দুর্গাপুর ,1 মে : সুস্থ হয়ে বাড়ি ফিরলেন পূর্ব বর্ধমানের দুই জন ও পশ্চিম বর্ধমানের এক জন কোরোনা আক্রান্ত রোগী । তাঁরা ভরতি ছিলেন দুর্গাপুরের একটি বেসরকারি কোরোনা হাসপাতালে । গতকাল এই তিনজনকে সুস্থ বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ । তারপর গতকালই বাড়ি ফেরেন তাঁরা । হাসপাতাল ছাড়ার আগে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা কর্মীরা ফুল দিয়ে ও করতালির মাধ্যমে অভিনন্দন জানান তাঁদের ।
19 এপ্রিল পূর্ব বর্ধমানের 43 বছর বয়সি এক ব্যক্তি ওই বেসরকারি হাসপাতালে ভরতি হন । পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় তিনি COVID- 19 এ আক্রান্ত । তার ঠিক দু'দিন পর 21 এপ্রিল আসানসোলের বাসিন্দা 49 বছর বয়সি এক মহিলা কোরোনা উপসর্গ নিয়ে এই হাসপাতালে ভরতি হন । কোরোনা পরীক্ষা করে দেখা যায় তিনি সংক্রমিত । 24 এপ্রিল পূর্ব বর্ধমানের ওই ব্যক্তির পরিবারের এক নাবালিকাও কোরোনা আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভরতি হয় । শুরু হয় তাঁদের চিকিৎসা । 25 ও 28 এপ্রিল ওই ব্যক্তির লালারস এবং রক্ত পরীক্ষার রিপোর্টে কোরোনা নেগেটিভ আসে । 28 ও 29 এপ্রিল ওই মহিলার রক্ত পরীক্ষার রিপোর্টেও কোরোনা নেগেটিভ আসে । তারপর কোরোনার সংক্রমণ মেলে না ওই নাবালিকার রিপোর্টেও । তারপরই হাসপাতালের তরফে গতকাল এই তিনজনকে সুস্থ বলে ঘোষণা করা হয় । দিয়ে দেওয়া হয় ছুটিও ।
এই হাসপাতালের চিকিৎসক তথা ডায়াগনস্টিক সেন্টারের নোডাল অফিসার চিকিৎসক রাজর্ষি গুপ্ত বলেন, "এরা সুস্থ । এদের কোরোনা সংক্রমণ আছে কি না তা দেখার জন্য শেষ দু'টি স্যাম্পল টেস্ট করা হয় । যার রিপোর্ট দেখে তবেই ছুটি দেওয়া হয়েছে । শেষ দু'টি স্যাম্পলের রিপোর্টে তিনজনেরই নেগেটিভ এসেছে ।"
এর আগেও দুর্গাপুরের ওই হাসপাতাল থেকে কোরোনা আক্রান্ত রোগীরা সুস্থ হয়ে ফিরেছেন । বর্তমানে এখানে আর একটিও কোরোনা আক্রান্ত রোগী নেই । ফলে স্থানীয়দের একাংশের কথায়, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এখানকার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরন্তর কাজ করছেন । সুস্থ হয়ে ওঠায় মনোবল জোগাচ্ছেন । যার জেরেই এত দ্রুত কোরোনার মতো ভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব হচ্ছে ।