ETV Bharat / state

ফুটবল মাঠে বিশাল অজগর, তারপর ? - Wildlife

বিশাল অজগর সাপ ঘোরাফেরা করছিল মাঠে ৷ রানিগঞ্জের ঘটনায় ছড়াল আতঙ্ক ৷

ফুটবল মাঠে বিশাল অজগর সাপ, তারপর ?
author img

By

Published : Aug 30, 2019, 8:29 AM IST

Updated : Aug 30, 2019, 9:26 AM IST

রানিগঞ্জ, 30 অগাস্ট : প্রাতর্ভ্রমণে এসেছিলেন কেউ কেউ ৷ কেউ বা মাঠে অনুশীলনে ব্যস্ত ৷ আচমকাই একটা বিশাল সাপের দেখা মিলল মাঠে ৷ তাও আবার অজগর ৷ প্রায় আট ফুটের কাছাকাছি হবে ৷ এই অজগর সাপ উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় রানিগঞ্জের দাঙ্গা ফুটবল মাঠে ।

ফুটবল মাঠের ভেতর ঘোরাফেরা করছিল অজগর সাপটি । প্রথমে এলাকার কয়েকজন যুবকের নজরে আসে । এরপর স্থানীয় যুবকেরাই প্রথমে অজগর সাপটিকে ধরে ফেলেন । প্লাস্টিকের ড্রামের ভেতর ভরে দেওয়া হয় ওই বিশাল অজগর সাপটিকে । অজগর সাপের সঙ্গে সেলফি ছবি তুলতে শুরু করেন কেউ কেউ ।

অজগর সাপের সঙ্গে সেলফি ছবি তুলতে শুরু করেন কেউ কেউ ।

খবর দেওয়া হয় রানিগঞ্জ থানায় । পুলিশ এসে ওই সাপটিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেয় । স্থানীয় বাসিন্দারা বলেন, ''বর্ষার সময় প্রত্যেক বছরই অজগর সাপ উদ্ধার হয় এই এলাকায় ৷ ''

রানিগঞ্জ, 30 অগাস্ট : প্রাতর্ভ্রমণে এসেছিলেন কেউ কেউ ৷ কেউ বা মাঠে অনুশীলনে ব্যস্ত ৷ আচমকাই একটা বিশাল সাপের দেখা মিলল মাঠে ৷ তাও আবার অজগর ৷ প্রায় আট ফুটের কাছাকাছি হবে ৷ এই অজগর সাপ উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় রানিগঞ্জের দাঙ্গা ফুটবল মাঠে ।

ফুটবল মাঠের ভেতর ঘোরাফেরা করছিল অজগর সাপটি । প্রথমে এলাকার কয়েকজন যুবকের নজরে আসে । এরপর স্থানীয় যুবকেরাই প্রথমে অজগর সাপটিকে ধরে ফেলেন । প্লাস্টিকের ড্রামের ভেতর ভরে দেওয়া হয় ওই বিশাল অজগর সাপটিকে । অজগর সাপের সঙ্গে সেলফি ছবি তুলতে শুরু করেন কেউ কেউ ।

অজগর সাপের সঙ্গে সেলফি ছবি তুলতে শুরু করেন কেউ কেউ ।

খবর দেওয়া হয় রানিগঞ্জ থানায় । পুলিশ এসে ওই সাপটিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেয় । স্থানীয় বাসিন্দারা বলেন, ''বর্ষার সময় প্রত্যেক বছরই অজগর সাপ উদ্ধার হয় এই এলাকায় ৷ ''

Intro:সাতসকালে ফুটবলের মাঠে ৮ ফুটের অজগর সাপ ! অজগর সাপ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়াল রানীগঞ্জের দাঙ্গা ফুটবল মাঠে ।



রানীগঞ্জের রানিসায়ের এলাকায় দাগা ফুটবল মাঠে ৮ ফুটের অজগর সাপ । ফুটবল মাঠের ভেতর ঘোরাফেরা করছিল অজগর সাপটি । প্রথমে এলাকার কয়েকজন যুবকের নজরে আসে । ফুটবলের মাঠে অজগর সাপ উদ্ধার হওয়া কে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়াল রানিসায়ের এলাকায় । এরপর স্থানীয় যুবকেরাই প্রথমে অজগর সাপটিকে ধরে ফেলে । প্লাস্টিকের ড্রামের ভেতর ভরে দেওয়া হয় ওই ৮ ফুটের অজগর সাপটিকে । অনেকেই আবার অজগর সাপের সঙ্গে সেলফি ছবি তুলতে ব্যস্ত দেখা গেল । অজগর সাপ উদ্ধারকে ঘিরে দাগা ফুটবল মাঠে ব্যপক ভিড় জমে যায় । খবর দেওয়া হয় রানীগঞ্জ থানার পুলিশকেও ।পরে রানীগঞ্জ থানার পুলিশ এসে ওই সাপটিকে উদ্ধার করে বনদপ্তর এর হাতে তুলে দেয় । স্থানীয় বাসিন্দারা জানান বর্ষার সময় প্রত্যেক বছরই অজগর সাপ উদ্ধার হয় রানিসায়ের এলাকায় ।Body:.Conclusion:.
Last Updated : Aug 30, 2019, 9:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.