রানিগঞ্জ, 6 মার্চ : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে থাকার পর অবশেষে 10 দিন পর শনিবার বাড়ি ফিরলেন রানিগঞ্জের দুই ডাক্তারি পড়ুয়া (Students return home in Ranging from Ukraine) । একজন রোহিতকুমার সিং অন্যজন আকাঙ্খা সুমন। রানিগঞ্জের শিশুবাগান এলাকায় বাসিন্দা রোহিত কুমার সিং ।
27 তারিখ রাতে নিজেরাই উদ্যোগ নিয়ে পোল্যান্ড বর্ডারে পৌঁছান বলে জানালেন রোহিত ৷ সেখান থেকে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে কোনওমতে দেশে ফিরে এসেছেন। ভারতীয় দূতাবাসের লোকজন পোল্যান্ড বর্ডারে যথেষ্ট সাহায্য করেছেন বলে তিনি জানান ৷
একইভাবে ইউক্রেনের খারকিভ থেকেও বাড়ি ফিরেছেন রানিগঞ্জের ডাক্তার পাড়ার বাসিন্দা আকাঙ্ক্ষা সুমন । তিনি বলেন, ‘‘কোনমতে বোমা-গুলির আতঙ্কের মধ্যেই পোল্যান্ড বর্ডারে পৌঁছাই সেখান থেকে ভারতীয় দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করে বাড়ি ফিরে আসি ।’’ দেশে ফেরা অন্যান্য ছাত্রদের মতো তাঁদেরও অভিযোগ, ইউক্রেন সেনা ভারতীয়দের সঙ্গে দুর্ব্যবহার করেছে । একেবারেই সহযোগিতা করেনি বর্ডারে পৌঁছানোর জন্য । বর্ডার পর্যন্ত তাঁদের নিজের উদ্যোগে ও বিপদের ঝুঁকি নিয়ে পৌঁছাতে হয়েছে পড়ুয়াদের। সেখানে কোনও সাহায্যই মেলেনি। বর্ডারে যাওয়ার পর তাঁরা সাহায্য পেয়েছেন ভারতীয় দূতাবাসের । সুমনের আবেদন, যে সমস্ত পড়ুয়ারা এখনও ইউক্রেনের আটকে রয়েছেন, তাঁদের যেমন করে হোক অবিলম্বে যেন উদ্ধার করা হয়।
আরও পড়ুন : Student Returns from Ukraine : যুদ্ধের বিভীষিকাকে সাক্ষী নিয়েই ইউক্রেন থেকে বসিরহাটে ফিরলেন অর্পণ মণ্ডল
পড়ুয়াদের বাড়ি ফেরার খবর পেয়ে রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় তাঁদের সঙ্গে দেখা করতে আসেন এবং সংবর্ধনা দেন। ওই দুই পড়ুয়া বাড়িতে ফিরে আসতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন পরিবারের সদস্যরা। তবে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন পরিবার।