ETV Bharat / state

পানাগড়ের জঙ্গল থেকে আদিবাসী মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার - tribal women's body found in panagarh forest of paschim burdwan

পশ্চিম বর্ধমানের পানাগড়ের জঙ্গল থেকে এক আদিবাসী মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে ৷

জঙ্গল থেকে আদিবাসী মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার
জঙ্গল থেকে আদিবাসী মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার
author img

By

Published : Aug 3, 2020, 4:48 PM IST

দুর্গাপুর,৩ অগাস্ট: পানাগড়ের জঙ্গল থেকে উদ্ধার হল আদিবাসী মহিলার রক্তাক্ত মৃতদেহ ৷ মৃতার নাম সোনামুনি কিস্কু ৷ পারিবারিক বিবাদের জেরেই ওই মহিলার স্বামী তাঁকে খুন করেছে বলে অনুমান পুলিশের । মৃতার স্বামী পলাতক ।

রবিবার রাতে পশ্চিম বর্ধমানের বুদবুদ থানার দেবশালা পঞ্চায়েতের ভাতকুণ্ডা এলাকার জঙ্গল থেকে দেহটি উদ্ধার করে পুলিশ । ভাতাকুণ্ডার জঙ্গল ঘেরা একটি গ্রামে স্বামী সুনীল কিস্কুর সঙ্গে থাকতেন 35 বছরের সোনামুনি কিস্কু ৷ স্বামী-স্ত্রীর মধ্যে কোনও কারণে সমস্যা চলছিল ৷ সুনীল কিস্কুই স্ত্রীকে খুন করে পালিয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের ৷

দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে বুদবুদ থানার পুলিশ । মৃতার স্বামীর খোঁজ চলছে ৷

দুর্গাপুর,৩ অগাস্ট: পানাগড়ের জঙ্গল থেকে উদ্ধার হল আদিবাসী মহিলার রক্তাক্ত মৃতদেহ ৷ মৃতার নাম সোনামুনি কিস্কু ৷ পারিবারিক বিবাদের জেরেই ওই মহিলার স্বামী তাঁকে খুন করেছে বলে অনুমান পুলিশের । মৃতার স্বামী পলাতক ।

রবিবার রাতে পশ্চিম বর্ধমানের বুদবুদ থানার দেবশালা পঞ্চায়েতের ভাতকুণ্ডা এলাকার জঙ্গল থেকে দেহটি উদ্ধার করে পুলিশ । ভাতাকুণ্ডার জঙ্গল ঘেরা একটি গ্রামে স্বামী সুনীল কিস্কুর সঙ্গে থাকতেন 35 বছরের সোনামুনি কিস্কু ৷ স্বামী-স্ত্রীর মধ্যে কোনও কারণে সমস্যা চলছিল ৷ সুনীল কিস্কুই স্ত্রীকে খুন করে পালিয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের ৷

দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে বুদবুদ থানার পুলিশ । মৃতার স্বামীর খোঁজ চলছে ৷

For All Latest Updates

TAGGED:

durgapur
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.