দুর্গাপুর, 28 মার্চ: পালানোর চেষ্টা করতেই জুটল উত্তম-মধ্যম ৷ মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে এমনই ঘটনা ঘটল (Durgapur Sub Divisional Court)৷ চুরির ঘটনায় অভিযুক্ত বন্দি রাজা শেখকে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাত ছিটকে পালিয়ে যায় অভিযুক্ত ৷ তবে তৎপরতায় কোট চত্বরেই রাজাকে ধরে ফেলে পুলিশ । এরপর তাকে উত্তম-মধ্যম দিয়ে চ্যাংদোলা করে তাকে ফের আদালতে নিয়ে যায় ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আদালত চত্বরে ।
প্রসঙ্গত, চুরির ঘটনায় অভিযুক্ত এক যুবককে গত সপ্তাহে শনিবার রাতে আইকিউসিটি থেকে দুর্গাপুর সরকারি কলেজের রাস্তা থেকে একটি বেআইনি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেফতার করে দুর্গাপুর নিউটাউনশিপ থানার পুলিশ । রবিবার দুপুরে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় । ধৃত ওই যুবকের নাম রাজা শেখ ৷
অভিযুক্ত মামড়া বাজার এলাকার বিদ্যাসাগর পল্লির বাসিন্দা । রবিবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাকে দু'দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন । এরপর মঙ্গলবার ফের তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করার সময় অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করে । দুর্গাপুর মহকুমা আদালত থেকে প্রায় 200 মিটার পর্যন্ত দৌড়ে চলে যায় অভিযুক্ত ৷ কিন্তু পুলিশ তাকে ধাওয়া করে ধরে ফেলতেই বেধড়ক মারধর করে ।
এই ঘটনা দেখতে দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে রীতিমতো ভিড় জমে যায় । এরপরে দেখা যায় পুলিশকর্মীরা রীতিমতো চ্যাংদোলা করে ফের দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে যায় অভিযুক্তকে । গত বছরও দুর্গাপুর মহকুমা আদালত চত্বর থেকে দুই বিচারাধীন বন্দির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে ৷ এই ঘটনায় একজন পুলিশি তৎপরতায় সঙ্গে সঙ্গে ধরা পড়লেও অন্যজন ধরা পড়ে বেশ কয়েকমাস পর ৷ তবে আজকের ঘটনায় পুলিশি তৎপরতা থাকায় অভিযুক্ত বন্দিকে ধরা গিয়েছে ৷
আরও পড়ুন : স্বাধীনতা দিবসে মুক্ত বহরমপুর সংশোধনাগারের 9 বন্দি