আসানসোল, 7 জুন: সোমবার থেকে বেসরকারি বাস পরিষেবা চালু হচ্ছে পশ্চিম বর্ধমানে। এমনই জানিয়েছেন আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশনের সভাপতি সুদীপ রায়। আপাতত বেশ কয়েকটি রুটে বাস পরিষেবা শুরু করা হবে। তবে বাস সংগঠনগুলির পক্ষ থেকে সরকারের কাছে একাধিক দাবি রাখা হয়েছে।
বেসরকারি বাস পরিষেবা চালু করার লক্ষ্যে পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজি 5টি মিনিবাসের সংগঠন ও দুটি বড় বাসের সংগঠনের নেতৃত্বদের সঙ্গে আলোচনা করেন। এরপরেই সোমবার থেকে বাস পরিষেবা স্বাভাবিক করার কথা হয়।
তবে, বাস সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে একাধিক দাবি রাখা হয়েছে। আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশনের সভাপতি সুদীপ রায় জানান যে, 22 মার্চ থেকে বাস পরিষেবা বন্ধ রয়েছে সরকারি নির্দেশে। পুনরায় বাস চালানোর কথা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে কিন্তু আমরা সব থেকে যে বিষয়টিতে চিন্তায় আছি সেটা হচ্ছে বাসকর্মীদের সুরক্ষা। বাসকর্মীদের জন্য উপযুক্ত মাস্ক, গ্লাভস ও ফেস গার্ডের জন্য আমরা জেলা প্রশাসনের কাছে অনুরোধ রেখেছি। তাঁরা জানিয়েছেন সেগুলি বাসকর্মীদের দেওয়া হবে।
এর পাশাপাশি রয়েছে যাত্রী সুরক্ষা। যাত্রী সুরক্ষার জন্য আসানসোল, দুর্গাপুরে দশটা মূল বাস টার্মিনাসকে প্রত্যকদিন স্যানিটাইজ্ করার কথা জানানো হয়েছে। বাস ও বাস স্ট্যান্ডগুলোকে সর্বপ্রথমে স্যানিটাইজ্ করা প্রয়োজন। সেটা করা হবে। প্রতিদিন সেই স্যানিটাইজেশন প্রক্রিয়া চলবে। এছাড়া প্রত্যেকটি বাসকে, অর্থাৎ যে বাসগুলি প্রথম প্রথম চালানো হবে সেই বাসগুলিকে প্রতি ট্রিপের পর স্যানিটাইজ্ করার কথা জানানো হয়েছে জেলা প্রশাসনকে। জেলা প্রশাসন তাতে সহমত প্রকাশ করেছেন।
তবে, বাস সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসনকে জানানো না হলেও তাঁরা জানাচ্ছেন যে এই অবস্থায় বর্তমান ভাড়াতে বাস চালানো সম্ভব নয়। তাই বর্তমানে রাজ্য সরকারকে সহায়তা করতে পরীক্ষালব্ধ হবে বাস পরিষেবা চালু করলেও, বাস মালিকরা তাকিয়ে রয়েছেন পরিবহনমন্ত্রী এবং রাজ্য সরকারের দিকে। আগামীদিনে মানবিক ভাবেই বাস মালিকদের বিষয়টি সরকার দেখবে বলে আশা করছেন তাঁরা।