ETV Bharat / state

সবুজসাথি প্রকল্পে সাইকেল দেওয়ার জন্য টাকা নিচ্ছে স্কুল, অভিযোগ - student

ছাত্র-ছাত্রীদের সবুজসাথি প্রকল্পের সাইকেল দেওয়ার জন্য টাকা নিচ্ছে স্কুল ৷ এমনই অভিযোগ উঠল আসানসোলের কুলটির মিঠানী উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে৷

সবুজ সাথী প্রকল্পের সাইকেল
author img

By

Published : Sep 17, 2019, 5:47 PM IST

Updated : Sep 17, 2019, 6:02 PM IST

আসানসোল , 17 সেপ্টেম্বর : সবুজসাথি প্রকল্পের সাইকেল এসেছে স্কুলে । কিন্তু সেই সাইকেল নেওয়ার জন্য প্রতি ছাত্র-ছাত্রীদের দিতে হচ্ছে 40 টাকা ৷ এমনই অভিযোগ উঠল আসানসোলের কুলটি মিঠানী উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে ।

আজ ওই স্কুলে 300 টি সাইকেল আসে ৷ যার মধ্যে 195 টি সাইকেল ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়েছে ৷ এই সাইকেল তারাই পেয়েছে যারা 40 টাকা করে দিতে পেরেছে । যারা দিতে পারেনি তাদেরকে সাইকেল দেয়নি স্কুল কর্তৃপক্ষ ৷ অভিযোগ, অনেক ছাত্র-ছাত্রীকে স্কুল চলাকালীন মাঝপথে বাড়ি গিয়ে টাকা আনতে হয়েছে ।

কিন্তু কেন এমন ঘটনা? স্কুল কর্তৃপক্ষ কিসের জন্য টাকা নিয়েছে? মিঠানী স্কুলের প্রধান শিক্ষক বৃন্দাবন পালকে এই প্রশ্ন করতে গেলে তিনি কিছুটা মজাজ হারিয়ে বলেন, তিনি কোনও উত্তর দিতে চান না ৷

দেখুন ভিডিয়ো

অভিযোগ, ছাত্র-ছাত্রীদের বলা হয়েছে, প্রকল্পের সাইকেল স্কুলে নিয়ে আসার খরচটুকুই শুধু নেওয়া হচ্ছে তাদের থেকে । হিসেব মতো 40 টাকা করে যদি প্রতি সাইকেল পিছু নেওয়া হয়, তাহলে 300 টি সাইকেলের ক্ষেত্রে মোট খরচ 12 হাজার টাকা ৷ প্রশ্ন উঠছে তিনটি ভ্যানের ভাড়া কী তবে 12 হাজার টাকা? যদিও এর কোনও উত্তর মেলেনি ।

আসানসোল , 17 সেপ্টেম্বর : সবুজসাথি প্রকল্পের সাইকেল এসেছে স্কুলে । কিন্তু সেই সাইকেল নেওয়ার জন্য প্রতি ছাত্র-ছাত্রীদের দিতে হচ্ছে 40 টাকা ৷ এমনই অভিযোগ উঠল আসানসোলের কুলটি মিঠানী উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে ।

আজ ওই স্কুলে 300 টি সাইকেল আসে ৷ যার মধ্যে 195 টি সাইকেল ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়েছে ৷ এই সাইকেল তারাই পেয়েছে যারা 40 টাকা করে দিতে পেরেছে । যারা দিতে পারেনি তাদেরকে সাইকেল দেয়নি স্কুল কর্তৃপক্ষ ৷ অভিযোগ, অনেক ছাত্র-ছাত্রীকে স্কুল চলাকালীন মাঝপথে বাড়ি গিয়ে টাকা আনতে হয়েছে ।

কিন্তু কেন এমন ঘটনা? স্কুল কর্তৃপক্ষ কিসের জন্য টাকা নিয়েছে? মিঠানী স্কুলের প্রধান শিক্ষক বৃন্দাবন পালকে এই প্রশ্ন করতে গেলে তিনি কিছুটা মজাজ হারিয়ে বলেন, তিনি কোনও উত্তর দিতে চান না ৷

দেখুন ভিডিয়ো

অভিযোগ, ছাত্র-ছাত্রীদের বলা হয়েছে, প্রকল্পের সাইকেল স্কুলে নিয়ে আসার খরচটুকুই শুধু নেওয়া হচ্ছে তাদের থেকে । হিসেব মতো 40 টাকা করে যদি প্রতি সাইকেল পিছু নেওয়া হয়, তাহলে 300 টি সাইকেলের ক্ষেত্রে মোট খরচ 12 হাজার টাকা ৷ প্রশ্ন উঠছে তিনটি ভ্যানের ভাড়া কী তবে 12 হাজার টাকা? যদিও এর কোনও উত্তর মেলেনি ।

Intro:

মুখ্যমন্ত্রী সবুজ সাথী প্রকল্পে সাইকেল এসেছে স্কুলে। আর সেই সাইকেল নিতে গেলে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে 40 টাকা করে কাটমানি চাওয়া হল। এমনই অভিযোগ উঠেছে আসানসোলের কুলটি সার্কেলের সার্কেলের মিঠানী উচ্চ বিদ্যালয়ে।
আজ ওই স্কুলে স্কুলে 300 টি সাইকেল আসে আসে সাইকেল আসে আসে। যার মধ্যে 195 টি সাইকেল সাইকেল 195 টি সাইকেল সাইকেল বিলি করা হয়েছে। ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল তারাই পেয়েছে যারা 40 টাকা করে দিতে পেরেছে। যারা দিতে পারেনি তাদেরকে সাইকেল দেয়নি স্কুল কর্তৃপক্ষ স্কুল সাইকেল দেয়নি স্কুল কর্তৃপক্ষ। এমনকি অনেক ছাত্রছাত্রীকে স্কুল চলাকালীন মাঝপথে বাড়ি গিয়ে টাকা আনতে হয়েছে। আশেপাশের প্রায় পাঁচটি গ্রামের এই একটি মাত্র উচ্চ বিদ্যালয়। ফলে অনেক ছাত্রছাত্রীকে। ফলে অনেক ছাত্রছাত্রীকে অনেক ছাত্রছাত্রীকে উচ্চ বিদ্যালয়। ফলে অনেক ছাত্রছাত্রীকে। ফলে অনেক ছাত্রছাত্রীকে অনেক ছাত্রছাত্রীকে। ফলে অনেক ছাত্রছাত্রীকে উচ্চ বিদ্যালয়। ফলে অনেক ছাত্রছাত্রীকে। ফলে অনেক ছাত্রছাত্রীকে অনেক ছাত্রছাত্রীকে বিদ্যালয়। ফলে অনেক ছাত্রছাত্রীকে। ফলে অনেক ছাত্রছাত্রীকে স্কুলের মাঝপথে প্রায় দুই আড়াই কিলোমিটার হেঁটে বাড়ি গিয়ে 40 টাকা নিয়ে এসে জমা দিতে হয়েছে স্কুলে। তবেই মিলেছে সবুজ সাথীর সাইকেল। কিন্তু কেন এমন ঘটনা? স্কুল কর্তৃপক্ষ কি কারণে টাকা নিয়েছে নিয়েছে টাকা নিয়েছে নিয়েছে কারণে টাকা নিয়েছে নিয়েছে টাকা নিয়েছে নিয়েছে? মিঠানী স্কুলের প্রধান শিক্ষক বৃন্দাবন পালকে প্রশ্ন করতে গেলে তিনি তেড়ে-ফুঁড়ে এলেন। সরাসরি বললেন তিনি কোন উত্তর দিতে চান না না উত্তর দিতে চান না উত্তর দিতে চান না। উপরন্তু তার পাল্টা প্রশ্ন আপনারা কেন আমার স্কুলে ঢুকেছেন?
ছাত্র-ছাত্রীদের বলা হয়েছে সাইকেল নিয়ে আসার খরচ নাকি নেওয়া হচ্ছে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে। তাহলে হিসেব মতো 40 40 টাকা করে যদি প্রতি সাইকেলে নেওয়া হয় তাহলে 300 সাইকেলের ক্ষেত্রে ক্ষেত্রে মোট 12 হাজার টাকা টাকা হাজার টাকা টাকা উঠেছে। তিনটি পিকআপ ভ্যানে করে এই সাইকেল মাত্র 10 কিলোমিটার দূর অঞ্চল থেকে নিয়ে আসা হয়েছে। প্রশ্ন উঠছে তিনটি পিকআপভ্যানের ভাড়া কি তবে 12 হাজার টাকা? উত্তর মেলেনি।
যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সায় পয়সায় বিনা পয়সায় পয়সায় ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান করছেন সবুজ সাথী প্রকল্পে সেখানে কোন বিদ্যালয়ের প্রকল্পে সেখানে কোন বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজের ইচ্ছায় কি করে 40 টাকা করে নিতে পারেন? অভিভাবক থেকে শুরু করে ছাত্র-ছাত্রীরা প্রধান শিক্ষক বৃন্দাবন পালের ভূমিকায় বিরক্ত এবং বিতশ্রদ্ধ। শুধু এই ঘটনা নয়, অভিভাবকরা জানালেন এই স্কুলে এখনো পর্যন্ত ছাত্রছাত্রীদের পোশাক দেওয়া হয়নি, স্কুলের শৌচাগার নেই, অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে স্কুলে ছাত্র-ছাত্রীদের ক্লাস ক্লাস করতে হয়। কিছু বলতে গেলেই এই প্রধান শিক্ষক মহাশয় এর পাল্টা মেজাজ মারধর পাল্টা মেজাজ মারধর করার হুমকি। Body:..Conclusion:
Last Updated : Sep 17, 2019, 6:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.