ETV Bharat / state

হিরাপুরে ডাকাতির ছক বানচাল, আগ্নেয়াস্ত্র সহ ধৃত 3

ডাকাতির ছক বানচাল করল আসানসোলের হিরাপুর থানার পুলিশ । ঘটনায় 3 জন গ্রেপ্তার । উদ্ধার 2টি দেশি বন্দুক ও 3 রাউন্ড গুলি ।

হিরাপুরে ডাকাতির ছক বানচাল
হিরাপুরে ডাকাতির ছক বানচাল
author img

By

Published : Feb 20, 2021, 10:03 PM IST

আসানসোল, 20 ফেব্রুয়ারি : আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার 3 দুষ্কৃতী । গতরাতে হিরাপুর থানার ধ্রুবডাঙা এলাকার ঘটনা । ডাকাতির ছক কষেছিল ওই 3 দুষ্কৃতী । ধৃতদের থেকে উদ্ধার হয় 2টি দেশি বন্দুক ও 3 রাউন্ড গুলি । ধৃতদের নাম রাহুল কালিন্দী, বিরজু বাউরি, পবন সাউ । 3 জনই হিরাপুর থানার নার্সিংবাঁধ এলাকার । পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুলটির বরাকর থেকে আগত কোনও ব্যবসায়ীকে লুটের উদ্দেশ্যেই এলাকায় জড়ো হয়েছিল ওরা ।

গতরাতে ধ্রুবডাঙা এলাকার রেল ফটকের পাশে একটি মাঠে 3 দুষ্কৃতী জড়ো হয়েছিল । তাদের উদ্দেশ্য ছিল ব্যবসায়ীকে লুট করার । পুলিশ খবর পেয়ে ওই মাঠে হানা দেয় । 3 জনকে সন্দেহজনক অবস্থায় দেখতে পায় পুলিশ । তাদের জিজ্ঞাসাবাদে অসঙ্গতি পাওয়া যায় ।

আরও পড়ুন : মালদায় ব্যাঙ্কে ডাকাতি করতে গিয়ে ধৃত বাংলাদেশি

ওই 3 যুবকদের তল্লাশি চালাতেই উদ্ধার হয় কয়েকটি আগ্নেয়াস্ত্র । পুলিশি জেরার মুখে যুবকরা টাকা লুটের কথা স্বীকার করেছে । ওই 3 জনের বিরুদ্ধে অতীতে আর কোনও অপরাধমূলক অভিযোগ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ । পাশাপাশি এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আসানসোল, 20 ফেব্রুয়ারি : আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার 3 দুষ্কৃতী । গতরাতে হিরাপুর থানার ধ্রুবডাঙা এলাকার ঘটনা । ডাকাতির ছক কষেছিল ওই 3 দুষ্কৃতী । ধৃতদের থেকে উদ্ধার হয় 2টি দেশি বন্দুক ও 3 রাউন্ড গুলি । ধৃতদের নাম রাহুল কালিন্দী, বিরজু বাউরি, পবন সাউ । 3 জনই হিরাপুর থানার নার্সিংবাঁধ এলাকার । পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুলটির বরাকর থেকে আগত কোনও ব্যবসায়ীকে লুটের উদ্দেশ্যেই এলাকায় জড়ো হয়েছিল ওরা ।

গতরাতে ধ্রুবডাঙা এলাকার রেল ফটকের পাশে একটি মাঠে 3 দুষ্কৃতী জড়ো হয়েছিল । তাদের উদ্দেশ্য ছিল ব্যবসায়ীকে লুট করার । পুলিশ খবর পেয়ে ওই মাঠে হানা দেয় । 3 জনকে সন্দেহজনক অবস্থায় দেখতে পায় পুলিশ । তাদের জিজ্ঞাসাবাদে অসঙ্গতি পাওয়া যায় ।

আরও পড়ুন : মালদায় ব্যাঙ্কে ডাকাতি করতে গিয়ে ধৃত বাংলাদেশি

ওই 3 যুবকদের তল্লাশি চালাতেই উদ্ধার হয় কয়েকটি আগ্নেয়াস্ত্র । পুলিশি জেরার মুখে যুবকরা টাকা লুটের কথা স্বীকার করেছে । ওই 3 জনের বিরুদ্ধে অতীতে আর কোনও অপরাধমূলক অভিযোগ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ । পাশাপাশি এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.