ETV Bharat / state

অন্ডালে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ, গুলিবিদ্ধ হয়ে মৃত 1 - TMC

অভিযোগ, গতরাতে ধর্মেন্দ্রর অনুগামীরা বিষ্ণুদেব নুনিয়ার অনুগামীদের উপর হামলা চালায় । সেই সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ধরমবীর নুনিয়ার ।

1 tmc worker killed and 2 injured in Andale
শাসকদলের দ্বন্দ্বে গুলিবিদ্ধ হয়ে মৃত 1 ,আহত 2
author img

By

Published : Nov 12, 2020, 10:14 AM IST

অন্ডাল, 12 নভেম্বর : অন্ডালের খাসকাজোড়া কোলিয়াড়িতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের অভিযোগ । গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর ৷ মৃতের নাম ধরমবীর নুইয়া ৷ গুলিবিদ্ধ হয়েছেন আরও দু'জন ৷ এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে ।

স্থানীয় সূত্রে খবর, অন্ডাল থানার খাসকাজোড়া এলাকার তৃণমূল নেতা তথা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য বিষ্ণুদেব নুনিয়ার একচ্ছত্র প্রভাব রয়েছে । ওই এলাকায় বেআইনি ইটভাটা, কয়লা ব্যবসার সঙ্গে জড়িত ধর্মেন্দ্র নুনিয়াও তৃণমূলের লোক বলেই এলাকায় পরিচিত । অভিযোগ, গতরাতে ধর্মেন্দ্রর অনুগামীরা বিষ্ণুদেব নুনিয়ার অনুগামীদের উপর হামলা চালায় । 7-8 জন বাইক নিয়ে এসে রাত প্রায় 11টা নাগাদ হামলা চালায় বলে অভিযোগ । সেই সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ধরমবীর নুনিয়ার । তার ভাই পান্নালালের পায়েও গুলি লাগে ৷ প্রায় 5-6 রাউন্ড গুলি চলে বলে স্থানীয়দের দাবি । তাঁদের সঙ্গে থাকা মহেশ প্রসাদ নামে আরও একজনের মাথায় রড দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ ।

গুলিবিদ্ধ অবস্থায় দু'জনকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ তাদের অবস্থা আশঙ্কাজনক । ঘটনাস্থানে পুলিশ পিকেট বসানো হয়েছে । এলাকায় RAF ও কমব্যাট ফোর্সও নামানো হয়েছে ৷

অন্ডাল, 12 নভেম্বর : অন্ডালের খাসকাজোড়া কোলিয়াড়িতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের অভিযোগ । গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর ৷ মৃতের নাম ধরমবীর নুইয়া ৷ গুলিবিদ্ধ হয়েছেন আরও দু'জন ৷ এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে ।

স্থানীয় সূত্রে খবর, অন্ডাল থানার খাসকাজোড়া এলাকার তৃণমূল নেতা তথা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য বিষ্ণুদেব নুনিয়ার একচ্ছত্র প্রভাব রয়েছে । ওই এলাকায় বেআইনি ইটভাটা, কয়লা ব্যবসার সঙ্গে জড়িত ধর্মেন্দ্র নুনিয়াও তৃণমূলের লোক বলেই এলাকায় পরিচিত । অভিযোগ, গতরাতে ধর্মেন্দ্রর অনুগামীরা বিষ্ণুদেব নুনিয়ার অনুগামীদের উপর হামলা চালায় । 7-8 জন বাইক নিয়ে এসে রাত প্রায় 11টা নাগাদ হামলা চালায় বলে অভিযোগ । সেই সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ধরমবীর নুনিয়ার । তার ভাই পান্নালালের পায়েও গুলি লাগে ৷ প্রায় 5-6 রাউন্ড গুলি চলে বলে স্থানীয়দের দাবি । তাঁদের সঙ্গে থাকা মহেশ প্রসাদ নামে আরও একজনের মাথায় রড দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ ।

গুলিবিদ্ধ অবস্থায় দু'জনকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ তাদের অবস্থা আশঙ্কাজনক । ঘটনাস্থানে পুলিশ পিকেট বসানো হয়েছে । এলাকায় RAF ও কমব্যাট ফোর্সও নামানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.