ETV Bharat / state

কারও লার্নার লাইসেন্স, কারও মালবাহী গাড়ির; বেনিয়ম পুলকারে

author img

By

Published : Feb 19, 2020, 6:09 PM IST

কয়েকজন পুলকার চালকের সঠিক লাইসেন্স নেই । কারও রয়েছে লার্নার লাইসেন্স । কারও বা রয়েছে পণ্যবাহী গাড়ির লাইসেন্স । আসানসোলের ADDA ময়দানে কয়েকটি পুলকারের পরীক্ষার পর সামনে এসেছে এই সব তথ্য।

Asansol
পুলকার

আসানসোল, 19 ফেব্রুয়ারি : পোলবায় পুলকার দুর্ঘটনার পরই নড়েচড়ে বসেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ । আসানসোলের ADDA ময়দানে পরীক্ষা চলল কয়েকটি পুলকারের । আর তাতেই বেরিয়ে এল একের পর এক তথ্য । প্রাইভেট নম্বর প্লেট নিয়েই পুলকারগুলি চলছিল বলে জানা গেছে । কোনও কোনও চালকের নেই সঠিক লাইসেন্সও । কারও কাছে রয়েছে মালবাহী গাড়ি চালানোর লাইসেন্স । আবার কারও রয়েছে শুধুই লার্নার লাইসেন্স ।

আসানসোলের ADDA ময়দানে আজ গাড়িগুলি পুলকার হিসেবে রাস্তায় চলার যোগ্য কি না তা পরীক্ষা করতে নেমেছিল আসানসোলের মোটর ভেহিকলস বিভাগ ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ । পুলকারের সামনের কাচে রয়েছে লার্নার লেখা । সেই ছবিও ধরা পড়েছে ETV ভারতের ক্যামেরায় । তবে এতদিন ধরে কেন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন করা হলে তার দায় পদস্থ আধিকারিকদের দিকেই ঠেলে দিয়েছেন মোটর ভেহিকলস আধিকারিকরা ।

কী বলছেন মোটর ভেহিকলস বিভাগের আধিকারিকরা

মোটর ভেহিকলস বিভাগের তরফে জয়দেব সাহা বলেন, "কয়েকটি গাড়ির চালকদের লাইসেন্স নেই । PSV লাইসেন্স নেই । এমনকী গুরুত্বপূর্ণ ডিভাইস স্পিড লিমিট ডিটেক্টর বেশিরভাগ গাড়িতে খুলে পড়ে আছে । এছাড়াও নথি এবং গাড়ির ফিটনেস নিয়ে একাধিক গরমিল পাওয়া গেছে। প্রাইভেট নম্বরের গাড়ি পুলকার হিসেবে চালানো হচ্ছে । ফলে সরকারি রাজস্ব ক্ষতি হচ্ছে । মোটর ভেহিকলস বিভাগের অন্য এক আধিকারিক উকিল সিং বলেন, "সম্পূর্ণ তথ্য RTO-র কাছে পাঠানো হবে । এরপর তিনি ব্যবস্থা গ্রহণ করবেন ।"

Asansol
পুলকারের সামনের কাচে রয়েছে 'L' লেখা

আগামী দিনে যে সব গাড়ি আইন মেনে চলবে না সেগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ACP (ট্রাফিক) অজয় শংকর চট্টোপাধ্যায় ।

আসানসোল, 19 ফেব্রুয়ারি : পোলবায় পুলকার দুর্ঘটনার পরই নড়েচড়ে বসেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ । আসানসোলের ADDA ময়দানে পরীক্ষা চলল কয়েকটি পুলকারের । আর তাতেই বেরিয়ে এল একের পর এক তথ্য । প্রাইভেট নম্বর প্লেট নিয়েই পুলকারগুলি চলছিল বলে জানা গেছে । কোনও কোনও চালকের নেই সঠিক লাইসেন্সও । কারও কাছে রয়েছে মালবাহী গাড়ি চালানোর লাইসেন্স । আবার কারও রয়েছে শুধুই লার্নার লাইসেন্স ।

আসানসোলের ADDA ময়দানে আজ গাড়িগুলি পুলকার হিসেবে রাস্তায় চলার যোগ্য কি না তা পরীক্ষা করতে নেমেছিল আসানসোলের মোটর ভেহিকলস বিভাগ ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ । পুলকারের সামনের কাচে রয়েছে লার্নার লেখা । সেই ছবিও ধরা পড়েছে ETV ভারতের ক্যামেরায় । তবে এতদিন ধরে কেন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন করা হলে তার দায় পদস্থ আধিকারিকদের দিকেই ঠেলে দিয়েছেন মোটর ভেহিকলস আধিকারিকরা ।

কী বলছেন মোটর ভেহিকলস বিভাগের আধিকারিকরা

মোটর ভেহিকলস বিভাগের তরফে জয়দেব সাহা বলেন, "কয়েকটি গাড়ির চালকদের লাইসেন্স নেই । PSV লাইসেন্স নেই । এমনকী গুরুত্বপূর্ণ ডিভাইস স্পিড লিমিট ডিটেক্টর বেশিরভাগ গাড়িতে খুলে পড়ে আছে । এছাড়াও নথি এবং গাড়ির ফিটনেস নিয়ে একাধিক গরমিল পাওয়া গেছে। প্রাইভেট নম্বরের গাড়ি পুলকার হিসেবে চালানো হচ্ছে । ফলে সরকারি রাজস্ব ক্ষতি হচ্ছে । মোটর ভেহিকলস বিভাগের অন্য এক আধিকারিক উকিল সিং বলেন, "সম্পূর্ণ তথ্য RTO-র কাছে পাঠানো হবে । এরপর তিনি ব্যবস্থা গ্রহণ করবেন ।"

Asansol
পুলকারের সামনের কাচে রয়েছে 'L' লেখা

আগামী দিনে যে সব গাড়ি আইন মেনে চলবে না সেগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ACP (ট্রাফিক) অজয় শংকর চট্টোপাধ্যায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.