দুর্গাপুর, 21 অগাস্ট : অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করল নিউটাউনশিপ থানার পুলিশ ৷ ধৃতদের নাম নয়ন দে ও সোহম চ্যাটার্জি ৷ তাদের কাছ থেকে একটি দেশি পাইপগান এবং দু'রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে ।
গোপন সূত্রে খবর পেয়ে, গতরাতে অমরাবতী থেকে এই দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ ৷ এদের মধ্যে নয়ন দে ওরফে কালুর বাড়ি অমরাবতীতেই ৷ সোহম চ্যাটার্জি থাকে একই থানার MAMC বি-ওয়ান এলাকায় ৷ স্থানীয়দের একাংশের তরফে জানা যায়, লোহার কারবারীদের সঙ্গে যোগাযোগ ছিল দু'জনের । ফাটকা কিছু অর্থ রোজগারের লোভে এই কাজে জড়িয়ে পড়েছিল ৷ অস্ত্র নিয়ে তারা কী করত, তা এখনও জানা যায়নি ৷ এই বিষয়ে, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DC (পূর্ব) অভিষেক গুপ্তা বলেন "আগ্নেয়াস্ত্রসহ দু'জনকে ধরা হয়েছে । এদেরকে পুলিশি হেপাজতে নেওয়ার পরে জানা যাবে কী কারণে তাদের কাছে আগ্নেয়াস্ত্র রেখেছিল । ঘটনার তদন্ত চলছে ৷"
![image](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4196304_wb_gun.jpg)
ধৃতদের পাঁচদিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে ৷
এদিকে, স্থানীয়রা জানিয়েছেন, সোহম মেধাবী ছাত্র । সে মাধ্যমিকে 90 শতাংশ, উচ্চ মাধ্যমিকে 88 শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয় । বর্তমানে দুর্গাপুরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ত । তার কাছে কীভাবে অস্ত্র এল ? হতবাক প্রতিবেশীরাও ।