ETV Bharat / state

বার্নপুরে আগুনে ছাই ৩টি দোকান, উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা অভিযোগ BJP-র - three shops gutted

বার্নপুর শিল্পাঞ্চলের হীরাপুর থানার অন্তর্গত আপার রোডে আগুনে পুড়ে গেল তিনটি দোকান । দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ।

burnpur fire
author img

By

Published : Jun 21, 2019, 1:13 PM IST

Updated : Jun 21, 2019, 1:47 PM IST

বার্নপুর, 21 জুন : গভীর রাতে আগুনে পুড়ে গেল তিনটি দোকান । বার্নপুর শিল্পাঞ্চলের হীরাপুর থানার অন্তর্গত আপার রোডের ঘটনা । দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । গোটা ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, অভিযোগ BJP নেতা পবন সিংয়ের ।

গতরাত ২ টো নাগাদ আগুন লাগে বার্নপুর আপার রোডের তিনটি দোকানে । একটি সাইকেলের দোকান, একটি হোটেল ও একটি মুদিখানার দোকানে আগুন লাগে । মুহূর্তে আগুন ছড়িয়ে যায় । খবর দেওয়া হয় দমকলে । ইস্কো কারখানা এবং আসানসোল দমকল থেকে মোট তিনটি ইঞ্জিন ঘটনাস্থানে যায় । ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।

BJP নেতা পবন সিংয়ের বক্তব্য

আজ সকালে ঘটনাস্থানে যান BJP নেতা পবন সিং সহ অন্য BJP কর্মীরা । পবন সিং বলেছেন, "গতরাত ২ টো নাগাদ এই তিনটি দোকান কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে । এর আগেও কয়েকটি দোকান জ্বালানো হয়েছিল । উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন লাগানো হচ্ছে । আমরা চাই এই ধরনের নিন্দনীয় কাজ যারা করছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক । সেই সঙ্গে প্রশাসন আমাদের আশ্বস্ত করুক যে ভবিষ্যতে এই ধরণের ঘটনা যেন আর না ঘটে ।"

এক দোকানের মালিক পাপ্পু সাউ বলেছেন, "আমার দোকানে বিদ্যুৎ ছিল না। উনুনও ছিল না । আগুন লাগান কোনও সম্ভাবনাই নেই । আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে ।"

বার্নপুর, 21 জুন : গভীর রাতে আগুনে পুড়ে গেল তিনটি দোকান । বার্নপুর শিল্পাঞ্চলের হীরাপুর থানার অন্তর্গত আপার রোডের ঘটনা । দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । গোটা ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, অভিযোগ BJP নেতা পবন সিংয়ের ।

গতরাত ২ টো নাগাদ আগুন লাগে বার্নপুর আপার রোডের তিনটি দোকানে । একটি সাইকেলের দোকান, একটি হোটেল ও একটি মুদিখানার দোকানে আগুন লাগে । মুহূর্তে আগুন ছড়িয়ে যায় । খবর দেওয়া হয় দমকলে । ইস্কো কারখানা এবং আসানসোল দমকল থেকে মোট তিনটি ইঞ্জিন ঘটনাস্থানে যায় । ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।

BJP নেতা পবন সিংয়ের বক্তব্য

আজ সকালে ঘটনাস্থানে যান BJP নেতা পবন সিং সহ অন্য BJP কর্মীরা । পবন সিং বলেছেন, "গতরাত ২ টো নাগাদ এই তিনটি দোকান কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে । এর আগেও কয়েকটি দোকান জ্বালানো হয়েছিল । উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন লাগানো হচ্ছে । আমরা চাই এই ধরনের নিন্দনীয় কাজ যারা করছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক । সেই সঙ্গে প্রশাসন আমাদের আশ্বস্ত করুক যে ভবিষ্যতে এই ধরণের ঘটনা যেন আর না ঘটে ।"

এক দোকানের মালিক পাপ্পু সাউ বলেছেন, "আমার দোকানে বিদ্যুৎ ছিল না। উনুনও ছিল না । আগুন লাগান কোনও সম্ভাবনাই নেই । আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে ।"

Intro:গভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেল তিনটি দোকান। হীরাপুর থানার অন্তর্গত বার্ণপুর শিল্পশহরের আপার রোডের ঘটনা। কিভাবে আগুন লাগে তা ধোঁয়াশায়। তবে দোকানদার ও স্থানীয় বিজেপি নেতাদের দাবি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। গোটা ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত বলেই অভিযোগ বিজেপি নেতা পবন সিংয়ের।Body:গতরাতে রাত ২ টো নাগাদ আগুন লাগে বার্ণপুর আপার রোডের তিনটি দোকানে। একটি সাইকেলের দোকান, একটি হোটেল ও একটি গোলদারি দোকান ছিল। মুহুর্তে আগুন নিয়ন্ত্রন হারায়। এলাকাবাসী ও দোকানীরা খবর পেয়ে দমকলে জানায়। ইস্কো কারখানা থেকে এবং আসানসোল দমকল থেকে মোট তিনটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থানে যায়। প্রায় ভোর পর্যন্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। সকাল হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থানে যান বিজেপি নেতা পবন সিং এবং অনান্য বিজেপি কর্মীরা।
বিজেপি নেতা পবন সিংয়ের দাবি, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। বারবার এই ধরনের ঘটনা ঘটছে। সম্পুর্ণ ঘটনা রাজনৈতিক কারণে হয়েছে বলেই দাবি করেছেন পবন সিং।
একটি দোকানের মালিক পাপ্পু সাউ জানান, “আমাদের দোকানের ইলেকট্রিক সংযোগ বন্ধ ছিল। উনুন ও ছিল না। আগুন লাগান কোন সম্ভাবনাই নেই। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।“
Conclusion:
Last Updated : Jun 21, 2019, 1:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.