ETV Bharat / state

গ্রামে বসছে জলের পাইপ, টাকা চাইলেন তৃণমূল নেতা ! - Cut money

জামুড়িয়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কাটমানি না দেওয়ায় বেধড়ক মারধর সরকারি জল প্রকল্পের সুপারভাইজ়ার ও কর্মীকে । অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস আসানসোল পৌরনিগমের ।

জামুড়িয়া
author img

By

Published : Jul 15, 2019, 9:28 PM IST

Updated : Jul 15, 2019, 9:34 PM IST

জামুড়িয়া, 15 জুলাই : কাটমানি না পাওয়ায় আসানসোল পৌরনিগমের জল প্রকল্পের কাজে যুক্ত সুপারভাইজ়ার ও কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে । জখম হয়েছেন সুপারভাইজ়ার সহ দু'জন । আক্রান্তদের প্রথমে ভরতি করা হয় বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে । সেখান থেকে তাঁদের স্থানান্তরিত করা হয় আসানসোল জেলা হাসপাতালে ।

আসানসোল পৌরনিগমের জল প্রকল্পের পাইপ লাইন পাতার কাজ চলছিল জামুড়িয়ার সাকড়ি কুমারডিহি এলাকায় । কাজ চলাকালীন জামুড়িয়ার হিজালগড়া পঞ্চায়েতের সদস্য ধনঞ্জয় গড়াই ও তাঁর অনুগামীরা সুপারভাইজ়ার তাপস দাসের কাছে কাটমানি দাবি করেন । তাঁরা বলেন, "গ্রামের মাটি খুঁড়ে পাইপ লাইন বসানো হচ্ছে তাই টাকা দিতে হবে ।" তাপসবাবু টাকা দিতে অস্বীকার করেন ।

অভিযোগ গতকাল রাতে ধনঞ্জয় তাঁর অনুগামীদের নিয়ে এলাকায় চড়াও হয় । JCB গাড়ির চালক সন্তোষ ঘোষ ও তাপস দাসের ওপর তাঁরা হামলা চালান । লাঠি-বাঁশ দিয়ে মারধর করা হয় । গুরুতর আহত অবস্থায় তাঁদের জামুড়িয়ার বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । পরে পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতালে ।

অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য ধনঞ্জয় গড়াই এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন । আসানসোল পৌরনিগমের জলবিভাগের মেয়র পারিষদ পূর্ণশশী রায় বলেন, "মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে বিষয়টি জানিয়েছি । যারা কাটমানি চেয়ে কাজে বাধা দিয়েছে ও হামলা চালাচ্ছে তাদের কাউকে রেয়াত করা হবে না । প্রশাসন কড়া ব্যবস্থা নেবে ।"

জামুড়িয়া, 15 জুলাই : কাটমানি না পাওয়ায় আসানসোল পৌরনিগমের জল প্রকল্পের কাজে যুক্ত সুপারভাইজ়ার ও কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে । জখম হয়েছেন সুপারভাইজ়ার সহ দু'জন । আক্রান্তদের প্রথমে ভরতি করা হয় বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে । সেখান থেকে তাঁদের স্থানান্তরিত করা হয় আসানসোল জেলা হাসপাতালে ।

আসানসোল পৌরনিগমের জল প্রকল্পের পাইপ লাইন পাতার কাজ চলছিল জামুড়িয়ার সাকড়ি কুমারডিহি এলাকায় । কাজ চলাকালীন জামুড়িয়ার হিজালগড়া পঞ্চায়েতের সদস্য ধনঞ্জয় গড়াই ও তাঁর অনুগামীরা সুপারভাইজ়ার তাপস দাসের কাছে কাটমানি দাবি করেন । তাঁরা বলেন, "গ্রামের মাটি খুঁড়ে পাইপ লাইন বসানো হচ্ছে তাই টাকা দিতে হবে ।" তাপসবাবু টাকা দিতে অস্বীকার করেন ।

অভিযোগ গতকাল রাতে ধনঞ্জয় তাঁর অনুগামীদের নিয়ে এলাকায় চড়াও হয় । JCB গাড়ির চালক সন্তোষ ঘোষ ও তাপস দাসের ওপর তাঁরা হামলা চালান । লাঠি-বাঁশ দিয়ে মারধর করা হয় । গুরুতর আহত অবস্থায় তাঁদের জামুড়িয়ার বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । পরে পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতালে ।

অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য ধনঞ্জয় গড়াই এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন । আসানসোল পৌরনিগমের জলবিভাগের মেয়র পারিষদ পূর্ণশশী রায় বলেন, "মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে বিষয়টি জানিয়েছি । যারা কাটমানি চেয়ে কাজে বাধা দিয়েছে ও হামলা চালাচ্ছে তাদের কাউকে রেয়াত করা হবে না । প্রশাসন কড়া ব্যবস্থা নেবে ।"

Intro:তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে কাটমানির টাকা না দেওয়ায় বেধড়ক মারধর "সরকারি জল প্রকল্পের " সুপারভাইজার ও জেসিবি মেশিন চালককে । ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার সাকড়ি কুমারডিহি এলাকায় ।


কাটমানি না পাওয়ায় আটকে গেল পুরনিগমের পাইপলাইন পাতার কাজ। প্রকল্পের কাজে যুক্ত সুপারভাইজার ও কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ফের কাটমানি ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠল জামুড়িয়া। আক্রান্তদের প্রথমে ভর্তি করা হয় বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে স্থানান্তরিত করা হয় আসানসোল জেলা হাসপাতালে। পুরকর্তৃপক্ষ জানিয়েছে মানুষের জন্য সরকারি কাজে যারা বাধা দিয়েছে, হামলা চালিয়েছে তাদের কাউকে রেয়াত করা হবে না। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে।


আসানসোল পুরনিগমের জল প্রকল্পের পাইপ লাইনের কাজ চলছিল জামুড়িয়ার সাকড়ি কুমারডিহি এলাকায়। পাইপলাইনের কাজ চলাকালীন জামুড়িয়ার হিজালগরা পঞ্চায়েত সদস্য ধনঞ্জয় গড়াই ও তার অনুগামীরা সুপারভাইজারের কাছে কাটমানি দাবি করে। গ্রামের ওপর দিয়ে মাটি খুঁড়ে পাইপ লাইন বসানো হচ্ছে তাই ওই টাকা লাগবে বলে পঞ্চায়েত সদস্য । সুপারই ভাইজার টাকা দিতে অস্বীকার করেন। রবিবার রাতে হঠাৎ করেই পঞ্চায়েত সদস্য ও তার অনুগামীরা মোটরবাইকে করে আসে জল প্রকল্পের প্রোজেক্ট এলাকায়। জেসিবি মেশিন চালক সন্তোষ ঘোষ ও সুপার ভাইজার তাপস দাসের ওপর হামলা চালায়। অভিযোগ লাঠিসোঁটা বাঁশ দিয়ে তাঁদের মারধর করা হয়। প্রথম গুরুতর আহত অবস্থায় জামুড়িয়ার বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।


অন্যদিকে মূল অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য ধনঞ্জয় গড়াই এর সঙ্গে যোগাযোগ করলে তিনি এই বিষয়ে কিছু বলতে চাইনি ।


জলবিভাগের মেয়র পারিষদ সদস্য পূর্ণশশী রায় বলেন মেয়র জিতেন্দ্র তেওয়ারিকে বিষয়টি জানিয়েছি। যারা কাটমানি চেয়ে কাজে বাধা দিয়েছে ও হামলা চালিয়েছে তাদের কাউকে রেয়াত করা হবে না। প্রশাসন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে।Body:.Conclusion:.
Last Updated : Jul 15, 2019, 9:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.