ETV Bharat / state

Rail Eviction a Private School : রেলের জমি থেকে বেসরকারি স্কুল উচ্ছেদ ঘিরে বিতর্ক আসনসোলে

রেলের জমি থেকে 40 বছরের পুরনো বেসরকারি হিন্দি স্কুল উচ্ছেদ ঘিরে বিতর্ক ৷ বিনা নোটিশে বৃহস্পতিবার রেলের জমি থেকে বেসরকারি হিন্দি স্কুল উচ্ছেদ করল রেল ৷ আরপিএফ ও রেলকর্মীরা এক প্রকার বলপূর্বক বিবেকানন্দ স্কুলের আসবাব-সহ অন্যান্য জিনিসপত্র বাজেয়াপ্ত করে নিয়ে চলে যায় অভিযোগ স্কুল কর্তৃপক্ষের । অভিযোগ অস্বীকার রেলের (Rail Eviction a Private School) ৷

author img

By

Published : May 5, 2022, 10:45 PM IST

Rail Eviction a Private School From Their Land
রেলের জমি থেকে বেসরকারি স্কুল উচ্ছেদ করল রেল

আসানসোল, 5 মে: ইস্টার্ন রেলওয়ের স্কুল বন্ধের বিতর্ক মিটতে না মিটতেই ফের বিতর্কে রেল ৷ বৃহস্পতিবার রেলের জমি থেকে বিবেকানন্দ স্কুল নামে একটি বেসরকারি আপার প্রাইমারি হিন্দি মাধ্যম স্কুল উচ্ছেদ করে আরপিএফ ৷ স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, আগে থেকে কোনও ঘোষণা ছাড়াই আরপিএফ ও রেল কর্মীরা এক প্রকার জোর করে স্কুলের আসবাবপত্র-সহ অন্যান্য জিনিসপত্র বের করে দেয় ৷ তবে রেলের দাবি, তাদের জমি জবর দখল করে স্কুল চলছিল ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মত রেলের জমি দখলমুক্ত করতেই স্কুলকে উচ্ছেদ করা হয়েছে (Rail Eviction a Private School)।

প্রায় 40 বছর ধরে আসানসোল ডুরান্ড কলোনি এলাকায় ওই বেসরকারি হিন্দি মাধ্যম স্কুল চলছিল বলে জানা গিয়েছে । স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই স্কুলে প্রায় 250 জন ছাত্র-ছাত্রী আছে । এদিন কিছু না বলেই আরপিএফ এবং রেলকর্মীরা ওই স্কুলে যায় এবং স্কুলের আসবাব-সহ অন্যান্য জিনিসপত্র তুলে নিয়ে আসে। স্কুল কর্তৃপক্ষের দাবি স্কুল বন্ধ হলে প্রায় 250 জন ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে।

রেলের জমি থেকে বেসরকারি স্কুল উচ্ছেদ ঘিরে বিতর্ক আসনসোলে

আরও পড়ুন: ভার্চুয়াল মিটেই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ ছাত্রদের

অন্যদিকে রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সুবলচন্দ্র মণ্ডল জানিয়েছেন, স্কুলটি রেলের জমি জবরদখল করে চলছিল । সুপ্রিম কোর্টের রায়ের মোতাবেক, রেল সব জমি দখল মুক্ত করার অভিযান চলছে । আগামিদিনে মহুয়া ডাঁঙাল ও চাঁদমারিতেও দখল মুক্ত অভিযান চলবে । স্কুলের পরিচালন কমিটির সভাপতি জাভেদ হোসেন জানিয়েছেন 'আমরা বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী-সহ রেলমন্ত্রীকে বহুবার চিঠি দিয়েছি । আমরা স্কুল বন্ধ হতে দেব না। আগামিদিনে এর শেষ দেখে ছাড়ব।

আসানসোল, 5 মে: ইস্টার্ন রেলওয়ের স্কুল বন্ধের বিতর্ক মিটতে না মিটতেই ফের বিতর্কে রেল ৷ বৃহস্পতিবার রেলের জমি থেকে বিবেকানন্দ স্কুল নামে একটি বেসরকারি আপার প্রাইমারি হিন্দি মাধ্যম স্কুল উচ্ছেদ করে আরপিএফ ৷ স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, আগে থেকে কোনও ঘোষণা ছাড়াই আরপিএফ ও রেল কর্মীরা এক প্রকার জোর করে স্কুলের আসবাবপত্র-সহ অন্যান্য জিনিসপত্র বের করে দেয় ৷ তবে রেলের দাবি, তাদের জমি জবর দখল করে স্কুল চলছিল ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মত রেলের জমি দখলমুক্ত করতেই স্কুলকে উচ্ছেদ করা হয়েছে (Rail Eviction a Private School)।

প্রায় 40 বছর ধরে আসানসোল ডুরান্ড কলোনি এলাকায় ওই বেসরকারি হিন্দি মাধ্যম স্কুল চলছিল বলে জানা গিয়েছে । স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই স্কুলে প্রায় 250 জন ছাত্র-ছাত্রী আছে । এদিন কিছু না বলেই আরপিএফ এবং রেলকর্মীরা ওই স্কুলে যায় এবং স্কুলের আসবাব-সহ অন্যান্য জিনিসপত্র তুলে নিয়ে আসে। স্কুল কর্তৃপক্ষের দাবি স্কুল বন্ধ হলে প্রায় 250 জন ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে।

রেলের জমি থেকে বেসরকারি স্কুল উচ্ছেদ ঘিরে বিতর্ক আসনসোলে

আরও পড়ুন: ভার্চুয়াল মিটেই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ ছাত্রদের

অন্যদিকে রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সুবলচন্দ্র মণ্ডল জানিয়েছেন, স্কুলটি রেলের জমি জবরদখল করে চলছিল । সুপ্রিম কোর্টের রায়ের মোতাবেক, রেল সব জমি দখল মুক্ত করার অভিযান চলছে । আগামিদিনে মহুয়া ডাঁঙাল ও চাঁদমারিতেও দখল মুক্ত অভিযান চলবে । স্কুলের পরিচালন কমিটির সভাপতি জাভেদ হোসেন জানিয়েছেন 'আমরা বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী-সহ রেলমন্ত্রীকে বহুবার চিঠি দিয়েছি । আমরা স্কুল বন্ধ হতে দেব না। আগামিদিনে এর শেষ দেখে ছাড়ব।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.