বার্নপুর, 21 জুন : গভীর রাতে আগুনে পুড়ে গেল তিনটি দোকান । বার্নপুর শিল্পাঞ্চলের হীরাপুর থানার অন্তর্গত আপার রোডের ঘটনা । দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । গোটা ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, অভিযোগ BJP নেতা পবন সিংয়ের ।
গতরাত ২ টো নাগাদ আগুন লাগে বার্নপুর আপার রোডের তিনটি দোকানে । একটি সাইকেলের দোকান, একটি হোটেল ও একটি মুদিখানার দোকানে আগুন লাগে । মুহূর্তে আগুন ছড়িয়ে যায় । খবর দেওয়া হয় দমকলে । ইস্কো কারখানা এবং আসানসোল দমকল থেকে মোট তিনটি ইঞ্জিন ঘটনাস্থানে যায় । ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।
আজ সকালে ঘটনাস্থানে যান BJP নেতা পবন সিং সহ অন্য BJP কর্মীরা । পবন সিং বলেছেন, "গতরাত ২ টো নাগাদ এই তিনটি দোকান কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে । এর আগেও কয়েকটি দোকান জ্বালানো হয়েছিল । উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন লাগানো হচ্ছে । আমরা চাই এই ধরনের নিন্দনীয় কাজ যারা করছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক । সেই সঙ্গে প্রশাসন আমাদের আশ্বস্ত করুক যে ভবিষ্যতে এই ধরণের ঘটনা যেন আর না ঘটে ।"
এক দোকানের মালিক পাপ্পু সাউ বলেছেন, "আমার দোকানে বিদ্যুৎ ছিল না। উনুনও ছিল না । আগুন লাগান কোনও সম্ভাবনাই নেই । আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে ।"