ETV Bharat / state

শ্রমিকদের ফেরাতে গিয়ে নিখোঁজ এরাজ্যের 2টি বাস

author img

By

Published : May 12, 2020, 1:18 PM IST

শুক্রবার SBSTC-র ওই বাসগুলি বিহারের উদ্দেশে রওনা দেয় । তারপর ছ'টি রাজ্যে ফিরে এলেও, বাকি দু'টি বাস এখনও ফেরেনি । GPS ট্র্যাকিংয়ের মাধ্যমে খোঁজ চলছে সেগুলির ।

ছবি
ছবি

আসানসোল, 12 মে : শ্রমিকদের পৌঁছে দিতে পশ্চিম বর্ধমান থেকে বিহারে গেছিল এরাজ্যের আটটি সরকারি বাস । অভিযোগ, সেখানে বাসকর্মীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করা হয় । শুধু তাই নয়, ছ'টি বাস ফিরে এলেও বাকি দু'টি বাসের কোনও সন্ধান পাওয়া যায়নি । GPS -এর মাধ্যমে বাসগুলির সন্ধান চালানোর চেষ্টা করছে জেলা প্রশাসন ।

রাজ্যের বিভিন্ন প্রান্তে আটকে থাকা শ্রমিকদের বিহারে ছেড়ে আসতে রাজ্য সরকার আটটি বাসের ব্যবস্থা করেছিল । শুক্রবার SBSTC-র ওই বাসগুলি বিহারের উদ্দেশে রওনা দেয় । বিহারের জামুইয়ে শ্রীকৃষ্ণ স্টেডিয়ামে শ্রমিকদের ছেড়ে আসার কথা ছিল । অভিযোগ, বাসগুলি সেখানে পৌঁছালেও শ্রমিকদের নামতে দেয়নি স্থানীয় পুলিশ ও প্রশাসন । বদলে তারা বাসগুলিকে বাংলায় ফিরিয়ে নিয়ে যেতে বলে । বাধ্য হয়ে শ্রমিকদের নিয়ে বাসগুলি রাস্তায় দাঁড়িয়ে থাকে । তারপর থেকে বাসচালকদের মারধর করা শুরু হয় বলে অভিযোগ ওঠে । এমনকী যে শ্রমিকদের নিয়ে বাসগুলি গেছিল তাঁরাও উলটে মারধর করে বাসকর্মীদের । শেষ পর্যন্ত বিহার প্রশাসন শ্রমিকদের বিভিন্ন জেলায় নামার অনুমতি দেয় ।

এরপর শেষ মুহুর্তে আবার বাস চালকরা জানতে পারেন আটটির মধ্যে দু'টি বাসে রয়েছেন উত্তরপ্রদেশের শ্রমিকরা । বিহার সরকার তখন ওই শ্রমিকদের উত্তরপ্রদেশ নিয়ে যাওয়ার নির্দেশ দেয় । কিন্তু উত্তরপ্রদেশ যাওয়ার প্রয়োজনীয় নথি বা টাকা কিছুই ছিল না চালকদের কাছে । তারপর কী হয়েছে কেউ জানে না । তাই ছ'টি বাস বিহার থেকে ফিরে এলেও দু'টি বাসের চালক ও বাসগুলির হদিস নেই কোনও । GPS সিস্টেমের মাধ্যমে শেষ পাওয়া তথ্যে জানা গেছে, বাস দু'টি বারাণসীর কাছে ছিল । তারপর আবারও কোনও খোঁজ নেই ।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, বাস দু'টির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে । GPS - এ ট্র্যাক করা হচ্ছে লোকেশন ।

আসানসোল, 12 মে : শ্রমিকদের পৌঁছে দিতে পশ্চিম বর্ধমান থেকে বিহারে গেছিল এরাজ্যের আটটি সরকারি বাস । অভিযোগ, সেখানে বাসকর্মীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করা হয় । শুধু তাই নয়, ছ'টি বাস ফিরে এলেও বাকি দু'টি বাসের কোনও সন্ধান পাওয়া যায়নি । GPS -এর মাধ্যমে বাসগুলির সন্ধান চালানোর চেষ্টা করছে জেলা প্রশাসন ।

রাজ্যের বিভিন্ন প্রান্তে আটকে থাকা শ্রমিকদের বিহারে ছেড়ে আসতে রাজ্য সরকার আটটি বাসের ব্যবস্থা করেছিল । শুক্রবার SBSTC-র ওই বাসগুলি বিহারের উদ্দেশে রওনা দেয় । বিহারের জামুইয়ে শ্রীকৃষ্ণ স্টেডিয়ামে শ্রমিকদের ছেড়ে আসার কথা ছিল । অভিযোগ, বাসগুলি সেখানে পৌঁছালেও শ্রমিকদের নামতে দেয়নি স্থানীয় পুলিশ ও প্রশাসন । বদলে তারা বাসগুলিকে বাংলায় ফিরিয়ে নিয়ে যেতে বলে । বাধ্য হয়ে শ্রমিকদের নিয়ে বাসগুলি রাস্তায় দাঁড়িয়ে থাকে । তারপর থেকে বাসচালকদের মারধর করা শুরু হয় বলে অভিযোগ ওঠে । এমনকী যে শ্রমিকদের নিয়ে বাসগুলি গেছিল তাঁরাও উলটে মারধর করে বাসকর্মীদের । শেষ পর্যন্ত বিহার প্রশাসন শ্রমিকদের বিভিন্ন জেলায় নামার অনুমতি দেয় ।

এরপর শেষ মুহুর্তে আবার বাস চালকরা জানতে পারেন আটটির মধ্যে দু'টি বাসে রয়েছেন উত্তরপ্রদেশের শ্রমিকরা । বিহার সরকার তখন ওই শ্রমিকদের উত্তরপ্রদেশ নিয়ে যাওয়ার নির্দেশ দেয় । কিন্তু উত্তরপ্রদেশ যাওয়ার প্রয়োজনীয় নথি বা টাকা কিছুই ছিল না চালকদের কাছে । তারপর কী হয়েছে কেউ জানে না । তাই ছ'টি বাস বিহার থেকে ফিরে এলেও দু'টি বাসের চালক ও বাসগুলির হদিস নেই কোনও । GPS সিস্টেমের মাধ্যমে শেষ পাওয়া তথ্যে জানা গেছে, বাস দু'টি বারাণসীর কাছে ছিল । তারপর আবারও কোনও খোঁজ নেই ।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, বাস দু'টির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে । GPS - এ ট্র্যাক করা হচ্ছে লোকেশন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.