ETV Bharat / state

আসানসোলে কোরোনায় আক্রান্ত রেল আধিকারিক, কোয়ারানটিনে 34 কর্মী

author img

By

Published : Aug 3, 2020, 9:35 PM IST

আসানসোল DRM অফিসের এক আধিকারিক কোরোনায় আক্রান্ত হলেন । তাঁর সংস্পর্শে আসা 34 জন আধিকারিক ও কর্মীকে হোম কোয়ারানটিনে পাঠানো হয়েছে ।

Rail officer of Asansol tested covid positive 34 in home quarantine
Rail officer of Asansol tested covid positive 34 in home quarantine

আসানসোল, 3 অগাস্ট : এবার কোরোনার থাবা আসানসোল রেল ডিভিশনে । কোরোনায় আক্রান্ত হলেন ডিভিশনাল ম্যানেজারের অফিসের এক আধিকারিক । আসানসোল DRM অফিসের 34 জন আধিকারিক ও কর্মীকে 5 অগাস্ট পর্যন্ত হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ ।

22 জুলাই রেলের পার্সোনাল ডিপার্টমেন্টের কর্মী ও আধিকারিকরা একটি প্রমোশনাল পরীক্ষায় অংশ নিয়েছিলেন । সেখানে উপস্থিত ছিলেন ওই আধিকারিক । তাঁর সংস্পর্শে এসেছিলেন 34 জন রেলকর্মী । তার পর থেকে ওই আধিকারিক অসুস্থ হয়ে পড়েন । তাঁর সোয়াবের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় । রিপোর্ট পজ়িটিভ আসে ।

সংক্রমণ এড়াতে DRM অফিসের বাইরে ক্যাম্প বসানো হয়েছে । শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকলে তাঁদের অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আসানসোল DRM অফিসে শুধু সংক্রমণ ছড়ায়নি, শহরের একাধিক এলাকাতেও সংক্রমণ ছড়িয়েছে । নিয়ামতপুরে নতুন করে কোরোনা আক্রান্তের খবর মিলেছে । মিঠানি খনি অঞ্চলে খোঁজ মিলেছে প্রথম কোরোনা আক্রান্তের । এছাড়া ব্যাপক হারে সমক্রমণ ছড়াচ্ছে আসানসোল ও রানিগঞ্জে ।

আসানসোল, 3 অগাস্ট : এবার কোরোনার থাবা আসানসোল রেল ডিভিশনে । কোরোনায় আক্রান্ত হলেন ডিভিশনাল ম্যানেজারের অফিসের এক আধিকারিক । আসানসোল DRM অফিসের 34 জন আধিকারিক ও কর্মীকে 5 অগাস্ট পর্যন্ত হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ ।

22 জুলাই রেলের পার্সোনাল ডিপার্টমেন্টের কর্মী ও আধিকারিকরা একটি প্রমোশনাল পরীক্ষায় অংশ নিয়েছিলেন । সেখানে উপস্থিত ছিলেন ওই আধিকারিক । তাঁর সংস্পর্শে এসেছিলেন 34 জন রেলকর্মী । তার পর থেকে ওই আধিকারিক অসুস্থ হয়ে পড়েন । তাঁর সোয়াবের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় । রিপোর্ট পজ়িটিভ আসে ।

সংক্রমণ এড়াতে DRM অফিসের বাইরে ক্যাম্প বসানো হয়েছে । শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকলে তাঁদের অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আসানসোল DRM অফিসে শুধু সংক্রমণ ছড়ায়নি, শহরের একাধিক এলাকাতেও সংক্রমণ ছড়িয়েছে । নিয়ামতপুরে নতুন করে কোরোনা আক্রান্তের খবর মিলেছে । মিঠানি খনি অঞ্চলে খোঁজ মিলেছে প্রথম কোরোনা আক্রান্তের । এছাড়া ব্যাপক হারে সমক্রমণ ছড়াচ্ছে আসানসোল ও রানিগঞ্জে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.