ETV Bharat / state

দুর্গাপুরে দুই বোনের রহস্য মৃত্যু, হাসপাতালে অসুস্থ মা - দুর্গাপুরের ভিড়িঙ্গী চাষিপাড়া

দুই যুবতির রহস্য মৃত্যুতে চাঞ্চল্য দুর্গাপুরের ভিড়িঙ্গীতে । অসুস্থ মা, আপাতত দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছেন । পুলিশি তদন্ত শুরু হয়েছে ।

দুর্গাপুরে দুই বোনের রহস্য মৃত্যু, হাসপাতালে অসুস্থ মা
দুর্গাপুরে দুই বোনের রহস্য মৃত্যু, হাসপাতালে অসুস্থ মা
author img

By

Published : Jan 30, 2021, 5:37 PM IST

দুর্গাপুর, 30 জানুয়ারি : দুই বোনের রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের ভিড়িঙ্গী চাষিপাড়া এলাকায় । আশঙ্কাজনক অবস্থায় মা হাসপাতালে ভরতি । আজ সকালে ঘটনাটি ঘটে । পুরো ঘটনা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে দুর্গাপুর থানার পুলিশ ।

মৃতদের নাম পূজা বাউরী(22) ও শ্রামণী বাউরী(18) এবং দুই বোনের মা সুনীতা বাউরী । পরিবারের সদস্য বলতে দুই বোন ও মা । তিনজনেই কয়লা ভাঙার কাজ করত । আজ সকালে প্রতিবেশীরা ডাকাডাকি করা সত্ত্বেও কোনও সাড়া শব্দ না পেয়ে দরজা ভাঙেন । বিছানায় 2 বোন ও সুনীতা দেবীকে মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা ।

আরও পড়ুন : হাজিরার টাকা কম কেন , প্রশ্ন করতেই তৃণমূলের পঞ্চায়েত প্রধানের হাত মার খেল কর্মী

খবর দেওয়া হয় দুর্গাপুর থানায় । পুলিশ এসে তিনজনকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় । চিকিৎসকরা দুই বোনকে মৃত বলে ঘোষণা করেন । দুজনের দেহ ময়নাতদন্তের জন্য পুলিশ দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় । অন্যদিকে সুনীতা দেবী চিকিৎসাধীনে রয়েছেন ।

দুর্গাপুরে জোড়া মৃত্যু । কী বলছেন প্রতিবেশীরা । দেখুন ভিডিয়ো...

এলাকাবাসীর দাবি, সুনীতা দেবীর মুখে ফেনা ছিল । খাবারে বিষক্রিয়ার কারণে দুই বোনের মৃত্যু হয়েছে । পুলিশি তদন্ত শুরু হয়েছে ।

দুর্গাপুর, 30 জানুয়ারি : দুই বোনের রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের ভিড়িঙ্গী চাষিপাড়া এলাকায় । আশঙ্কাজনক অবস্থায় মা হাসপাতালে ভরতি । আজ সকালে ঘটনাটি ঘটে । পুরো ঘটনা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে দুর্গাপুর থানার পুলিশ ।

মৃতদের নাম পূজা বাউরী(22) ও শ্রামণী বাউরী(18) এবং দুই বোনের মা সুনীতা বাউরী । পরিবারের সদস্য বলতে দুই বোন ও মা । তিনজনেই কয়লা ভাঙার কাজ করত । আজ সকালে প্রতিবেশীরা ডাকাডাকি করা সত্ত্বেও কোনও সাড়া শব্দ না পেয়ে দরজা ভাঙেন । বিছানায় 2 বোন ও সুনীতা দেবীকে মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা ।

আরও পড়ুন : হাজিরার টাকা কম কেন , প্রশ্ন করতেই তৃণমূলের পঞ্চায়েত প্রধানের হাত মার খেল কর্মী

খবর দেওয়া হয় দুর্গাপুর থানায় । পুলিশ এসে তিনজনকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় । চিকিৎসকরা দুই বোনকে মৃত বলে ঘোষণা করেন । দুজনের দেহ ময়নাতদন্তের জন্য পুলিশ দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় । অন্যদিকে সুনীতা দেবী চিকিৎসাধীনে রয়েছেন ।

দুর্গাপুরে জোড়া মৃত্যু । কী বলছেন প্রতিবেশীরা । দেখুন ভিডিয়ো...

এলাকাবাসীর দাবি, সুনীতা দেবীর মুখে ফেনা ছিল । খাবারে বিষক্রিয়ার কারণে দুই বোনের মৃত্যু হয়েছে । পুলিশি তদন্ত শুরু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.