দুর্গাপুর, 30 জুলাই: প্রেমের ফাঁদে ফেলে গৃহবধূর ভিডিও ভাইরাল করার হুমকি ৷ ভিডিও প্রকাশের ভয়ে আত্মঘাতী গৃহবধূ ৷ ঘটনায় এক যুবক ও তার বান্ধবীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনা দুর্গাপুরের কাঁকসার ৷ অভিযোগ, গৃহবধূকে হুমকি দেয় ধৃত যুবক ও তার বান্ধবী ৷ রবিবার ধৃতদের তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে । তাদের ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷
সোশাল মিডিয়ায় বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক । তারপর ফোনে কথাবার্তা ও ছবি আদান প্রদান । এরপর সেই ছবি ভিডিও করে ভাইরাল করে দেওয়ার হুমকি দেন যুবক বলে অভিযোগ । মানসিক চাপ সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন গৃহবধূ । শুক্রবার ঘটনাটি ঘটে কাঁকসার বামুনাড়ার ৷ আত্মহত্যাকে কেন্দ্র করে ক্ষোভে ফুসছে এলাকাবাসী ।
জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত হয় মাস ছয়েক আগে ৷ বামুনাড়ার বাসিন্দা অর্ঘ্য মুখোপাধ্যায়ের সঙ্গে ফেসবুকে প্রথম আলাপ হয় গৃহবধূ সঙ্গীতা রায়ের ৷ এরপর সেখানে থেকে বন্ধুত্ব এবং তা পরে গড়ায় প্রেমের সম্পর্কে । মৃত গৃহবধুর পরিবারের দাবি, স্নেহা নামে এক তরুণীর সঙ্গে অর্ঘ্যর সম্পর্ক ছিল । মাঝে তাঁর সঙ্গে সম্পর্কে টানাপোড়েন শুরু হয় ৷ এরপরেই ফেসবুকে গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন অর্ঘ্য ।
কিন্তু কয়েকদিন পর ফের স্নেহার সঙ্গে পুরনো সম্পর্ক জোড়া লাগে তাঁর । অভিযোগ, তারপর থেকেই অর্ঘ্য এবং তাঁর প্রেমিকা স্নেহা মিলে ওই গৃহবধূকে হুমকি দিতে থাকে ৷ গৃহবধূর ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ । এরপরেই শুক্রবার সন্ধ্যায় বামুনাড়ার বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ওই গৃহবধূ । শনিবার লিখিত অভিযোগ দায়ের করে পরিবার ৷ পলাতক ছিল দুই অভিযুক্ত ৷
আরও পড়ুন: ছবি-ভিডিয়ো ভাইরালের হুমকি ! আত্মঘাতী গৃহবধূ
রবিবার বামুনাড়ার বাসিন্দা অর্ঘ্য এবং দুর্গাপুরের বাসিন্দা স্নেহা মুখোপাধ্যাকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ । ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে রবিবার দুপুরে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে । ধৃত দু'জনকেই 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত ।