ETV Bharat / state

Post Poll Violence : আর কোনও বড় নেতাকে ফোন করব না, সিবিআইয়ের জেরা শেষে ভেঙে পড়লেন টোটো চালক - Toto driver and farmer broke down in tears after CBI interrogation

অনুব্রত মণ্ডলকে ফোন করে সিবিআইয়ের জেরার মুখে পড়েছেন এক চাষি ও এক টোটো চালক ৷ গরিবের সংসারে এ হেন শাস্তি যেন তাঁদের কাছে মরার উপর খাঁড়ার ঘায়ের মতো নেমে এসেছে (Post Poll Violence) ৷

cbi
সিবিআইয়ের জেরা শেষে ভেঙে পড়লেন টোটো চালক ও চাষি
author img

By

Published : Jun 16, 2022, 6:17 PM IST

Updated : Jun 16, 2022, 7:51 PM IST

দুর্গাপুর, 16 জুন : ছেলে চন্দ্রকোনার সিভিক ভলান্টিয়ার । আর বাবা চাষি । দুইয়ের উপার্জনেই কোনওরকমে সংসার চলে । তাই অনুব্রত মণ্ডলের ফোন নম্বর পেয়ে তাঁকে ফোন করে জিজ্ঞাসা করেছিলেন সিভিক ভলান্টিয়ারদের বেতন কবে বাড়বে ? ব্যস, সেই অপরাধেই ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে দুর্গাপুরে সিবিআই ডেকে পাঠায় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা অমিত ঘোষকে (Toto driver and farmer broke down in tears after CBI interrogation)৷ বৃহস্পতিবার সাড়ে সাত হাজার টাকা দিয়ে গাড়ি ভাড়া করে দুর্গাপুরে হাজিরা দিতে যান অমিতবাবু ৷

অমিতবাবু জানান, চাষাবাদ করেই তাঁর সংসার চলে ৷ রাজনীতির সঙ্গে তিনি যুক্ত নন । তবে ছেলের জন্য একবার বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে ফোন করেছিলেন ৷ আর সেই অপরাধের শাস্তিস্বরূপ তাঁকে বৃহস্পতিবার সশরীরে প্রায় দেড়'শ কিলোমিটার পথ গাড়ি ভাড়া করে এসে সিবিআই ক্যাম্প অফিসে হাজিরা দিতে হল ।

এদিন সিবিআই জেরা শেষে বেরিয়ে তিনি বলেন, "আমার এই এতগুলো টাকা কে দেবে ? আমি সিবিআই আধিকারিকদের কাছেও এই টাকা দেওয়ার কথা জানিয়েছি ।"

আরও পড়ুন : Post Poll Violence: অনুব্রতকে ফোন করে বিপত্তি! সিবিআই জেরার মুখে ক্ষুদ্র চাষি, টোটোচালক

অন্যদিকে একইভাবে এলাকার রাস্তা সংস্কারের জন্য অনুব্রত মণ্ডলকে ফোন করে ফেঁসেছেন টোটো চালক । তিনিও বৃহস্পতিবার সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে হাজিরা দিতে আসেন । গত কয়েকদিন আগে দুর্গাপুরের সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প থেকে কেতুগ্রামের টোটো চালক অজয় দাসের কাছে একটি নোটিশ যায় । কী এই নোটিশ তা, বুঝে উঠতে পারেননি ওই টোটো চালক । সিবিআই ক্যাম্প থেকে ফোন যেতেই হতভম্ব হয়ে যান তিনি ৷

বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের এনআইটিতে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে হাজিরা শেষে টোটো চালক জানান, এলাকার উন্নয়নের জন্য আর কোনও বড় নেতাদের ফোন করব না । আজ সারাদিন টোটো চালাতে পারলাম না ৷ ফলে উপার্জনও হল না । এ কথা বলতে বলতেই জল গড়িয়ে এল টোটো চালক অজয় দাসের চোখে । ভোট-পরবর্তী হিংসা মামলায় এঁদেরকে ডাকা হয়েছে একটাই কারণে, তা হল অনুব্রত মণ্ডলকে এরা দু'জন ফোন করেছিলেন ।

আরও পড়ুন : Post Poll Violence: ভোট পরবর্তী হিংসায় কমিশনের চিত্রগ্রাহককে ডেকে পাঠাল সিবিআই

দুর্গাপুর, 16 জুন : ছেলে চন্দ্রকোনার সিভিক ভলান্টিয়ার । আর বাবা চাষি । দুইয়ের উপার্জনেই কোনওরকমে সংসার চলে । তাই অনুব্রত মণ্ডলের ফোন নম্বর পেয়ে তাঁকে ফোন করে জিজ্ঞাসা করেছিলেন সিভিক ভলান্টিয়ারদের বেতন কবে বাড়বে ? ব্যস, সেই অপরাধেই ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে দুর্গাপুরে সিবিআই ডেকে পাঠায় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা অমিত ঘোষকে (Toto driver and farmer broke down in tears after CBI interrogation)৷ বৃহস্পতিবার সাড়ে সাত হাজার টাকা দিয়ে গাড়ি ভাড়া করে দুর্গাপুরে হাজিরা দিতে যান অমিতবাবু ৷

অমিতবাবু জানান, চাষাবাদ করেই তাঁর সংসার চলে ৷ রাজনীতির সঙ্গে তিনি যুক্ত নন । তবে ছেলের জন্য একবার বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে ফোন করেছিলেন ৷ আর সেই অপরাধের শাস্তিস্বরূপ তাঁকে বৃহস্পতিবার সশরীরে প্রায় দেড়'শ কিলোমিটার পথ গাড়ি ভাড়া করে এসে সিবিআই ক্যাম্প অফিসে হাজিরা দিতে হল ।

এদিন সিবিআই জেরা শেষে বেরিয়ে তিনি বলেন, "আমার এই এতগুলো টাকা কে দেবে ? আমি সিবিআই আধিকারিকদের কাছেও এই টাকা দেওয়ার কথা জানিয়েছি ।"

আরও পড়ুন : Post Poll Violence: অনুব্রতকে ফোন করে বিপত্তি! সিবিআই জেরার মুখে ক্ষুদ্র চাষি, টোটোচালক

অন্যদিকে একইভাবে এলাকার রাস্তা সংস্কারের জন্য অনুব্রত মণ্ডলকে ফোন করে ফেঁসেছেন টোটো চালক । তিনিও বৃহস্পতিবার সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে হাজিরা দিতে আসেন । গত কয়েকদিন আগে দুর্গাপুরের সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প থেকে কেতুগ্রামের টোটো চালক অজয় দাসের কাছে একটি নোটিশ যায় । কী এই নোটিশ তা, বুঝে উঠতে পারেননি ওই টোটো চালক । সিবিআই ক্যাম্প থেকে ফোন যেতেই হতভম্ব হয়ে যান তিনি ৷

বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের এনআইটিতে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে হাজিরা শেষে টোটো চালক জানান, এলাকার উন্নয়নের জন্য আর কোনও বড় নেতাদের ফোন করব না । আজ সারাদিন টোটো চালাতে পারলাম না ৷ ফলে উপার্জনও হল না । এ কথা বলতে বলতেই জল গড়িয়ে এল টোটো চালক অজয় দাসের চোখে । ভোট-পরবর্তী হিংসা মামলায় এঁদেরকে ডাকা হয়েছে একটাই কারণে, তা হল অনুব্রত মণ্ডলকে এরা দু'জন ফোন করেছিলেন ।

আরও পড়ুন : Post Poll Violence: ভোট পরবর্তী হিংসায় কমিশনের চিত্রগ্রাহককে ডেকে পাঠাল সিবিআই

Last Updated : Jun 16, 2022, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.