দুর্গাপুর, 5 অক্টোবর : আশ্বাস মিলেছে বহুবার । কিন্তু জমির পাট্টা মেলেনি বলে অভিযোগ । বাধ্য হয়েই তাই রাস্তা অবরোধ করলেন আদিবাসীরা ।দুর্গাপুরের রঘুনাথপুর এলাকার ঘটনা ।
রঘুনাথপুর, মধুপল্লি, পারুলিয়া সহ কয়েকটি এলাকায় প্রায় 30 থেকে 40 হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষের বাস । মুলত দুর্গাপুর ইস্পাত কারখানার জন্য অধিগ্রহণ করেও ফাঁকা পড়ে থাকা জমিতে দীর্ঘ কয়েক দশক ধরেই পরিবারগুলোর বসবাস । প্রতিশ্রুতি দিয়ে বলা হয় যে, এই এলাকার বাসিন্দাদের পাট্টা দেওয়া হবে । কিন্তু প্রতিশ্রুতিই সার । সরকারের বদল হলেও আজও তাঁরা পাট্টা পায়নি বলে অভিযোগ ।
সরকারী স্তরে বহুবার আবেদন জানিয়েও কাজের কাজ না হওয়ায় সোমবার সকালে দুর্গাপুর থানার অন্তর্গত রঘুনাথপুর টোল ট্যাক্স অফিসের সামনে রাস্তায় বসে পড়ে আদিবাসী গাঁওতা ও বস্তি কল্যাণ সমিতির সাথে যুক্তরা । পশ্চিম বর্ধমান জেলার আদিবাসী গাঁওতার সাধারণ সম্পাদক নরেন টুডু বলেন,"এই এলাকার সমস্ত বাসিন্দাদের পক্ষ থেকে বসত বাড়ির পাট্টার জন্য সরকারি স্তরে আবেদন জানানো হলেও কেউ কিছুই করেনি । তাই বাধ্য হয়ে আমরা রাস্তা অবরোধ করলাম ।"
রাস্তা অবরোধের জেরে কমলপুর শিল্পতালুকের বেসরকারি কারখানাগুলির পণ্য পরিবহনকারী গাড়িগুলি আটকে থাকে । যানজট তৈরি হয় ব্যস্ততম এই রাস্তায় । ঘটনাস্থানে আসে দুর্গাপুর থানার পুলিশ । আগামীদিনে পাট্টা না পেলে দুর্গাপুরে রাস্তা অবরোধের হুঁশিয়ারি দেন আদিবাসী নেতারা ।