ETV Bharat / state

Toddler Creates Record: 10 মিনিটে অবলীলায় বলছে 98 শহরের নাম, রেকর্ড 2 বছরের অভিমন্যুর - দুর্গাপুরের খবর

দুর্গাপুরের অভিমন্যু নন্দী মাত্র 10 মিনিটে অবলীলায় বলতে পারে 98 শহরের নাম ৷ মাত্র 2 বছর বয়সে এমন বিরল প্রতিভার জন্য তার নাম উঠেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ৷

Toddler Creates Record
Toddler Creates Record
author img

By

Published : Jul 18, 2023, 7:35 PM IST

ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে 2 বছরের অভিমন্যু

দুর্গাপুর, 18 জুলাই: বয়স মাত্র 2 বছর 2 মাস ৷ একরত্তি সেই শিশুই গড়গড় করে বলে দিচ্ছে দেশের সব রাজ্যের রাজধানীর নাম ৷ বলে দিচ্ছে জাতীয় সব প্রতীক চিহ্ন ৷ মাত্র 10 মিনিটে অবলীলায় বলে দিচ্ছে প্রায় 98টি শহরের নাম ৷ আর এই অনন্য ক্ষমতার জোরেই দুর্গাপুরের অভিমন্যু জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পাতায় ৷ অভিমন্যুর নামে শংসাপত্র, পদক-সহ বুক অফ রেকর্ডসের বই বাড়িতে এসে পৌঁছেছে ডাকযোগে । এই মুহূর্তে দুর্গাপুরের বিস্ময় শিশুর কীর্তিতে গর্বিত দাদু-দিদা, বাবা-মা !

দুর্গাপুরের বিধাননগরের জোনাল মার্কেট কলোনির বাসিন্দা অভিমন্যু নন্দীর প্রখর স্মৃতিশক্তি । যবে থেকে কথা বলতে শিখেছে, তারপর থেকেই সবকিছু খুব সহজেই মনে রাখতে পারে এই খুদে । জানালেন তার বাবা সঞ্জয় নন্দী ও মা সুস্মিতা নন্দী । বাবা পেশায় ব্যবসায়ী, মা গৃহবধূ । মায়ের কাছেই সবকিছু শেখা । আধো আধো উচ্চারণে সে বলে দিচ্ছে কঠিন কঠিন সব শব্দ । এখনও স্কুলে ভর্তি হয়নি ৷ তবে এখনই পৃথিবীর বিভিন্ন দেশ ও রাজধানীর নাম তার ঠোঁটস্থ ।

সোমবার এই বিস্ময় শিশুর বাড়িতে গিয়ে দেখা গেল গোটা ঘরজুড়ে সে দাপিয়ে বেড়াচ্ছে ৷ খেলা চলছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পাঠানো পদক নিয়ে । এই পদক কিংবা শংসা পত্রের গুরুত্ব অভিমন্যু এই বয়সে না বুঝলেও মা-বাবা বুঝেছেন যে, ছেলে বিরল প্রতিভার অধিকারী ৷ তাই আগামী দিনে ছেলে আরও নাম উজ্জ্বল করুক, এটাই চাইছেন নিতান্ত ছাপোষা এই দম্পতি ।

আরও পড়ুন: ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডে একরত্তির অধিষ্ঠাত্রী

ছোট্ট অভিমন্যু এখন দুর্গাপুরের বহু মানুষের কাছে আলোচনার বিষয় । ছেলেকে নতুন নতুন অনেক কিছু শেখানোর কাজে ব্যস্ত মা সুস্মিতা নন্দী ৷ তিনি জানালেন, "কথা বলতে পারার পর থেকেই লক্ষ্য করতাম ও যা শিখত সব মনে রাখতে পারতো । তাই খেলার ছলে ওকে শেখাতাম । আমি মা হিসাবে ওর এই কৃতিত্বে গর্ববোধ করছি ৷ আগামী দিনে ও আরও বড় কিছু রেকর্ড করুক সেই চেষ্টা চালাচ্ছি ।" ছোট্ট ছেলের এমন বিরল রেকর্ড গড়ার জন্য বাবা হিসাবে গর্বিত সঞ্জয় নন্দীও ।

স্থানীয়দের বিশ্বাস, এখনও পাঠশালার দুয়ারে পা না রাখা অভিমন্যু আগামী দিনে নিজেকে জিনিয়াস হিসাবে তুলে ধরবে বিশ্ব মঞ্চে ৷

ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে 2 বছরের অভিমন্যু

দুর্গাপুর, 18 জুলাই: বয়স মাত্র 2 বছর 2 মাস ৷ একরত্তি সেই শিশুই গড়গড় করে বলে দিচ্ছে দেশের সব রাজ্যের রাজধানীর নাম ৷ বলে দিচ্ছে জাতীয় সব প্রতীক চিহ্ন ৷ মাত্র 10 মিনিটে অবলীলায় বলে দিচ্ছে প্রায় 98টি শহরের নাম ৷ আর এই অনন্য ক্ষমতার জোরেই দুর্গাপুরের অভিমন্যু জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পাতায় ৷ অভিমন্যুর নামে শংসাপত্র, পদক-সহ বুক অফ রেকর্ডসের বই বাড়িতে এসে পৌঁছেছে ডাকযোগে । এই মুহূর্তে দুর্গাপুরের বিস্ময় শিশুর কীর্তিতে গর্বিত দাদু-দিদা, বাবা-মা !

দুর্গাপুরের বিধাননগরের জোনাল মার্কেট কলোনির বাসিন্দা অভিমন্যু নন্দীর প্রখর স্মৃতিশক্তি । যবে থেকে কথা বলতে শিখেছে, তারপর থেকেই সবকিছু খুব সহজেই মনে রাখতে পারে এই খুদে । জানালেন তার বাবা সঞ্জয় নন্দী ও মা সুস্মিতা নন্দী । বাবা পেশায় ব্যবসায়ী, মা গৃহবধূ । মায়ের কাছেই সবকিছু শেখা । আধো আধো উচ্চারণে সে বলে দিচ্ছে কঠিন কঠিন সব শব্দ । এখনও স্কুলে ভর্তি হয়নি ৷ তবে এখনই পৃথিবীর বিভিন্ন দেশ ও রাজধানীর নাম তার ঠোঁটস্থ ।

সোমবার এই বিস্ময় শিশুর বাড়িতে গিয়ে দেখা গেল গোটা ঘরজুড়ে সে দাপিয়ে বেড়াচ্ছে ৷ খেলা চলছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পাঠানো পদক নিয়ে । এই পদক কিংবা শংসা পত্রের গুরুত্ব অভিমন্যু এই বয়সে না বুঝলেও মা-বাবা বুঝেছেন যে, ছেলে বিরল প্রতিভার অধিকারী ৷ তাই আগামী দিনে ছেলে আরও নাম উজ্জ্বল করুক, এটাই চাইছেন নিতান্ত ছাপোষা এই দম্পতি ।

আরও পড়ুন: ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডে একরত্তির অধিষ্ঠাত্রী

ছোট্ট অভিমন্যু এখন দুর্গাপুরের বহু মানুষের কাছে আলোচনার বিষয় । ছেলেকে নতুন নতুন অনেক কিছু শেখানোর কাজে ব্যস্ত মা সুস্মিতা নন্দী ৷ তিনি জানালেন, "কথা বলতে পারার পর থেকেই লক্ষ্য করতাম ও যা শিখত সব মনে রাখতে পারতো । তাই খেলার ছলে ওকে শেখাতাম । আমি মা হিসাবে ওর এই কৃতিত্বে গর্ববোধ করছি ৷ আগামী দিনে ও আরও বড় কিছু রেকর্ড করুক সেই চেষ্টা চালাচ্ছি ।" ছোট্ট ছেলের এমন বিরল রেকর্ড গড়ার জন্য বাবা হিসাবে গর্বিত সঞ্জয় নন্দীও ।

স্থানীয়দের বিশ্বাস, এখনও পাঠশালার দুয়ারে পা না রাখা অভিমন্যু আগামী দিনে নিজেকে জিনিয়াস হিসাবে তুলে ধরবে বিশ্ব মঞ্চে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.