ETV Bharat / state

District Woman President: চাকরি দুর্নীতির অডিয়ো ফাঁসের পর মহিলা সভাপতির নাম পরিবর্তন নিয়ে জল্পনা

আচমকাই পশ্চিম বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতির পদে মিনতি হাজরাকে সরিয়ে নুতন অসীমা চক্রবর্তীর নাম ঘোষণা করা হল (District Woman President of TMC) । যা নিয়ে জল্পনা জেলাজুড়ে ৷

District Woman President
জেলা মহিলা সভাপতির নাম পরিবর্তন নিয়ে জল্পনা
author img

By

Published : Nov 4, 2022, 9:35 PM IST

দুর্গাপুর, ৪ নভেম্বর: একটানা বেশ কয়েকবছর ধরেই পশ্চিম বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতির (District Woman President of TMC) পদ সামলানোর পরে হঠাৎ করে পরিবর্তন । মিনতি হাজরাকে সরিয়ে নুতন মহিলা জেলা সভাপতি হিসাবে অসীমা চক্রবর্তীর নাম ঘোষণা করা হল । কিন্তু কেন ? তা নিয়ে বাড়ছে জল্পনা (Changing Name of District Woman President of TMC) ।

কয়েকদিন আগে একটি কল রেকর্ডিং ভাইরাল হয়েছে । অভিযোগ, সেই ভয়েস মিনতি হাজরার ছিল (যদিও অডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত) । সেই ভয়েস রেকর্ডিংয়ে স্পষ্ট বার্তা চাকরির নিয়োগ নিয়ে । তাতে দুই মহিলার কথোপকথনের মূল বিষয় ছিল যে চাকরি করে দেওয়ার কথা বলেও তা হচ্ছে না । তাহলে কি এই অভিযোগ ওঠার পরেই নড়েচড়ে বসল তৃণমূল কংগ্রেস ?

আরও পড়ুন: তরুণীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ, দলের নির্দেশে ইস্তফা দাঁইহাট পৌরসভার চেয়ারম্যানের

পশ্চিম বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তড়িঘড়ি বদল কি সেই কারণেই ? কিন্তু কে এই অসীমা চক্রবর্তী ? দুর্গাপুর নগর নিগমের 2 বারের কাউন্সিলর । পেশায় বেসরকারি স্কুলের একজন শিক্ষিকা । সুবক্তা হিসাবে যিনি ইতিমধ্যেই পশ্চিম বর্ধমান জেলায় সুপরিচিত । বাংলা, হিন্দি ও ইংরেজি তিনটি ভাষাতেই তিনি বক্তব্য রাখতে পারেন । স্বচ্ছ ভাবমূর্তির এই মহিলাকে পঞ্চায়েত নির্বাচনের আগে গুরুদায়িত্ব দেওয়া হল দলের পক্ষ থেকে ।

জেলা মহিলা সভাপতির নাম পরিবর্তন নিয়ে জল্পনা

ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় দলের মহিলা কর্মী সংগঠনকে 'চলো গ্রামে যাই' (Chalo Grame Jai) এমন আহ্বান তুলে গ্রামবাংলার মানুষের দরজায় দরজায় যাওয়ার কথা বলেছেন । সামনেই দুর্গাপুর পুরসভার নির্বাচন । সব মিলিয়ে তাই মহিলা সংগঠনকে ঢেলে সাজানোর জন্যই কি অসীমা চক্রবর্তীকে এই নতুন দায়িত্ব ? এখন দেখার জেলা তৃণমূল কংগ্রেসের বাগডোর যখন আসানসোলের নেতাদের হাতে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দুর্গাপুরের এই মহিলা নেত্রী জেলার মহিলা সংগঠনকে কতটা চাঙ্গা করতে পারেন ।

দুর্গাপুর, ৪ নভেম্বর: একটানা বেশ কয়েকবছর ধরেই পশ্চিম বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতির (District Woman President of TMC) পদ সামলানোর পরে হঠাৎ করে পরিবর্তন । মিনতি হাজরাকে সরিয়ে নুতন মহিলা জেলা সভাপতি হিসাবে অসীমা চক্রবর্তীর নাম ঘোষণা করা হল । কিন্তু কেন ? তা নিয়ে বাড়ছে জল্পনা (Changing Name of District Woman President of TMC) ।

কয়েকদিন আগে একটি কল রেকর্ডিং ভাইরাল হয়েছে । অভিযোগ, সেই ভয়েস মিনতি হাজরার ছিল (যদিও অডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত) । সেই ভয়েস রেকর্ডিংয়ে স্পষ্ট বার্তা চাকরির নিয়োগ নিয়ে । তাতে দুই মহিলার কথোপকথনের মূল বিষয় ছিল যে চাকরি করে দেওয়ার কথা বলেও তা হচ্ছে না । তাহলে কি এই অভিযোগ ওঠার পরেই নড়েচড়ে বসল তৃণমূল কংগ্রেস ?

আরও পড়ুন: তরুণীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ, দলের নির্দেশে ইস্তফা দাঁইহাট পৌরসভার চেয়ারম্যানের

পশ্চিম বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তড়িঘড়ি বদল কি সেই কারণেই ? কিন্তু কে এই অসীমা চক্রবর্তী ? দুর্গাপুর নগর নিগমের 2 বারের কাউন্সিলর । পেশায় বেসরকারি স্কুলের একজন শিক্ষিকা । সুবক্তা হিসাবে যিনি ইতিমধ্যেই পশ্চিম বর্ধমান জেলায় সুপরিচিত । বাংলা, হিন্দি ও ইংরেজি তিনটি ভাষাতেই তিনি বক্তব্য রাখতে পারেন । স্বচ্ছ ভাবমূর্তির এই মহিলাকে পঞ্চায়েত নির্বাচনের আগে গুরুদায়িত্ব দেওয়া হল দলের পক্ষ থেকে ।

জেলা মহিলা সভাপতির নাম পরিবর্তন নিয়ে জল্পনা

ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় দলের মহিলা কর্মী সংগঠনকে 'চলো গ্রামে যাই' (Chalo Grame Jai) এমন আহ্বান তুলে গ্রামবাংলার মানুষের দরজায় দরজায় যাওয়ার কথা বলেছেন । সামনেই দুর্গাপুর পুরসভার নির্বাচন । সব মিলিয়ে তাই মহিলা সংগঠনকে ঢেলে সাজানোর জন্যই কি অসীমা চক্রবর্তীকে এই নতুন দায়িত্ব ? এখন দেখার জেলা তৃণমূল কংগ্রেসের বাগডোর যখন আসানসোলের নেতাদের হাতে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দুর্গাপুরের এই মহিলা নেত্রী জেলার মহিলা সংগঠনকে কতটা চাঙ্গা করতে পারেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.