ETV Bharat / state

সেনাবাহিনীর পোশাকসহ পানাগড় সেনা ছাউনি সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার 3

কয়েকদিন ধরে বুদবুদ এলাকায় একটি হোটেল রুম ভাড়া নিয়ে ছিল তারা ৷ খবর পেতেই গতকাল ওই হোটেলে অভিযান চালায় বুদবুদ থানার পুলিশ ও গোয়েন্দা বিভাগের অফিসাররা ৷ গ্রেপ্তার করা হয় তিনজনকে৷ আজ দুর্গাপুর মহকুমা আদালতে ধৃতদের তোলা হলে পাঁচদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক৷

ধৃতরা
author img

By

Published : Aug 31, 2019, 9:27 PM IST

পানাগড়, 31 অগাস্ট: সেনাবাহিনীর বিভিন্ন ধরনের পোশাক, নকল স্ট্যাম্প ও বহু জাল কাগজপত্র সহ তিনজনকে গ্রেপ্তার করল বুদবুদ থানার পুলিশ ৷ বাজেয়াপ্ত করা হয় একটি ল্যাপটপ ৷ ধৃতদের নাম আবদুল করিম, মহম্মদ ওয়াসিম, মহম্মদ শাহেনশা ৷ তারা কলকাতার পার্কসার্কাস এলাকার বাসিন্দা ৷

কয়েকদিন ধরে বুদবুদ এলাকায় একটি হোটেল রুম ভাড়া নিয়ে ছিল তারা৷ খবর পেতেই গতকাল ওই হোটেলে অভিযান চালায় বুদবুদ থানার পুলিশ ও গোয়েন্দা বিভাগের অফিসাররা ৷ গ্রেপ্তার করা হয় তিনজনকে৷ আজ দুর্গাপুর মহকুমা আদালতে ধৃতদের তোলা হলে তাদের পাঁচ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক৷

সেনা ছাউনির নিকটবর্তী এলাকা থেকে অভিযুক্তরা গ্রেপ্তারের পর উঠে আসছে অন্য তথ্য ৷ ভারতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেনা ছাউনির মধ্যে পানাগড় অন্যতম ৷ চিনের সীমান্ত থেকে পানাগড়ের দূরত্ব অনেকটা কম ৷ সেই কারণে পানাগড় সেনা ছাউনিকে বেশ কয়েকবছর ধরেই নতুন করে ঢেলে সাজানো হচ্ছে ৷ যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলা, সেনাবাহিনীর রসদ জোগানো, বোমারু বিমান বইয়ে নিয়ে যাওয়ার জন্য বিশাল আকারের হারকিউলিস বিমান পানাগড়ে আনা হয়েছে ৷ সুতরাং সব মিলিয়ে পানাগড় সেনা ছাউনির গুরুত্ব এই মুহূর্তে অনেকখানি ৷ গ্রেপ্তার হওয়া তিনজনের থেকে সেনাবাহিনীর প্রচুর পোশাক ও নকল নথিপত্র পাওয়ার পর থেকেই প্রশ্ন উঠছে, তাদের কী উদ্দেশ্য ছিল ? বিষয়টির দিকে নজর রাখছে গোয়েন্দা বিভাগ ৷ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতদের৷

তবে ধৃতদের দাবি, তাদের ফাঁসানো হয়েছে ৷ তারা নির্দোষ ৷ ঘটনায় সেনাবাহিনীর তরফে তদন্ত শুরু হয়েছে ৷

পানাগড়, 31 অগাস্ট: সেনাবাহিনীর বিভিন্ন ধরনের পোশাক, নকল স্ট্যাম্প ও বহু জাল কাগজপত্র সহ তিনজনকে গ্রেপ্তার করল বুদবুদ থানার পুলিশ ৷ বাজেয়াপ্ত করা হয় একটি ল্যাপটপ ৷ ধৃতদের নাম আবদুল করিম, মহম্মদ ওয়াসিম, মহম্মদ শাহেনশা ৷ তারা কলকাতার পার্কসার্কাস এলাকার বাসিন্দা ৷

কয়েকদিন ধরে বুদবুদ এলাকায় একটি হোটেল রুম ভাড়া নিয়ে ছিল তারা৷ খবর পেতেই গতকাল ওই হোটেলে অভিযান চালায় বুদবুদ থানার পুলিশ ও গোয়েন্দা বিভাগের অফিসাররা ৷ গ্রেপ্তার করা হয় তিনজনকে৷ আজ দুর্গাপুর মহকুমা আদালতে ধৃতদের তোলা হলে তাদের পাঁচ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক৷

সেনা ছাউনির নিকটবর্তী এলাকা থেকে অভিযুক্তরা গ্রেপ্তারের পর উঠে আসছে অন্য তথ্য ৷ ভারতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেনা ছাউনির মধ্যে পানাগড় অন্যতম ৷ চিনের সীমান্ত থেকে পানাগড়ের দূরত্ব অনেকটা কম ৷ সেই কারণে পানাগড় সেনা ছাউনিকে বেশ কয়েকবছর ধরেই নতুন করে ঢেলে সাজানো হচ্ছে ৷ যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলা, সেনাবাহিনীর রসদ জোগানো, বোমারু বিমান বইয়ে নিয়ে যাওয়ার জন্য বিশাল আকারের হারকিউলিস বিমান পানাগড়ে আনা হয়েছে ৷ সুতরাং সব মিলিয়ে পানাগড় সেনা ছাউনির গুরুত্ব এই মুহূর্তে অনেকখানি ৷ গ্রেপ্তার হওয়া তিনজনের থেকে সেনাবাহিনীর প্রচুর পোশাক ও নকল নথিপত্র পাওয়ার পর থেকেই প্রশ্ন উঠছে, তাদের কী উদ্দেশ্য ছিল ? বিষয়টির দিকে নজর রাখছে গোয়েন্দা বিভাগ ৷ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতদের৷

তবে ধৃতদের দাবি, তাদের ফাঁসানো হয়েছে ৷ তারা নির্দোষ ৷ ঘটনায় সেনাবাহিনীর তরফে তদন্ত শুরু হয়েছে ৷

Intro:পানাগড় :- পানাগড় সেনাছাউনিতে চাকরি পাইয়ে দেবার একটি দালাল চক্রের তিন জনকে গ্রেপ্তার করল বুদবুদ থানার পুলিশ। পুলিশ সুত্রে খবর বুদবুদ এলাকায় একটি হোটেলে রুম ভাড়া নিয়ে তিন জন ব্যক্তি বেশ কিছু দিন ধরেই ছিল । তারা নিযেদেরকে সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে ছিল।বুদবুদ থানার পুলিশের কাছে খবর যেতেই বুদবুদ থানার পুলিশ সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের অফিসারদের সাথে নিয়ে আজ সকালে ওই হোটেলে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করে। এদের কাছে সেনাবাহিনীর বিভিন্ন ধরনের পোশাক, নকল স্ট্যাম্প ও বহু জাল কাগজপত্র পাওয়া যায়। এদের পরিচয় আবদুল করিম, মহমদ ওয়াসিম, মহমদ শাহেনসা সকলের বাড়ি কলকাতার পার্ক সার্কাস এলাকায়।ধৃতদের আজ পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। তার আগে ধৃতরা জানাই যে তারা নির্দোষ। তাদের ফাঁসানো হয়েছে।তাদের কাছে ৪০ হাজার টাকা করে নেওয়া হয়েছে।
এরা কারা?এরা কি সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার জন্য এসেছিল না কি এদের কে কেও চাকরি দেব বলে এনেছিল?এদের কাছে সেনাবাহিনীর পোশাক এবং জাল নথিই বা এলো কোথা থেকে?সব ক্ষতিয়ে দেখতেই এদের কে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন।সেনাবাহিনীর পক্ষ থেকেও বিষয়টিকে হাল্কাভাবে না নিয়ে তারাও তদন্ত শুরু করেছে।।Body:হConclusion:হ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.