ETV Bharat / state

Shantanu Thakur: লোকসভা নির্বাচনের আগেই রাজ্যে লাগু হবে সিএএ, দাবি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনুর - CAA Shantanu Thakur News

রাজ্যে নাগরিকত্ব সংশোধিত আইন লাগু হবে এবং তা হবে 2024 সালের আগেই ৷ জোর দিয়ে জানালেন কেন্দ্রীয় জাহাজ রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর ৷ শনিবার সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে এ কথা দাবি করেন তিনি (Shantanu Thakur claims of CAA in West Bengal) ৷

Shantanu Thakur
শান্তনু ঠাকুর
author img

By

Published : Jan 15, 2023, 7:42 AM IST

পশ্চিমবঙ্গে সিএএ লাগুর কথা জানালেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর

দুর্গাপুর, 15 জানুয়ারি: রাজ্যে নাগরিকত্ব সংশোধিত আইন জারি হবে । আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন কেন্দ্রীয় জাহাজ রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর ৷ আর তা হবে 2024 সালের আগেই ৷ শনিবার পানাগড় মিলিটারি স্টেশনে সপ্তম 'আর্মড ফোর্সেস ভেটার্নস ডে'র (Armed Forces Veterans Day) অনুষ্ঠানে যোগ দিতে আসেন তিনি ৷

সেখানে সাংবাদিকরা তাঁকে (Citizenship Amendment Act, CAA) প্রশ্ন করেন, রাজ্যে আদৌ সিএএ লাগু হবে কি না ? তাঁদের জবাবে মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, 2024-এর আগেই দেশে সিএএ আইন চালু হবে ৷ বিরোধীদের প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন, "বিরোধীরা আগে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব আগে মেটাক ৷ দিদির দূতের কর্মকাণ্ডের জেরে মানুষ দেখছে সেটা ৷" শনিবার পানাগড় মিলিটারি ক্যাম্পে প্রাক্তন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকদের সংবর্ধিত করা হয় ৷ দীর্ঘদিন ধরে আটকে থাকা একাধিক জটিল সমস্যার সমাধান হয় এদিন ৷ কেন্দ্রীয় সরকার সেনা জওয়ানদের স্বার্থে অনেক প্রকল্প চালু করেছেন, দাবি করেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী ৷ পানাগড় সেনা ছাউনিতে সপ্তম প্রাক্তন সেনা দিবসের অনুষ্ঠানে অংশ নেন তিনি ৷ সেনা জওয়ানরা অনুষ্ঠানে বিভিন্ন শারীরিক কসরত প্রদর্শন করার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলেন ৷ কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর এই অনুষ্ঠানে যোগ দিয়ে ভারত সরকারের পক্ষ থেকে প্রাক্তন সেনা সদস্য ও তাঁদের পরিবারকে অভিনন্দন জানান ৷ এই অনুষ্ঠানে লেফটেন্যান্ট জেনারেল জ্ঞানভূষণ জানান, দেশের মানুষের জন্য জওয়ানরা তাঁদের প্রাণ উৎসর্গ করেছেন ।

আরও পড়ুন: কাশ্মীর শুধরে গিয়েছে, বাংলা কাশ্মীর হয়ে যাচ্ছে, বন্দে ভারতে হামলা নিয়ে কটাক্ষ দিলীপের

'এরাজ্যে কোনও ভাবে সিএএ লাগু করা যাবে না'- এই মর্মে স্লোগান উঠেছে কয়েক বছর আগেই । আন্দোলনের ঢেউ তুলেছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ সিএএ নিয়ে বারবার কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করতে দেখা গিয়েছে রাজ্যের শাসক দলের নেতা-নেত্রীদেরদের । কিন্তু কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তথা রাজ্যের মতুয়া সম্প্রদায়ের অন্যতম নেতা শান্তনু ঠাকুরের স্পষ্ট দাবি সিএএ লাগু হবে ৷ এমনিতেই সেই 2019 সাল থেকে সিএএ নিয়ে জলঘোলা হচ্ছে । মাঝে করোনার সময়ে আন্দোলন খানিকটা থিতু হয়। কিন্তু এরইমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির বিভিন্ন নেতা দাবি করেছেন সিএএ লাগু হবেই। করোনা পরিস্থিতি পুরোপুরি মিটলে এই কাজে সরকার অগ্রসর হতে পারে বলে কয়েকটি সূত্রের দাবি । এমতাবস্থায় অমিতদের বক্তব্যে নতুন করে সরগরম রাজনৈতিক মহল । সেই পরিস্থিতিতেই নতুন মাত্রা যোগ করলেন শান্তনু ।

পশ্চিমবঙ্গে সিএএ লাগুর কথা জানালেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর

দুর্গাপুর, 15 জানুয়ারি: রাজ্যে নাগরিকত্ব সংশোধিত আইন জারি হবে । আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন কেন্দ্রীয় জাহাজ রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর ৷ আর তা হবে 2024 সালের আগেই ৷ শনিবার পানাগড় মিলিটারি স্টেশনে সপ্তম 'আর্মড ফোর্সেস ভেটার্নস ডে'র (Armed Forces Veterans Day) অনুষ্ঠানে যোগ দিতে আসেন তিনি ৷

সেখানে সাংবাদিকরা তাঁকে (Citizenship Amendment Act, CAA) প্রশ্ন করেন, রাজ্যে আদৌ সিএএ লাগু হবে কি না ? তাঁদের জবাবে মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, 2024-এর আগেই দেশে সিএএ আইন চালু হবে ৷ বিরোধীদের প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন, "বিরোধীরা আগে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব আগে মেটাক ৷ দিদির দূতের কর্মকাণ্ডের জেরে মানুষ দেখছে সেটা ৷" শনিবার পানাগড় মিলিটারি ক্যাম্পে প্রাক্তন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকদের সংবর্ধিত করা হয় ৷ দীর্ঘদিন ধরে আটকে থাকা একাধিক জটিল সমস্যার সমাধান হয় এদিন ৷ কেন্দ্রীয় সরকার সেনা জওয়ানদের স্বার্থে অনেক প্রকল্প চালু করেছেন, দাবি করেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী ৷ পানাগড় সেনা ছাউনিতে সপ্তম প্রাক্তন সেনা দিবসের অনুষ্ঠানে অংশ নেন তিনি ৷ সেনা জওয়ানরা অনুষ্ঠানে বিভিন্ন শারীরিক কসরত প্রদর্শন করার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলেন ৷ কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর এই অনুষ্ঠানে যোগ দিয়ে ভারত সরকারের পক্ষ থেকে প্রাক্তন সেনা সদস্য ও তাঁদের পরিবারকে অভিনন্দন জানান ৷ এই অনুষ্ঠানে লেফটেন্যান্ট জেনারেল জ্ঞানভূষণ জানান, দেশের মানুষের জন্য জওয়ানরা তাঁদের প্রাণ উৎসর্গ করেছেন ।

আরও পড়ুন: কাশ্মীর শুধরে গিয়েছে, বাংলা কাশ্মীর হয়ে যাচ্ছে, বন্দে ভারতে হামলা নিয়ে কটাক্ষ দিলীপের

'এরাজ্যে কোনও ভাবে সিএএ লাগু করা যাবে না'- এই মর্মে স্লোগান উঠেছে কয়েক বছর আগেই । আন্দোলনের ঢেউ তুলেছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ সিএএ নিয়ে বারবার কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করতে দেখা গিয়েছে রাজ্যের শাসক দলের নেতা-নেত্রীদেরদের । কিন্তু কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তথা রাজ্যের মতুয়া সম্প্রদায়ের অন্যতম নেতা শান্তনু ঠাকুরের স্পষ্ট দাবি সিএএ লাগু হবে ৷ এমনিতেই সেই 2019 সাল থেকে সিএএ নিয়ে জলঘোলা হচ্ছে । মাঝে করোনার সময়ে আন্দোলন খানিকটা থিতু হয়। কিন্তু এরইমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির বিভিন্ন নেতা দাবি করেছেন সিএএ লাগু হবেই। করোনা পরিস্থিতি পুরোপুরি মিটলে এই কাজে সরকার অগ্রসর হতে পারে বলে কয়েকটি সূত্রের দাবি । এমতাবস্থায় অমিতদের বক্তব্যে নতুন করে সরগরম রাজনৈতিক মহল । সেই পরিস্থিতিতেই নতুন মাত্রা যোগ করলেন শান্তনু ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.