ETV Bharat / state

বকেয়া এক মাসের বেতন, দেওয়া হয়েছে মাত্র 2 হাজার টাকা; বিক্ষোভ শ্রমিকদের - দুর্গাপুরে শ্রমিকদের বিক্ষোভ

এক মাসের বেতন বকেয়া সত্ত্বেও দেওয়া হয়েছে মাত্র 2 হাজার টাকা । প্রতিবাদে কারখানার গেটের সামনে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা । বর্তমানে পুলিশের মধ্যস্থতায় মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে আলোচনা চলছে ।

Lobourers protest in Durgapur
দুর্গাপুরে শ্রমিকদের বিক্ষোভ
author img

By

Published : Apr 23, 2020, 2:33 PM IST

দুর্গাপুর, 23 এপ্রিল : বকেয়া এক মাসের বেতন । অথচ কারখানা কর্তৃপক্ষ আজ মাত্র 2 হাজার টাকা করে দেয় । আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন কারখানার শ্রমিকরা । "ভিখারি নই" বলে কারখানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন । কোকওভেন থানার সাগড়ভাঙা এলাকার একটি বেসরকারি কারখানার ঘটনা ।

এই বেসরকারি কারখানায় প্রায় 7 হাজার শ্রমিক কাজ করেন । লকডাউনের জেরে প্রত্যেকের এক মাসের বেতন বকেয়া । আজ তাঁদের টাকা নিতে ডেকে পাঠায় কারখানা কর্তৃপক্ষ । তারপর প্রত্যেকের হাতে 2 হাজার টাকা করে দেওয়া হয় । বলা হয়, লকডাউনের জেরে কাজ বন্ধ । তাই আপাতত এই টাকা দেওয়া হচ্ছে । আবার পরে দেখা যাবে । এতেই ক্ষুব্ধ হয়ে পড়েন কারখানার শ্রমিকরা । তাঁরা বলতে থাকেন, "আমরা শ্রমিক, ভিখারি নই । আমরা যে কাজ করেছি তার বকেয়া টাকা চাই ।" তারপর কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন হাজার হাজার শ্রমিক ।

ঘটনার খবর পেয়ে পৌঁছায় কোকোওভেন থানার পুলিশ । তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিকরা । পরে সেখানে পৌঁছান কোকওভেন থানার অফিসার-ইন-চার্জ । তাঁর মধ্যস্থতায় বর্তমানে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে আলোচনা চলছে ।

দুর্গাপুর, 23 এপ্রিল : বকেয়া এক মাসের বেতন । অথচ কারখানা কর্তৃপক্ষ আজ মাত্র 2 হাজার টাকা করে দেয় । আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন কারখানার শ্রমিকরা । "ভিখারি নই" বলে কারখানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন । কোকওভেন থানার সাগড়ভাঙা এলাকার একটি বেসরকারি কারখানার ঘটনা ।

এই বেসরকারি কারখানায় প্রায় 7 হাজার শ্রমিক কাজ করেন । লকডাউনের জেরে প্রত্যেকের এক মাসের বেতন বকেয়া । আজ তাঁদের টাকা নিতে ডেকে পাঠায় কারখানা কর্তৃপক্ষ । তারপর প্রত্যেকের হাতে 2 হাজার টাকা করে দেওয়া হয় । বলা হয়, লকডাউনের জেরে কাজ বন্ধ । তাই আপাতত এই টাকা দেওয়া হচ্ছে । আবার পরে দেখা যাবে । এতেই ক্ষুব্ধ হয়ে পড়েন কারখানার শ্রমিকরা । তাঁরা বলতে থাকেন, "আমরা শ্রমিক, ভিখারি নই । আমরা যে কাজ করেছি তার বকেয়া টাকা চাই ।" তারপর কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন হাজার হাজার শ্রমিক ।

ঘটনার খবর পেয়ে পৌঁছায় কোকোওভেন থানার পুলিশ । তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিকরা । পরে সেখানে পৌঁছান কোকওভেন থানার অফিসার-ইন-চার্জ । তাঁর মধ্যস্থতায় বর্তমানে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে আলোচনা চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.