ETV Bharat / state

Pandabeshwar : পাণ্ডবেশ্বরে অত্যাধুনিক কার্বাইন-সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত 1 - পাণ্ডবেশ্বরে অত্যাধুনিক কার্বাইন-সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত 1

নাইন এম.এম কার্বাইন ও আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরে রামনগরের কোলিয়ারি এলাকায় ৷

ধৃত
ধৃত
author img

By

Published : Aug 20, 2021, 2:52 PM IST

দুর্গাপুর, 20 অগস্ট : পাণ্ডবেশ্বরের রামনগর তিন নম্বর কোলিয়ারি এলাকা থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পাণ্ডবেশ্বর থানার পুলিশ । ধৃতের কাছ থেকে একটি নাইন এম.এম কার্বাইন, একটি নাইন এম.এম পিস্তল ও আরও একটি রাইফেল উদ্ধার করে পুলিশ ।

ধৃতের নাম শিবু পাসোয়ান ৷ সে সুনীল পাসোয়ান ওরফে শোলের সাগরেদ । চলতি মাসের এক তারিখে নাকা চেকিং চলাকালীন পাণ্ডবেশ্বর থেকে গ্রেফতার করা হয় সুনীল পাসোয়ান ওরফে শোলেকে । নিজেদের হেফাজতে নিয়ে সুনীলকে জেরা করার পর শিবুর সন্ধান পায় পুলিশ ৷ এরপর বৃহস্পতিবার সূত্রের খবর মারফত হানা দিয়ে পাণ্ডবেশ্বরের রামনগর তিন নম্বর কোলিয়ারি এলাকা সংলগ্ন একটি মন্দির কাছ থেকে শিবুকে গ্রেফতার করে পুলিশ ।

উদ্ধার হওয়া কার্বাইন ও আগ্নেয়াস্ত্র
উদ্ধার হওয়া কার্বাইন ও আগ্নেয়াস্ত্র

পুলিশি জেরার মুখে শিবু আগ্নেয়াস্ত্রগুলির সন্ধান দেয় । মাটির তলায় সম্ভবত চাপা ছিল উদ্ধার হওয়া নাইন এম.এম.কার্বাইন । উদ্ধারের পর থেকেই আসানসোল-দুর্গাপুর পুলিশের কাছে মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই নাইন এম.এম কারবাইন । কারণ অত্যাধুনিক মানের এই কারবাইন একমাত্র ব্যবহার করে জওয়ানরা ৷ আর এই আগ্নেয়াস্ত্র লুঠ করে মাওবাদীরা ব্যবহার করত । কিন্তু ধৃত শিবুর কাছে কীভাবে এই কার্বাইন এল তা খতিয়ে দেখছে পুলিশ ৷

আসানসোল-দুর্গাপুর পুলিশের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা জানান, সুনীল পাসোয়ানের কাছ থেকেও একটি কার্বাইন পাওয়া গিয়েছিল ৷ এবার মিলল শিবুর কাছেও ৷ এই অস্ত্র আর কার কার কাছে রয়েছে, তারা সেগুলো বিক্রি করেছে নাকি অন্য কোথাও মজুত রেখেছে তা তদন্ত করে দেখা হচ্ছে ৷

আগ্নেয়াস্ত্র উদ্ধার নিয়ে যা বললেন আসানসোল - দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি

শিবুকে নিজেদের হেফাজতে নিয়ে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছে ৷ ধৃত শিবুকে আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় । দুষ্কৃতী দমনে আসানসোল-দুর্গাপুর পুলিশের এটি বড় সাফল্য হলেও, নেপথ্যে ততটাই চিন্তা বাড়াচ্ছে উদ্ধার হওয়া নাইন এম.এম কার্বাইন ।

আরও পড়ুন : phensedyl recovered : দুর্গাপুর স্টেশন থেকে ফেনসিডিল-সহ গ্রেফতার 1

দুর্গাপুর, 20 অগস্ট : পাণ্ডবেশ্বরের রামনগর তিন নম্বর কোলিয়ারি এলাকা থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পাণ্ডবেশ্বর থানার পুলিশ । ধৃতের কাছ থেকে একটি নাইন এম.এম কার্বাইন, একটি নাইন এম.এম পিস্তল ও আরও একটি রাইফেল উদ্ধার করে পুলিশ ।

ধৃতের নাম শিবু পাসোয়ান ৷ সে সুনীল পাসোয়ান ওরফে শোলের সাগরেদ । চলতি মাসের এক তারিখে নাকা চেকিং চলাকালীন পাণ্ডবেশ্বর থেকে গ্রেফতার করা হয় সুনীল পাসোয়ান ওরফে শোলেকে । নিজেদের হেফাজতে নিয়ে সুনীলকে জেরা করার পর শিবুর সন্ধান পায় পুলিশ ৷ এরপর বৃহস্পতিবার সূত্রের খবর মারফত হানা দিয়ে পাণ্ডবেশ্বরের রামনগর তিন নম্বর কোলিয়ারি এলাকা সংলগ্ন একটি মন্দির কাছ থেকে শিবুকে গ্রেফতার করে পুলিশ ।

উদ্ধার হওয়া কার্বাইন ও আগ্নেয়াস্ত্র
উদ্ধার হওয়া কার্বাইন ও আগ্নেয়াস্ত্র

পুলিশি জেরার মুখে শিবু আগ্নেয়াস্ত্রগুলির সন্ধান দেয় । মাটির তলায় সম্ভবত চাপা ছিল উদ্ধার হওয়া নাইন এম.এম.কার্বাইন । উদ্ধারের পর থেকেই আসানসোল-দুর্গাপুর পুলিশের কাছে মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই নাইন এম.এম কারবাইন । কারণ অত্যাধুনিক মানের এই কারবাইন একমাত্র ব্যবহার করে জওয়ানরা ৷ আর এই আগ্নেয়াস্ত্র লুঠ করে মাওবাদীরা ব্যবহার করত । কিন্তু ধৃত শিবুর কাছে কীভাবে এই কার্বাইন এল তা খতিয়ে দেখছে পুলিশ ৷

আসানসোল-দুর্গাপুর পুলিশের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা জানান, সুনীল পাসোয়ানের কাছ থেকেও একটি কার্বাইন পাওয়া গিয়েছিল ৷ এবার মিলল শিবুর কাছেও ৷ এই অস্ত্র আর কার কার কাছে রয়েছে, তারা সেগুলো বিক্রি করেছে নাকি অন্য কোথাও মজুত রেখেছে তা তদন্ত করে দেখা হচ্ছে ৷

আগ্নেয়াস্ত্র উদ্ধার নিয়ে যা বললেন আসানসোল - দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি

শিবুকে নিজেদের হেফাজতে নিয়ে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছে ৷ ধৃত শিবুকে আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় । দুষ্কৃতী দমনে আসানসোল-দুর্গাপুর পুলিশের এটি বড় সাফল্য হলেও, নেপথ্যে ততটাই চিন্তা বাড়াচ্ছে উদ্ধার হওয়া নাইন এম.এম কার্বাইন ।

আরও পড়ুন : phensedyl recovered : দুর্গাপুর স্টেশন থেকে ফেনসিডিল-সহ গ্রেফতার 1

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.