবর দেন স্থানীয়রা । দুর্গাপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ।

এখনও পর্যন্ত মহিলার পরিচয় জানা যায়নি, দফায় দফায় ঘটনাস্থলে আসছে পুলিশ । প্রাথমিকভাবে পুলিশের অনুমান এই মহিলাকে অন্য কোথাও খুন করে এই পার্কে ফেলে পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা । ঘটনাস্থলে আসেন এসিপি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় ।

আরও পড়ুন : Murder in Nadia : তাহেরপুরে টোটোচালকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ

স্থানীয়দের অভিযোগ, পার্কটিতে কোনও আলো নেই ৷ নিরাপত্তার কোনও ব্যবস্থা করেনি ডিএসসি কর্তৃপক্ষ । সন্ধের পর থেকে এলাকাটিতে অপরাধমূলক কাজকর্ম হয় ৷ তাই দিনের আলোয় এই পথে চলাফেরা করলেও অন্ধকারে রাস্তা এড়িয়ে যান এলাকাবাসী ৷ এর আগেও এখান থেকে মৃতদেহ পাওয়া গিয়েছে ৷

দুর্গাপুরে বসুন্ধরা পার্কে উদ্ধার অজ্ঞাতপরিচয় মহিলার রক্তাক্ত মৃতদেহ

ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় জানান, মৃত মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে । ময়নাতদন্তের পরেই জানা যাবে কী কারণে এই মহিলার মৃত্যু হয়েছে ৷ উল্লেখ্য এর আগেও এই বসুন্ধরা পার্কে বেশ কয়েক বার মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। ডিএসপি কর্তৃপক্ষকেই দুষছেন এলাকাবাসী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.