ETV Bharat / state

Kanksa Robbery : কাঁকসায় সোনার দোকানে ভয়াবহ ডাকাতি ; ব্যবসায়ীর হাতে কোপ, চলল গুলি - robbery at kanksa

একই দোকানে এই নিয়ে পাঁচবার ডাকাতি ৷ ভয়ে নাকি কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরে সন্ধ্যার পর দোকান খোলা রাখেন না ব্যবসায়ীরা ৷ তার উপর সন্ধ্যায় সোনার দোকানে ফের ডাকাতির ঘটনায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে এলাকাবাসী ৷

কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরে সোনার দোকানে ডাকাতি
কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরে সোনার দোকানে ডাকাতি
author img

By

Published : Oct 25, 2021, 9:53 AM IST

কাঁকসা, 25 অক্টোবর : ভর সন্ধ্যায় কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর বাসস্ট্যান্ডের একটি সোনার দোকানে ভয়াবহ ডাকাতি ৷ রবিবার সন্ধ্যা ছ'টা নাগাদ একদল দুষ্কৃতী হানা দেয় তাপস দত্তের সোনার দোকানে । বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন ওই ব্যবসায়ী ৷ তাঁর দু হাতে ধারালো অস্ত্রের কোপ রয়েছে ৷ চুরি গিয়েছে লক্ষাধিক টাকার সোনার গয়না ৷

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় তাপস দত্ত নামে ওই ব্যবসায়ী দোকান বন্ধ করার তোড়জোড় করছিলেন ৷ ত্রিলোকচন্দ্রপুর গ্রামে সোনার গয়না ভর্তি ব্যাগ নিয়ে শ্বশুরবাড়িতে রাখতে যাওয়ার কথা ছিল তাঁর ৷ অভিযোগ, সেইসময় আচমকা একদল দুষ্কৃতী তাঁর দোকানে ঢুকে পড়ে ৷ লক্ষাধিক টাকার সোনার গয়না ভর্তি ব্যাগটি নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে ৷ দুষ্কৃতীদের বাধা দেন দোকানের মালিক । বাধা পেয়ে ডাকাত দলটি তাপস দত্তের দুই হাতে ধারালো অস্ত্রের কোপ বসিয়ে ব্যাগ ভর্তি সোনার গয়না নিয়ে চম্পট দেয় । রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দোকানের সামনে থেকে উদ্ধার করে তাঁকে রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে ।

আরও পড়ুন : DSP Steel Plant : বেতন চুক্তি লাগুর দাবিতে কারখানার গেটে বিক্ষোভ

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানিয়েছেন, এই নিয়ে পঞ্চমবার তাপসবাবুর দোকানে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটল । এর আগে ডাকাতি করতে এসে ব্যবসায়ীর পায়েও গুলি করেছিল দুষ্কৃতীরা । তাই ত্রিলোকচন্দ্রপুরে সন্ধ্যার পরে আর ব্যবসায়ীরা ভয়ে দোকান খুলে রাখেন না ৷ পুলিশের গাড়ি এলাকায় টহল দিলেও বারবার ডাকাতির ঘটনার পর থেকে এখনও আতঙ্কে রয়েছেন ব্যবসায়ীরা ।

এদিন ব্যবসায়ীরা জানান, একদল দুষ্কৃতী এসে আচমকা হানা দিয়ে সোনার গয়নার ব্যাগ নিয়ে চম্পট দেয় ৷ তারপরেই তাপসবাবুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় । লোকজন আসছে দেখে ডাকাতদল দোকানের পিছন দিয়ে ফাঁকা মাঠ ধরে গুলি চালাতে চালাতে পালিয়ে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এসিপি-সহ কাঁকসা থানার পুলিশ । দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি ।

আরও পড়ুন : Durga Puja-Crime : বিসর্জনের পরে বেনাচিতির পুজো মণ্ডপে বোমাবাজি, এলাকায় পুলিশ পিকেটিং

কাঁকসা, 25 অক্টোবর : ভর সন্ধ্যায় কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর বাসস্ট্যান্ডের একটি সোনার দোকানে ভয়াবহ ডাকাতি ৷ রবিবার সন্ধ্যা ছ'টা নাগাদ একদল দুষ্কৃতী হানা দেয় তাপস দত্তের সোনার দোকানে । বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন ওই ব্যবসায়ী ৷ তাঁর দু হাতে ধারালো অস্ত্রের কোপ রয়েছে ৷ চুরি গিয়েছে লক্ষাধিক টাকার সোনার গয়না ৷

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় তাপস দত্ত নামে ওই ব্যবসায়ী দোকান বন্ধ করার তোড়জোড় করছিলেন ৷ ত্রিলোকচন্দ্রপুর গ্রামে সোনার গয়না ভর্তি ব্যাগ নিয়ে শ্বশুরবাড়িতে রাখতে যাওয়ার কথা ছিল তাঁর ৷ অভিযোগ, সেইসময় আচমকা একদল দুষ্কৃতী তাঁর দোকানে ঢুকে পড়ে ৷ লক্ষাধিক টাকার সোনার গয়না ভর্তি ব্যাগটি নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে ৷ দুষ্কৃতীদের বাধা দেন দোকানের মালিক । বাধা পেয়ে ডাকাত দলটি তাপস দত্তের দুই হাতে ধারালো অস্ত্রের কোপ বসিয়ে ব্যাগ ভর্তি সোনার গয়না নিয়ে চম্পট দেয় । রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দোকানের সামনে থেকে উদ্ধার করে তাঁকে রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে ।

আরও পড়ুন : DSP Steel Plant : বেতন চুক্তি লাগুর দাবিতে কারখানার গেটে বিক্ষোভ

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানিয়েছেন, এই নিয়ে পঞ্চমবার তাপসবাবুর দোকানে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটল । এর আগে ডাকাতি করতে এসে ব্যবসায়ীর পায়েও গুলি করেছিল দুষ্কৃতীরা । তাই ত্রিলোকচন্দ্রপুরে সন্ধ্যার পরে আর ব্যবসায়ীরা ভয়ে দোকান খুলে রাখেন না ৷ পুলিশের গাড়ি এলাকায় টহল দিলেও বারবার ডাকাতির ঘটনার পর থেকে এখনও আতঙ্কে রয়েছেন ব্যবসায়ীরা ।

এদিন ব্যবসায়ীরা জানান, একদল দুষ্কৃতী এসে আচমকা হানা দিয়ে সোনার গয়নার ব্যাগ নিয়ে চম্পট দেয় ৷ তারপরেই তাপসবাবুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় । লোকজন আসছে দেখে ডাকাতদল দোকানের পিছন দিয়ে ফাঁকা মাঠ ধরে গুলি চালাতে চালাতে পালিয়ে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এসিপি-সহ কাঁকসা থানার পুলিশ । দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি ।

আরও পড়ুন : Durga Puja-Crime : বিসর্জনের পরে বেনাচিতির পুজো মণ্ডপে বোমাবাজি, এলাকায় পুলিশ পিকেটিং

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.