দুর্গাপুর, 7 মে: বিজেপি সমর্থকের দোকানে তাণ্ডবের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার দুর্গাপুর ইস্পাত নগরীর এ জোনের কনিস্ক এলাকার খোলা মার্কেটে বিজেপি কর্মী মনোজ সিংয়ের টেলারিংয়ের দোকানে ভাঙচুর করা হয় ৷
অভিযোগ লোকসভায় বিজেপি প্রার্থীর জয়ের পর থেকে স্টিল টাউনশিপের বিজেপি কর্মী মনোজ সিং ও তার ছেলে এলাকার টিএমসি কর্মীদের হুমকি দিচ্ছিল । খোলা বাজারের তৃণমূল সমর্থক দোকানদারকেও মনোজ হুমকি দেয় বলে অভিযোগ ৷ বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের পর বৃহস্পতিবার মনোজের দোকানের উপর হামলা করে কয়েকজন দুষ্কৃতী ৷ ভাঙচুর করা হয় তাঁর দোকান ৷ ভেঙে দেওয়া হয় টেলারিংয়ের মেশিন পত্র, চেয়ার টেবিল ৷
আরও পড়ুন : জীবিত সাংবাদিককে শীতলকুচিতে মৃত বলে প্রচার বিজেপির আইটি সেলের
তবে দোকান ভাঙচুরের পর আতঙ্কিত বিজেপি কর্মীর পরিবার এখন প্রশাসনের কাছে নিরাপত্তার দাবী জানিয়েছে ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব ।