ETV Bharat / state

রানিগঞ্জে বাড়ছে মাটির প্রদীপের পসরা

মোবাইলের ফ্ল্যাশ নয়, মাটির প্রদীপই প্রথম পছন্দ রানিগঞ্জের বাসিন্দাদের ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 5, 2020, 3:34 PM IST

রানিগঞ্জ, 5 এপ্রিল : মোবাইলের ফ্ল্যাশ লাইটের থেকে সনাতন প্রদীপের আলোই বেশি পছন্দ রানিগঞ্জের বাসিন্দাদের । চিনা আলোর নয়, কুমোর পাড়ার মাটির প্রদীপের দিকেই বেশি ঝুকেছে মানুষ । তাই বছরে দীপাবলির বেঁচে যাওয়া প্রদীপের পসরা সাজিয়ে বসেছে রানিগঞ্জের জে কে নগর কুমোর পাড়ায়।

দেশজুড়ে প্রতিদিনই বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা । কীভাবে এই ভাইরাসের মোকাবিলা সম্ভব? তা নিয়ে কাটাছেড়া চলছে বিশ্বের বিভিন্ন প্রান্তে । কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী । দেশবাসীর মনে শক্তি জোগাতে, দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে আজ রাত ন'টায় ন'মিনিটের জন্য বৈদ্যুতিন আলো বন্ধ রাখতে আবেদন জানিয়েছেন নরেন্দ্র মোদি । ওই ন'মিনিট প্রদীপ, মোমবাতি বা মোবাইলের ফ্ল্যাশের আলো জ্বালানোর জন্যও আবেদন করেছেন তিনি ।

Lockdown
বাড়ছে মাটির প্রদীপের চাহিদা

স্থানীয় এক প্রদীপ বিক্রেতা রাজারাম পণ্ডিত বলেন, "গত বছর দীপাবলি সময় অনেক মাটির প্রদীপ বেঁচে যায় । কারণ মাটির প্রদীপের থেকে চাইনিজ় লাইটের চাহিদাই বেশি ছিল । তবে এখন মানুষের পছন্দ মাটির প্রদীপ । দীপাবলি বেঁচে যাওয়া মাটির প্রদীপ কেনার জন্য মানুষের ভিড় বাড়ছে । গতকাল থেকে নতুন করে মাটির প্রদীপ তৈরি করতে শুরু করেছি । নতুন মাটির প্রদীপ সকাল থেকে বিক্রি চলছে ।"

রানিগঞ্জ, 5 এপ্রিল : মোবাইলের ফ্ল্যাশ লাইটের থেকে সনাতন প্রদীপের আলোই বেশি পছন্দ রানিগঞ্জের বাসিন্দাদের । চিনা আলোর নয়, কুমোর পাড়ার মাটির প্রদীপের দিকেই বেশি ঝুকেছে মানুষ । তাই বছরে দীপাবলির বেঁচে যাওয়া প্রদীপের পসরা সাজিয়ে বসেছে রানিগঞ্জের জে কে নগর কুমোর পাড়ায়।

দেশজুড়ে প্রতিদিনই বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা । কীভাবে এই ভাইরাসের মোকাবিলা সম্ভব? তা নিয়ে কাটাছেড়া চলছে বিশ্বের বিভিন্ন প্রান্তে । কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী । দেশবাসীর মনে শক্তি জোগাতে, দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে আজ রাত ন'টায় ন'মিনিটের জন্য বৈদ্যুতিন আলো বন্ধ রাখতে আবেদন জানিয়েছেন নরেন্দ্র মোদি । ওই ন'মিনিট প্রদীপ, মোমবাতি বা মোবাইলের ফ্ল্যাশের আলো জ্বালানোর জন্যও আবেদন করেছেন তিনি ।

Lockdown
বাড়ছে মাটির প্রদীপের চাহিদা

স্থানীয় এক প্রদীপ বিক্রেতা রাজারাম পণ্ডিত বলেন, "গত বছর দীপাবলি সময় অনেক মাটির প্রদীপ বেঁচে যায় । কারণ মাটির প্রদীপের থেকে চাইনিজ় লাইটের চাহিদাই বেশি ছিল । তবে এখন মানুষের পছন্দ মাটির প্রদীপ । দীপাবলি বেঁচে যাওয়া মাটির প্রদীপ কেনার জন্য মানুষের ভিড় বাড়ছে । গতকাল থেকে নতুন করে মাটির প্রদীপ তৈরি করতে শুরু করেছি । নতুন মাটির প্রদীপ সকাল থেকে বিক্রি চলছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.