ETV Bharat / state

ফাটকা রোজগারের লোভ ? অস্ত্র-সহ গ্রেপ্তার 2 যুবক - নয়ন দে ও সোহম চ্যাটার্জি

গোপন সূত্রে খবর পেয়ে, গতরাতে অমরাবতী থেকে নয়ন দে ও সোহম চ্যাটার্জি নামে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ ৷ তাদের কাছ থেকে একটি দেশি পাইপগান এবং দু'রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 21, 2019, 12:51 PM IST

Updated : Aug 21, 2019, 1:10 PM IST

দুর্গাপুর, 21 অগাস্ট : অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করল নিউটাউনশিপ থানার পুলিশ ৷ ধৃতদের নাম নয়ন দে ও সোহম চ্যাটার্জি ৷ তাদের কাছ থেকে একটি দেশি পাইপগান এবং দু'রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে ।

গোপন সূত্রে খবর পেয়ে, গতরাতে অমরাবতী থেকে এই দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ ৷ এদের মধ্যে নয়ন দে ওরফে কালুর বাড়ি অমরাবতীতেই ৷ সোহম চ্যাটার্জি থাকে একই থানার MAMC বি-ওয়ান এলাকায় ৷ স্থানীয়দের একাংশের তরফে জানা যায়, লোহার কারবারীদের সঙ্গে যোগাযোগ ছিল দু'জনের । ফাটকা কিছু অর্থ রোজগারের লোভে এই কাজে জড়িয়ে পড়েছিল ৷ অস্ত্র নিয়ে তারা কী করত, তা এখনও জানা যায়নি ৷ এই বিষয়ে, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DC (পূর্ব) অভিষেক গুপ্তা বলেন "আগ্নেয়াস্ত্রসহ দু'জনকে ধরা হয়েছে । এদেরকে পুলিশি হেপাজতে নেওয়ার পরে জানা যাবে কী কারণে তাদের কাছে আগ্নেয়াস্ত্র রেখেছিল । ঘটনার তদন্ত চলছে ৷"

image
পাইপগান এবং দু'রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে

ধৃতদের পাঁচদিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে ৷

এদিকে, স্থানীয়রা জানিয়েছেন, সোহম মেধাবী ছাত্র । সে মাধ্যমিকে 90 শতাংশ, উচ্চ মাধ্যমিকে 88 শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয় । বর্তমানে দুর্গাপুরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ত । তার কাছে কীভাবে অস্ত্র এল ? হতবাক প্রতিবেশীরাও ।

দুর্গাপুর, 21 অগাস্ট : অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করল নিউটাউনশিপ থানার পুলিশ ৷ ধৃতদের নাম নয়ন দে ও সোহম চ্যাটার্জি ৷ তাদের কাছ থেকে একটি দেশি পাইপগান এবং দু'রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে ।

গোপন সূত্রে খবর পেয়ে, গতরাতে অমরাবতী থেকে এই দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ ৷ এদের মধ্যে নয়ন দে ওরফে কালুর বাড়ি অমরাবতীতেই ৷ সোহম চ্যাটার্জি থাকে একই থানার MAMC বি-ওয়ান এলাকায় ৷ স্থানীয়দের একাংশের তরফে জানা যায়, লোহার কারবারীদের সঙ্গে যোগাযোগ ছিল দু'জনের । ফাটকা কিছু অর্থ রোজগারের লোভে এই কাজে জড়িয়ে পড়েছিল ৷ অস্ত্র নিয়ে তারা কী করত, তা এখনও জানা যায়নি ৷ এই বিষয়ে, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DC (পূর্ব) অভিষেক গুপ্তা বলেন "আগ্নেয়াস্ত্রসহ দু'জনকে ধরা হয়েছে । এদেরকে পুলিশি হেপাজতে নেওয়ার পরে জানা যাবে কী কারণে তাদের কাছে আগ্নেয়াস্ত্র রেখেছিল । ঘটনার তদন্ত চলছে ৷"

image
পাইপগান এবং দু'রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে

ধৃতদের পাঁচদিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে ৷

এদিকে, স্থানীয়রা জানিয়েছেন, সোহম মেধাবী ছাত্র । সে মাধ্যমিকে 90 শতাংশ, উচ্চ মাধ্যমিকে 88 শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয় । বর্তমানে দুর্গাপুরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ত । তার কাছে কীভাবে অস্ত্র এল ? হতবাক প্রতিবেশীরাও ।

Intro:দুর্গাপুরের নিউটাউনশিপ থানার পুলিশের জালে অস্ত্রসহ ধরা পড়ল বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের এক মেধাবী ছাত্রসহ দুজন। ধৃতদের কাছ থেকে পাওয়া গেছে একটি দেশী অত্যাধুনিক পাইপগান এবং দু- রাউন্ড কার্তুজ। ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হল বুধবার।

দুর্গাপুরের নিউটাউনশিপ থানা এলাকার বাসিন্দা অমরাবতীর বাসিন্দা 24 বছর বয়সী নয়ন দে ওরফে কালু এবং ওই একই থানা এলাকার এম এ এম সি বি-ওয়ান এর বাসিন্দা অত্যন্ত মেধাবী ছাত্র সোহম চ্যাটার্জী কে গোপন সূত্রে খবর পেয়ে নিউটাউনশীপ থানার পুলিশ সশস্ত্র অবস্থায় মঙ্গলবার রাতে অমরাবতী থেকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি দেশি অত্যাধুনিক পাইপ গান এবং দু রাউন্ড কার্তুজ উদ্ধার করে। কিন্তু কি উদ্দেশ্যে এদের কাছে এই অস্ত্র ছিল? তা নিয়ে এখনই কিছু বলতে নারাজ পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে সোহম চ্যাটার্জী দুর্গাপুরের ফুলঝোড়ের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের ছাত্র। সোহম মেধাবী ছাত্র বলে জানা গেছে। মাধ্যমিক পরীক্ষায় 90% এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 88% নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়। বর্তমানে ওই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে চতুর্থ বর্ষের ছাত্র। কিন্তু এই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে তারা কি করত? এটাই বড় প্রশ্ন। যদিও পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে এখনই কিছু বলা হয়নি। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা বলেন ""আগ্নেয়াস্ত্রসহ দু'জনকে ধরা হয়েছে। এদেরকে পুলিশি হেফাজতে নেওয়ার পরে জানা যাবে কি কারনে এঁরা আগ্নেয়াস্ত্র রেখেছিল।"" গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী এই দুজন ছাঁট লোহার কারবারীদের সাথে যোগাযোগ ছিল। ফাটকা কিছু অর্থ রোজগারের প্রলোভনে এরা এই অসামাজিক কাজে জড়িয়ে পড়েছিল বলেই সূত্রের খবর। এখন দেখার মেধাবী ছাত্ররা কেন নিজেদের কাছে অস্ত্র রেখেছিল? ধৃতদের কে আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।।।Body:হConclusion:হ
Last Updated : Aug 21, 2019, 1:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.