জামুড়িয়া, 30 মার্চ : কোরোনার সংক্রমণ এড়াতে জামুড়িয়ার ইকরা গ্রামে নিস্তব্ধ বাসন্তী পুজো । সরকারি নিয়ম মেনে পুজো চলছে। নবমীর ভোজ, তিনদিনের মেলা, গ্রাম্যযাত্রা কোনও কিছুই হচ্ছে না জামুড়িয়ার ইকরার বাবুদের বাসন্তী পুজোয় । বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের কবিতায় বাবুদের তাল পুকুরের কথা উল্লেখ রয়েছে । ইকরার চট্টোপাধ্যায়রা হলেন সেই বাবু। যে বাড়ির জামাই শৈলজানন্দ মুখোপাধ্যায় । যে বাড়িতে যাতায়াত ছিল নজরুল ইসলামের । সেই বাবুদের বাড়িতে 200 বছরের ঐতিহ্য আর পরম্পরা মেনে বাসন্তীর পুজো এবার ধুমধাম করে হচ্ছে না ।
ইকরার বাবু পরিবারের সদস্য অক্ষয় বন্দ্যোপাধ্যায় বলেন, "বিজয়গোবিন্দ চট্টোপাধ্যায় স্বপ্নাদেশ পেয়ে পুজো চালু করেন । বাংলাজুড়ে গুটি বসন্তের প্রকোপ । এই পুজোর পর মহামারী দূর হয় । ব্রিটিশ কয়লাখনির সামান্য কর্মী ছিলেন বিজয়গোবিন্দ । বাসন্তী পুজো শুরু করা পরেই তিনি 8টি কোরিয়ারির মালিক হন। তারপর থেকে পুজো হয়ে আসছে এই বাড়িতে । "
বর্তমানে প্রবীণ সদস্য চিত্তরঞ্জন চট্টোপাধ্যায় এই পরিবারের কর্তা । পরিবারের 150 জন সদস্য থাকেন দেশের বা রাজ্যের বাইরে । এবার বাসন্তী পুজোয় কেউ আসতে পারলেন না । এটাই আক্ষেপ চিত্তরঞ্জন বাবুর ।
অন্যদিকে গ্রামবাসীরা বলেন, "গুটিবসন্তের মহামারী রুখেছিলেন বাসন্তী মা । এবার কোরোনার প্রকোপ রুখতে আমরা প্রার্থনা করব ।"