দুর্গাপুর, ২৫ জানুয়ারি: দুর্গাপুরের পানাগড় শিল্পতালুকের একটি বেসরকারি সিমেন্ট কারখানায় নিযুক্ত ঠিকাকর্মীরা বেতনবৃদ্ধি ও পে-স্লিপের দাবিতে সরব হলেন৷ দাবি পূরণে অভিনব কায়দায় বিক্ষোভও দেখালেন তাঁরা ৷ কারখানার নিজস্ব রেললাইনে বসেই বিক্ষোভ দেখান ৷
আরও পড়ুন: এক মাসে লক্ষাধিক জাতিগত সংশাপত্র বিলি কোচবিহারে, সৌজন্যে 'দুয়ারে সরকার'
সূত্রের খবর, ওই কারখানার রেললাইনের কাজে নিযুক্ত প্রায় 45 জন অস্থায়ী শ্রমিক কাজ করছেন 2018 সাল থেকে । শুরুতে যে বেতন ছিল তা আজও বাড়েনি ৷ কথা ছিল, তাঁদের বেতন বাড়ানো হবে৷ কিন্তু শ্রমিকরা আট ঘন্টার বদলে 12 ঘন্টা কাজ করে মাত্র 7 হাজার টাকা বেতন পাচ্ছেন । তাঁদের অভিযোগ, বহুবার এ বিষয়ে কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি৷ তার জেরেই বিক্ষোভের সিদ্ধান্ত৷