ETV Bharat / state

বিধায়কের অনুপস্থিতিতেও বারাবনিতে মিছিলের ভিড় দেখে আশাবাদী তৃণমূল - বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়

বিধায়ক বিধান উপাধ্যায় কৃষি আইনের প্রতিবাদে দলের মিছিলে অংশ নিতে না পারলেও ভিড় হয়েছিল ভালোই । এতেই আশাবাদী স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

তৃণমূলের প্রতিবাদ মিছিল
author img

By

Published : Oct 9, 2020, 9:29 PM IST

বারাবনি, 9 অক্টোবর : বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । হাসপাতাল থেকে ছুটি পেয়ে তিনি এখন বাড়িতেই রয়েছেন । এরই মাঝে বারাবনিতে কৃষি আইনের প্রতিবাদে মিছিল করল তৃণমূল কংগ্রেস ।

বিধায়ক এই মিছিলে অংশ নিতে না পারলেও মিছিলে ভালোই ভিড় হয়েছিল । বারাবনির ব্লক সভাপতি অসিত সিংহের নেতৃত্বে আজকের এই মিছিল হয় । খাসকুঠি এলাকা থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় দোমহানী বাজারে । দোমোহানী বাজারে একটি পথসভারও আয়োজন করা হয় ।

লোকসভা ভোটের পর অনেকটাই ড্যামেজ কন্ট্রোল করা হয়েছে বলে জানিয়েছেন ব্লক সভাপতি অসিত সিংহ । তিনি বলেন, "বারাবনির বিধানসভা ভোট মানে আবেগের ভোট । একসময় মানিক উপাধ্যায়ের আবেগে মানুষ ভোট দিত । এখন তাঁর ছেলে বর্তমান বিধায়ক বিধান উপাধ্যায়কে দেখেই মানুষ ভোট দেবে এবং আসানসোলের অন্য যে বিধানসভাগুলি রয়েছে সবগুলো থেকে আমরা রেকর্ড ভোটে বিধানসভায় জয়ী হব ।"

বারাবনি, 9 অক্টোবর : বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । হাসপাতাল থেকে ছুটি পেয়ে তিনি এখন বাড়িতেই রয়েছেন । এরই মাঝে বারাবনিতে কৃষি আইনের প্রতিবাদে মিছিল করল তৃণমূল কংগ্রেস ।

বিধায়ক এই মিছিলে অংশ নিতে না পারলেও মিছিলে ভালোই ভিড় হয়েছিল । বারাবনির ব্লক সভাপতি অসিত সিংহের নেতৃত্বে আজকের এই মিছিল হয় । খাসকুঠি এলাকা থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় দোমহানী বাজারে । দোমোহানী বাজারে একটি পথসভারও আয়োজন করা হয় ।

লোকসভা ভোটের পর অনেকটাই ড্যামেজ কন্ট্রোল করা হয়েছে বলে জানিয়েছেন ব্লক সভাপতি অসিত সিংহ । তিনি বলেন, "বারাবনির বিধানসভা ভোট মানে আবেগের ভোট । একসময় মানিক উপাধ্যায়ের আবেগে মানুষ ভোট দিত । এখন তাঁর ছেলে বর্তমান বিধায়ক বিধান উপাধ্যায়কে দেখেই মানুষ ভোট দেবে এবং আসানসোলের অন্য যে বিধানসভাগুলি রয়েছে সবগুলো থেকে আমরা রেকর্ড ভোটে বিধানসভায় জয়ী হব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.