আসানসোল,২৮ নভেম্বর : দীর্ঘ প্রতীক্ষার অবসান । আসানসোল রেল ডিভিশনে চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন । আগামী ২ ডিসেম্বর থেকে যাত্রীবাহী ট্রেন চলবে আসানসোল ডিভিশনে । প্রাথমিকভাবে ২২ টি ট্রেন চালানো হবে ।
কোরোনা পরিস্থিতিতে, গত মার্চ মাস থেকে বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল । কলকাতায় ১১ নভেম্বর থেকে ট্রেন চালু হয়েছে । কিন্তু জেলাস্তরে এখনও সেভাবে ট্রেন চলাচল শুরু হয়নি । যা নিয়ে যাত্রী মহলে ক্ষোভ বাড়ছিল । আসানসোল রেল ডিভিশনে, রেল চালু করার দাবি বারবার জানানো হচ্ছিল । এখন সেই দাবি মেনেই আগামী ২ ডিসেম্বর থেকে পূর্ব রেলের আসানসোল ডিভিশনে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে বলে রেল সূত্রে খবর । আসানসোল-বর্ধমান রুটে লোকাল ট্রেন ছাড়াও বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেনও চালাবে বলে জানা গেছে । যার মধ্যে অন্যতম ধানবাদ-হাওড়া রুটের কোল্ডফিল্ড এক্সপ্রেস । আসানসোল থেকে বর্ধমান, ঝাঁঝা, ধানবাদ এছাড়াও জসিডি-অন্ডাল প্রভৃতি রুটের ট্রেন চলবে ।
আপাতত মোট ২২ টি ট্রেন চলবে । আসানসোল স্টেশনে কোভিড প্রোটোকল মেনে, সমস্ত ধরনের সুরক্ষা ব্যবস্থা নেওয়া হবে । যাত্রীদের পাশাপাশি রেল কর্মীদেরও সুরক্ষার বিষয়টিতেও বিশেষ নজর দেওয়া হবে, বলে জানিয়েছেন আসানসোল রেল ডিভিশনের DRM সুমিত সরকার ।