দুর্গাপুর, 12 এপ্রিল : "আজকের ভোটে হামলা কারা করছে? যারা চায় না দেশটা সুরক্ষিত হোক, সমৃদ্ধশালী হোক বা স্বাভিমানী হোক।" গতকাল পানাগড় বাজার এলাকার গুরুদুয়ারাতে উপসনা শেষে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, "পঞ্চায়েত ভোটটা রাজ্য সরকারের তত্ত্বাবধানে হয়। নির্বাচন কমিশনের একটাই মন্ত্র আছে, নির্ভীক হয়ে লোকে ভোট দিতে পারবে। কোনও চাপ থাকবে না। তার জন্য যা ব্যবস্থা নেওয়ার আছে নির্বাচন কমিশন তা করবে।"
তিনি আরও বলেন, "নির্বাচন কমিশন জানে পঞ্চায়েত ভোটে বাংলায় কী হয়েছিল। সেই কাজ লোকসভা নির্বাচনে হতে দেবে না। ইলেকশনটা একটা প্রতিদ্বন্দ্বিতা। এখানে সবাই সমান। জনগণ হল ভগবান। সে ঠিক করবে কেমন লোক তারা চায়। জনগণ ভালো করে জানে কাকে ক্ষমতায় আনলে দেশ সুরক্ষিত থাকবে।"
গুরুদুয়ারাতে উপাসনা সেরে তিনি কাঁকসা 2 নম্বর কলোনিতে একটি কর্মীসভা করেন। 2014 সালের লোকসভা নির্বাচনে দার্জিলিং থেকে BJP- র বিজয়ী সাংসদ এস এস আলুওয়ালিয়া। তিনি এই লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী।