আসানসোল, 4 মে : অবসর পেলে একঘেয়ে কাটাতে নতুনের স্বাদ পেতে চায় মানুষ ৷ বেড়িয়ে আসতে চায় ৷ কিন্তু কে ভেবেছিল, থেমে যেতে হবে যে যেখানে আছে ৷ তেমনই লকডাউনের জেরে রাজস্থানের আজমেড় শরিফ আটকে পড়েছিল এরাজ্যের একাংশ ভ্রমণপিপাসু ৷ গত রাতে তারা কুলটির ডুবুরডি চেকপোস্ট হয়ে এ রাজ্যে প্রবেশ করে ।
জানা গেছে কলকাতাসহ পার্শ্ববর্তী এলাকার বহু পর্যটক রাজস্থানের আজমেড় শরিফ বেড়াতে গেছিলেন । লকডাউনে প্রায় দেড়মাস ধরে সেখানে আটকে ছিলেন পর্যটকরা । এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা জানতে পেরে বিশেষ ব্যবস্থা নিয়ে পর্যটকদের রাজ্যে ফেরানোর ব্যবস্থা করেন ।
গতরাতে কুলটির ডুবুরডি চেকপোস্টে আসে ওই পর্যটকদের দল। প্যানোরমা রিসর্টে রাখা হয় । রাতেই আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি যান প্যানোরমা রিসর্টে । পর্যটকদের সঙ্গে কথা বলেন । মেয়র জিতেন্দ্র তিওয়ারি মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের প্রশংসা করেন ।
রাজ্যে ফিরে খুশি পর্যটকরা । তাঁরা জানান, কী অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন ৷ এখন রাজ্যে ফিরে স্বস্তির নিশ্বাস নিতে পারছেন ।