ETV Bharat / state

বাবুলকে সংবর্ধনা দিতে চকোলেট, মালা নিয়ে দাঁড়িয়ে তৃণমূল কর্মীরা !

আসানসোলের ডামরার ধর্মরাজ মন্দিরে বাবুল সুপ্রিয়কে সংবর্ধনা জানাতে হাতে শাল, বাবুলের মেয়ের জন্য চকোলেট, ফুলের তোড়া নিয়ে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।

বাবুলকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল কর্মীরা
author img

By

Published : Mar 30, 2019, 3:29 PM IST

আসানসোল, 30 মার্চ : অবিশ্বাস্য হলেও সত্যি ! বাবুল সুপ্রিয়কে সংবর্ধনা জানাতে হাতে শাল, বাবুলের মেয়ের জন্য চকোলেট, ফুলের তোড়া নিয়ে উপস্থিতছিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। কিন্তু এলেন না বাবুল সুপ্রিয়। ঘটনাটি আসানসোলের ডামরার ধর্মরাজ মন্দির এলাকার। আজ ওই মন্দিরে পুজো দিয়ে বাবুল সুপ্রিয়র ডামরা এলাকায় প্রচার করার কথা ছিল। কিন্তু অনুমতি না মেলায় আজকের কর্মসূচি স্থগিত করতে হয় তাঁকে।

আজ আসানসোলের ডামরা, কালীপাহাড়ি এলাকায় প্রচার করার কথা ছিল আসানসোলের BJP প্রার্থী বাবুল সুপ্রিয়র। ডামরা এলাকায় একটি ধর্মরাজ মন্দিরেও তাঁর পুজো দেওয়ার কথা ছিল। এই কথা শুনেই একদল তৃণমূল কর্মী সমর্থক ওই মন্দিরে পৌঁছান। তাঁদের হাতে ছিল ফুলের তোড়া, শাল, চকোলেটসহ অন্য জিনিসপত্র। তৃণমূল কর্মীরা বলেন, "আমাদের মেয়র জিতেন্দ্র তিওয়ারি আজ সকালে ফোন করে নির্দেশ দেন, প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় ডামরা গ্রামের ধর্মরাজ মন্দিরে পুজো দিতে আসছেন। যাতে বাবুল সুপ্রিয়র পুজো দিতে কোনও অসুবিধা না হয়, কোনও ব্যাঘাত না ঘটে, তা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে।"

তাঁরা বলেন, "আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায় ও জিতেন্দ্র তিওয়ারির সৈনিক। তাহলেও এটা আমাদের সামাজিক দায়িত্ব। কারণ উনি আমাদের অতিথি। গ্রামের অনেক লোকজন রেগে আছেন। কারণ ৫ বছর তাঁর টিকি দেখতে পাওয়া যায়নি। ৫ বছর বাবা ধর্মরাজকে মনে পড়ল না, আজ হঠাৎ ভোটের সময় মনে পড়ল। এই রাগের প্রতিফলনে যাতে কিছু না হয় তাই আমরা এসেছি। উনি পরিবারের সাথে আসছেন, কেউ যাতে বিরক্ত না করে তা দেখা আমাদের কর্তব্য।" তৃণমূল কর্মীদের দাবি, বাবুল সুপ্রিয় মানুষকে কী জবাব দেবেন ? সেই সংশয় থেকেই অনুষ্ঠানটা বাতিল করেছেন।

যদিও বাবুল সুপ্রিয় ইটিভি ভারতকে ব্যক্তিগত ভাবে বলেছেন, "আজকের প্রচারের অনুমতি পাওয়া যায়নি বলেই স্থগিত রাখতে হয়েছে অনুষ্ঠান। আমি ওখানে যাব। দেখুন আগামীদিনে কী হয়। ৫ বছরে কী করেছি তা মানুষের কাছে পরিষ্কার। জিতেন্দ্র তিওয়ারির অনুগামীদের একটাই কথা বলব, কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়ে, তা বলে কুকুরের পায়ে কামড়ানো বাবুলের শোভা পায় ?"

আসানসোল, 30 মার্চ : অবিশ্বাস্য হলেও সত্যি ! বাবুল সুপ্রিয়কে সংবর্ধনা জানাতে হাতে শাল, বাবুলের মেয়ের জন্য চকোলেট, ফুলের তোড়া নিয়ে উপস্থিতছিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। কিন্তু এলেন না বাবুল সুপ্রিয়। ঘটনাটি আসানসোলের ডামরার ধর্মরাজ মন্দির এলাকার। আজ ওই মন্দিরে পুজো দিয়ে বাবুল সুপ্রিয়র ডামরা এলাকায় প্রচার করার কথা ছিল। কিন্তু অনুমতি না মেলায় আজকের কর্মসূচি স্থগিত করতে হয় তাঁকে।

আজ আসানসোলের ডামরা, কালীপাহাড়ি এলাকায় প্রচার করার কথা ছিল আসানসোলের BJP প্রার্থী বাবুল সুপ্রিয়র। ডামরা এলাকায় একটি ধর্মরাজ মন্দিরেও তাঁর পুজো দেওয়ার কথা ছিল। এই কথা শুনেই একদল তৃণমূল কর্মী সমর্থক ওই মন্দিরে পৌঁছান। তাঁদের হাতে ছিল ফুলের তোড়া, শাল, চকোলেটসহ অন্য জিনিসপত্র। তৃণমূল কর্মীরা বলেন, "আমাদের মেয়র জিতেন্দ্র তিওয়ারি আজ সকালে ফোন করে নির্দেশ দেন, প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় ডামরা গ্রামের ধর্মরাজ মন্দিরে পুজো দিতে আসছেন। যাতে বাবুল সুপ্রিয়র পুজো দিতে কোনও অসুবিধা না হয়, কোনও ব্যাঘাত না ঘটে, তা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে।"

তাঁরা বলেন, "আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায় ও জিতেন্দ্র তিওয়ারির সৈনিক। তাহলেও এটা আমাদের সামাজিক দায়িত্ব। কারণ উনি আমাদের অতিথি। গ্রামের অনেক লোকজন রেগে আছেন। কারণ ৫ বছর তাঁর টিকি দেখতে পাওয়া যায়নি। ৫ বছর বাবা ধর্মরাজকে মনে পড়ল না, আজ হঠাৎ ভোটের সময় মনে পড়ল। এই রাগের প্রতিফলনে যাতে কিছু না হয় তাই আমরা এসেছি। উনি পরিবারের সাথে আসছেন, কেউ যাতে বিরক্ত না করে তা দেখা আমাদের কর্তব্য।" তৃণমূল কর্মীদের দাবি, বাবুল সুপ্রিয় মানুষকে কী জবাব দেবেন ? সেই সংশয় থেকেই অনুষ্ঠানটা বাতিল করেছেন।

যদিও বাবুল সুপ্রিয় ইটিভি ভারতকে ব্যক্তিগত ভাবে বলেছেন, "আজকের প্রচারের অনুমতি পাওয়া যায়নি বলেই স্থগিত রাখতে হয়েছে অনুষ্ঠান। আমি ওখানে যাব। দেখুন আগামীদিনে কী হয়। ৫ বছরে কী করেছি তা মানুষের কাছে পরিষ্কার। জিতেন্দ্র তিওয়ারির অনুগামীদের একটাই কথা বলব, কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়ে, তা বলে কুকুরের পায়ে কামড়ানো বাবুলের শোভা পায় ?"

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.