ETV Bharat / state

LPG gas cylinder price hike: উজ্জ্বলা যোজনার গ্যাস এখন আবর্জনা, মহার্ঘ সিলিন্ডার ফেলে ভরসা উনুনই - রান্নার গ্যাসের দাম

ফের সিলিন্ডার পিছু দাম বাড়ল 50 টাকা (LPG gas cylinder price hike) ৷ ফলে উজ্জ্বলা যোজনায় পাওয়া গ্যাস সিলিন্ডার ভরার মতো টাকা নেই অনেকেরই ৷ পাতার উনুন, ঘুঁটে আর বাঁশের নলই ভরসা কাঁকসার আদিবাসী পাড়ায় (Tribal people of Durgapur)৷

Tribal people of Durgapur facing problem after LPG gas cylinder price hike
উজ্জ্বলা যোজনার গ্যাস এখন আবর্জনা, মহার্ঘ সিলিন্ডার ফেলে ভরসা উনুনই
author img

By

Published : Mar 22, 2022, 7:32 PM IST

দুর্গাপুর, 22 মার্চ: আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম (LPG gas cylinder price hike) ৷ সিলিন্ডারপিছু 50টাকা বৃদ্ধি পাওয়ায় এলপিজি সিলিন্ডারের নয়া দাম হল 976 টাকা । মাথায় হাত পড়েছে গৃহস্থের ৷ কাঁকসাতেও মধ্যবিত্ত থেকে আদিবাসী সম্প্রদায়ের (Tribal people of Durgapur) মানুষেরা চরম সমস্যার সম্মুখীন ।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় সামান্য টাকা দিয়ে ভর্তি সিলিন্ডার এবং রান্নার গ্যাসের ওভেন মিলেছিল । কিন্তু সেগুলি এখন পরিণত হয়েছে ঘরের আবর্জনায় (West Burdwan news)। রান্নার জন্য ভরসা সেই জঙ্গলের শুকনো পাতা, গাছের শুকিয়ে যাওয়া ডালপালা, ঘুঁটে আর উনুন । আদিবাসী সম্প্রদায়ের একাংশের অভিযোগ, ঝড়, বৃষ্টি হলে জোটে না দু‘বেলা খাবার । রাজ্য সরকারের বিনামূল্যে রেশন এবং প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় গ্যাস পাওয়ার পর তাঁরা ভেবেছিলেন পেটের খিদে মিটবে ৷ সকাল সকাল রান্না করে দিন মজুরের কাজে যেতে পারবেন । কিন্তু বর্তমানে বিনামূল্যে রেশন মিললেও মাসের পর মাস চড়া হচ্ছে গ্যাসের দাম ।

আরও পড়ুন: Fuel Price Hike : এক লাফে 50 টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, মহার্ঘ্য পেট্রল-ডিজেলও

নামেই উজ্জ্বলা যোজনার গ্যাস, কিন্তু তা কোনও কাজেই লাগে না বলে অভিযোগ আদিবাসী মহিলাদের । তাঁদের বাঁশের নলে ফুঁ দিয়ে উনুন ধরাতে হয় । শুকনো পাতার উপর নির্ভর করে থাকতে হয় ৷ তবে উজ্জ্বলা যোজনায় পাওয়া গ্যাস সিলিন্ডার ভরার এত টাকা তাঁদের কাছে নেই ।

এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর কেন্দ্রীয় সরকারকেই একহাত নিয়েছেন ৷ অবিলম্বে দাম কমানোর দাবি জানিয়েছেন তিনি ৷ নইলে উজ্জ্বলা যোজনায় স্বল্প অর্থে গ্যাস দেওয়ার কেন্দ্রীয় প্রকল্প ব্যর্থ হবে বলে ধারণা বিদবিহারের মানুষের ।

আরও পড়ুন: LPG Price Hike: উৎসবের মরসুমের শুরুতেই উর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম

দুর্গাপুর, 22 মার্চ: আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম (LPG gas cylinder price hike) ৷ সিলিন্ডারপিছু 50টাকা বৃদ্ধি পাওয়ায় এলপিজি সিলিন্ডারের নয়া দাম হল 976 টাকা । মাথায় হাত পড়েছে গৃহস্থের ৷ কাঁকসাতেও মধ্যবিত্ত থেকে আদিবাসী সম্প্রদায়ের (Tribal people of Durgapur) মানুষেরা চরম সমস্যার সম্মুখীন ।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় সামান্য টাকা দিয়ে ভর্তি সিলিন্ডার এবং রান্নার গ্যাসের ওভেন মিলেছিল । কিন্তু সেগুলি এখন পরিণত হয়েছে ঘরের আবর্জনায় (West Burdwan news)। রান্নার জন্য ভরসা সেই জঙ্গলের শুকনো পাতা, গাছের শুকিয়ে যাওয়া ডালপালা, ঘুঁটে আর উনুন । আদিবাসী সম্প্রদায়ের একাংশের অভিযোগ, ঝড়, বৃষ্টি হলে জোটে না দু‘বেলা খাবার । রাজ্য সরকারের বিনামূল্যে রেশন এবং প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় গ্যাস পাওয়ার পর তাঁরা ভেবেছিলেন পেটের খিদে মিটবে ৷ সকাল সকাল রান্না করে দিন মজুরের কাজে যেতে পারবেন । কিন্তু বর্তমানে বিনামূল্যে রেশন মিললেও মাসের পর মাস চড়া হচ্ছে গ্যাসের দাম ।

আরও পড়ুন: Fuel Price Hike : এক লাফে 50 টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, মহার্ঘ্য পেট্রল-ডিজেলও

নামেই উজ্জ্বলা যোজনার গ্যাস, কিন্তু তা কোনও কাজেই লাগে না বলে অভিযোগ আদিবাসী মহিলাদের । তাঁদের বাঁশের নলে ফুঁ দিয়ে উনুন ধরাতে হয় । শুকনো পাতার উপর নির্ভর করে থাকতে হয় ৷ তবে উজ্জ্বলা যোজনায় পাওয়া গ্যাস সিলিন্ডার ভরার এত টাকা তাঁদের কাছে নেই ।

এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর কেন্দ্রীয় সরকারকেই একহাত নিয়েছেন ৷ অবিলম্বে দাম কমানোর দাবি জানিয়েছেন তিনি ৷ নইলে উজ্জ্বলা যোজনায় স্বল্প অর্থে গ্যাস দেওয়ার কেন্দ্রীয় প্রকল্প ব্যর্থ হবে বলে ধারণা বিদবিহারের মানুষের ।

আরও পড়ুন: LPG Price Hike: উৎসবের মরসুমের শুরুতেই উর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.