ETV Bharat / state

টোটো পার্কিং নিয়ে বচসার জেরে গুলি! অল্পের জন্য রক্ষা যুবকের; অভিযুক্ত চালকের খোঁজে পুলিশ - জামুড়িয়ার খবর

Shot in Jamuria: দোকানের সামনে টোটো দাঁড় করানোয় তা অন্যত্র সরানোর জন্য বলেছিলেন দোকান মালিক ৷ দেখে নেওয়ার হুমকি দিয়ে ফিরে এসে গুলি চালাল অভিযুক্ত টোটো চালক ৷ বরাতজোরে রক্ষা পান দোকান মালিক ৷ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

Etv Bharat
টোটো পার্কিং নিয়ে বচসার জেরে গুলি, অভিযুক্ত টোটো চালক
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 1:46 PM IST

টোটো পার্কিং নিয়ে বচসার জেরে গুলি

জামুড়িয়া, 30 নভেম্বর: টোটো পার্কিং নিয়ে বচসা । সেই কারণে এক যুবককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল ওই টোটো চালকের বিরুদ্ধে । অল্পের জন্য রক্ষা পায় ওই যুবক । বুধবার সন্ধ্যায় জামুড়িয়ার বিজয়নগর এলাকায় ঘটনাটা ঘটে । ঘটনার পর থেকে অভিযুক্ত টোটো চালক পলাতক । পুলিশ তার সন্ধানে তল্লাশি শুরু করেছে ।

জামুড়িয়ার বিজয়নগর এলাকার বাসিন্দা নিশীথ পাল । বিজয়নগর মোড়ে তাঁর ছেলে শিবনাথের একটি ছাতুর শরবতের দোকান আছে । গতকাল সন্ধ্যায় শিবনাথের ছাতুর দোকানের সামনে একটি টোটো পার্কিং করেছিল জামুড়িয়ার জামবাদ এলাকার বাসিন্দা পরেশ ঘোষ । শিবনাথ এবং তাঁর বাবা নিশীথ পাল পরেশকে দোকানের সামনে থেকে টোটোটি সরিয়ে রাখার জন্য বলে । তা থেকেই শুরু হয় বচসা ৷ এরপর দু'পক্ষের হাতাহাতিও বেঁধে যায় । এলাকাবাসীরা তা থামায় ।

সাগর পাল নামে স্থানীয় এক যুবক ওই টোটো চালকের বন্ধু । সে এসে সাময়িক মীমাংসা করে দেয় । যদিও যাওয়ার সময় টোটো চালক পরেশ নিশীথ বাবু এবং তাঁর ছেলেকে দেখে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ । এই ঘটনার বেশ কিছুক্ষণ পরে পুনরায় ফিরে আসে পরেশ ৷ সেই সময় ঘটনাস্থলে নিশীথবাবু ছিলেন না ৷ পরেশ আচমকা বন্দুক বের করে শিবনাথকে লক্ষ্য করে দুটি গুলি চালায় বলে অভিযোগ । দু'টি গুলিই তার লক্ষ্যভ্রষ্ট হয় । অল্পের জন্য রক্ষা পায় শিবনাথ । এরপর ঘটনাস্থল ছেড়ে পালায় পরেশ ।

রাতেই ছেলে শিবনাথকে নিয়ে জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন নিশীথবাবু ৷ জামুড়িয়া থানার পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে অভিযুক্ত পরেশ ঘোষ পলাতক । তার সন্ধানে তল্লাশি শুরু হয়েছে । পাশাপাশি সে আগ্নেয়াস্ত্র কোথায় পেল তা নিয়েও তদন্ত শুরু হয়েছে । ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার করা হয়েছে । পুলিশ ওই টোটো চালকের বন্ধু সাগর পালকে আটক করেছে ।

আরও পড়ুন :

1 শিলিগুড়ির টোটো চালক আইএসআই এজেন্ট, গ্রেফতার করল এসটিএফ

2 ভাটপাড়ায় শুট আউট! দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা তৃণমূল কর্মী

3 বিবাহ-বহির্ভূত সম্পর্কের জের, বারুইপুরে প্রেমিকাকে গুলি করে আত্মঘাতী প্রেমিক

টোটো পার্কিং নিয়ে বচসার জেরে গুলি

জামুড়িয়া, 30 নভেম্বর: টোটো পার্কিং নিয়ে বচসা । সেই কারণে এক যুবককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল ওই টোটো চালকের বিরুদ্ধে । অল্পের জন্য রক্ষা পায় ওই যুবক । বুধবার সন্ধ্যায় জামুড়িয়ার বিজয়নগর এলাকায় ঘটনাটা ঘটে । ঘটনার পর থেকে অভিযুক্ত টোটো চালক পলাতক । পুলিশ তার সন্ধানে তল্লাশি শুরু করেছে ।

জামুড়িয়ার বিজয়নগর এলাকার বাসিন্দা নিশীথ পাল । বিজয়নগর মোড়ে তাঁর ছেলে শিবনাথের একটি ছাতুর শরবতের দোকান আছে । গতকাল সন্ধ্যায় শিবনাথের ছাতুর দোকানের সামনে একটি টোটো পার্কিং করেছিল জামুড়িয়ার জামবাদ এলাকার বাসিন্দা পরেশ ঘোষ । শিবনাথ এবং তাঁর বাবা নিশীথ পাল পরেশকে দোকানের সামনে থেকে টোটোটি সরিয়ে রাখার জন্য বলে । তা থেকেই শুরু হয় বচসা ৷ এরপর দু'পক্ষের হাতাহাতিও বেঁধে যায় । এলাকাবাসীরা তা থামায় ।

সাগর পাল নামে স্থানীয় এক যুবক ওই টোটো চালকের বন্ধু । সে এসে সাময়িক মীমাংসা করে দেয় । যদিও যাওয়ার সময় টোটো চালক পরেশ নিশীথ বাবু এবং তাঁর ছেলেকে দেখে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ । এই ঘটনার বেশ কিছুক্ষণ পরে পুনরায় ফিরে আসে পরেশ ৷ সেই সময় ঘটনাস্থলে নিশীথবাবু ছিলেন না ৷ পরেশ আচমকা বন্দুক বের করে শিবনাথকে লক্ষ্য করে দুটি গুলি চালায় বলে অভিযোগ । দু'টি গুলিই তার লক্ষ্যভ্রষ্ট হয় । অল্পের জন্য রক্ষা পায় শিবনাথ । এরপর ঘটনাস্থল ছেড়ে পালায় পরেশ ।

রাতেই ছেলে শিবনাথকে নিয়ে জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন নিশীথবাবু ৷ জামুড়িয়া থানার পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে অভিযুক্ত পরেশ ঘোষ পলাতক । তার সন্ধানে তল্লাশি শুরু হয়েছে । পাশাপাশি সে আগ্নেয়াস্ত্র কোথায় পেল তা নিয়েও তদন্ত শুরু হয়েছে । ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার করা হয়েছে । পুলিশ ওই টোটো চালকের বন্ধু সাগর পালকে আটক করেছে ।

আরও পড়ুন :

1 শিলিগুড়ির টোটো চালক আইএসআই এজেন্ট, গ্রেফতার করল এসটিএফ

2 ভাটপাড়ায় শুট আউট! দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা তৃণমূল কর্মী

3 বিবাহ-বহির্ভূত সম্পর্কের জের, বারুইপুরে প্রেমিকাকে গুলি করে আত্মঘাতী প্রেমিক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.