ETV Bharat / state

জাতীয় সড়কে রেষারেষি, নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে ঢুকে পড়ল ট্রাক - 2 নং জাতীয় সড়কে দুর্ঘটনা

দুটি ট্রাকের রেষারেষিতে দুর্ঘটনা 2 নং জাতীয় সড়কে ৷ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের লাইন হোটেলে ঢুকে পড়ল একটি ট্রাক৷ অন্যটি উলটে গেল জাতীয় সড়কের উপরে । 2 ট্রাকচালক-সহ এক হোটেল কর্মচারী আহত৷

truck-accident-at-jamuriya
দুর্ঘটনা 2 নং জাতীয় সড়কে
author img

By

Published : Jan 25, 2020, 12:11 PM IST

জামুড়িয়া, 24 জানুয়ারি: দুটি ট্রাকের রেষারেষি ৷ 2 নং জাতীয় সড়কে বিপজ্জনক দুর্ঘটনা ৷ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের লাইন হোটেলে ঢুকে পড়ল একটি ট্রাক ৷ অন্যটি জাতীয় সড়কের উপরেই উলটে যায় । অল্পের জন্য প্রাণে বাঁচলেন হোটেলের ভেতরে থাকা মানুষ জন ৷ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায় ৷

আজ ভোরের ঘটনা, 2 নং জাতীয় সড়কের জামুড়িয়া জেকে নগর মোড়ের কাছে রেষারেষিতে নিয়ন্ত্রণ হারায় দুটি ট্রাক, যার একটি রাস্তার পাশের লাইন হোটেলে ধাক্কা মারে। অন্যটি উলটে যায় জাতীয় সড়কের উপর ।

রেষারেষিতে দুর্ঘটনা 2 নং জাতীয় সড়কে

ট্রাক দুর্ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় জেকে নগর মোড় অঞ্চলে । ঘটনাস্থানে জামুড়িয়া থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছায় । দুর্ঘটনায় 2 ট্রাকচালক-সহ এক হোটেল কর্মচারী আহত হয়েছেন। পরে জামুড়িয়া থানার পুলিশ ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত একটি ট্রাককে হোটেল থেকে বের করে আনে, অন্য ট্রাকটিকেও জাতীয় সড়ক থেকে সরানো হয় ৷

ট্রাক দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে 2 নং জাতীয় সড়ক ।

জামুড়িয়া, 24 জানুয়ারি: দুটি ট্রাকের রেষারেষি ৷ 2 নং জাতীয় সড়কে বিপজ্জনক দুর্ঘটনা ৷ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের লাইন হোটেলে ঢুকে পড়ল একটি ট্রাক ৷ অন্যটি জাতীয় সড়কের উপরেই উলটে যায় । অল্পের জন্য প্রাণে বাঁচলেন হোটেলের ভেতরে থাকা মানুষ জন ৷ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায় ৷

আজ ভোরের ঘটনা, 2 নং জাতীয় সড়কের জামুড়িয়া জেকে নগর মোড়ের কাছে রেষারেষিতে নিয়ন্ত্রণ হারায় দুটি ট্রাক, যার একটি রাস্তার পাশের লাইন হোটেলে ধাক্কা মারে। অন্যটি উলটে যায় জাতীয় সড়কের উপর ।

রেষারেষিতে দুর্ঘটনা 2 নং জাতীয় সড়কে

ট্রাক দুর্ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় জেকে নগর মোড় অঞ্চলে । ঘটনাস্থানে জামুড়িয়া থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছায় । দুর্ঘটনায় 2 ট্রাকচালক-সহ এক হোটেল কর্মচারী আহত হয়েছেন। পরে জামুড়িয়া থানার পুলিশ ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত একটি ট্রাককে হোটেল থেকে বের করে আনে, অন্য ট্রাকটিকেও জাতীয় সড়ক থেকে সরানো হয় ৷

ট্রাক দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে 2 নং জাতীয় সড়ক ।

Intro:দু 'নম্বর জাতীয় সড়কে দুটি ট্রাকের রেষারেষি ! নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে থাকা লাইন হোটেলে ঢুকে যায় একটি ট্রাক ! অন্য ট্রাকটি জাতীয় সড়কের পাশে উল্টে যায় । অল্পের জন্য প্রাণে বেঁচে হোটেলে থাকা মানুষ জন। দুটি ট্রাকের দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় জামুরিয়া দু 'নম্বর জাতীয় সড়কের জে, কে ,নগর মোড়ে ।

আজ ভোর নাগাদ দু 'নম্বর জাতীয় সড়কের জামুরিয়া, জে কে নগর মোড়ের কাছে দুটি ট্রাকের রেষারেষি ! নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে থাকা পালওয়ান হোটেলে গিয়ে সোজা ধাক্কা একটি ট্রাকের। অন্য ট্রাকটি উল্টে যায় জাতীয় সড়কের ওপর । দুটি ট্রাকের দুর্ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় দু'নম্বর জাতীয় সড়কের জে কে নগর মোড়ে । ঘটনাস্থলে জামুরিয়া থানা বিশাল পুলিশবাহিনী পৌঁছে । ট্রাক দুর্ঘটনায় ট্রাকচালক সহ হোটেলে এক কর্মচারী আহত হয়েছে বলে জানা গিয়েছে। জামুরিয়া থানার পুলিশ ক্রেনের সাহায্যে ক্ষতিগ্রস্ত ট্রাকটিকে হোটেল থেকে সরানোর ব্যবস্থা চালাচ্ছে । ট্রাক দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে দুই নম্বর জাতীয় সড়ক । দুর্ঘটনাগ্রস্ত ট্রাক দুটিকে জামুরিয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে ।


Body:।


Conclusion:।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.