ETV Bharat / state

জামুড়িয়ায় বালিঘাট দখলকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা - মারধর

বালিঘাটের দখল নিয়ে তৃণমূল-বিজেপি উত্তেজনা ৷ বালিঘাটের কর্মীর বাড়িতে হামলার অভিযোগ ৷ কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস ৷ অস্বীকার শাসক শিবিরের ৷ পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার ঘটনা ৷

WB_ASN_02_JAMURIA RIVER CLASH _WB10017
জামুড়িয়ায় বালিঘাট দখলকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা
author img

By

Published : May 20, 2021, 6:37 PM IST

জামুড়িয়া, 20 মে : পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় অজয় নদের তীরে বালিঘাট দখলকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির মধ্য়ে রাজনৈতিক উত্তেজনা ৷ বালিঘাটের এক কর্মীর বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ৷ আক্রান্ত পরিবারের সদস্যদের দাবি, তাঁদের মারধরও করেছে হামলাকারীরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জামুড়িয়া থানার পুলিশ ৷ তাদের হস্তক্ষেপেই পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ এই ঘটনার জেরে আপাতত বন্ধ রয়েছে সংশ্লিষ্ট বালিঘাটে বালি উত্তোলনের কাজ ৷

বালিঘাটের কর্মীর আক্রান্ত স্ত্রী ঘটনা প্রসঙ্গে বলেন, ‘‘গত কয়েকদিন ধরে বালিঘাট নিয়ে ব্যাপক ঝামেলা চলছে ৷ আমার স্বামী প্রতিবাদ করায় আমাদের বাড়ি ভাঙচুর করা হয় ৷ আমার স্বামী ও শ্বশুর-শাশুড়িকে প্রচণ্ড মারধর করা হয়েছে ৷’’

রাজনৈতিক উত্তেজনার জেরে আপাতত বন্ধ বালি উত্তোলনের কাজ ৷

আরও পড়ুন : তৃণমূল-বিজেপি সংঘর্ষে অশান্ত আরামবাগের মলয়পুর

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস পরিচালিত স্থানীয় পঞ্চায়েত সমিতির এক সদস্য জানিয়েছেন, জামুড়িয়ার বিরকুলটি বালিঘাটটি চালাচ্ছিল এলাকার বিজেপি নেতৃত্ব ৷ এর প্রতিবাদ জানান তৃণমূলের কর্মীরা ৷ তাঁদের দাবি ছিল, বালিঘাটে তাঁদের দলের ছেলেদেরও কাজ করার সুযোগ দিতে হবে ৷ তাতে সংশ্লিষ্ট সংস্থা রাজিও হয় ৷ কিন্তু তারপরও এই কাজে বিজেপির ছেলেদেরই বেশি করে লাগানো হয় ৷ তা নিয়েই এলাকায় অশান্তি শুরু হয়েছে ৷ আর তার জেরেই বন্ধ রয়েছে বালিঘাটের কাজ ৷ তবে বালিঘাটের কর্মীর বাড়িতে হামলার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

জামুড়িয়া, 20 মে : পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় অজয় নদের তীরে বালিঘাট দখলকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির মধ্য়ে রাজনৈতিক উত্তেজনা ৷ বালিঘাটের এক কর্মীর বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ৷ আক্রান্ত পরিবারের সদস্যদের দাবি, তাঁদের মারধরও করেছে হামলাকারীরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জামুড়িয়া থানার পুলিশ ৷ তাদের হস্তক্ষেপেই পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ এই ঘটনার জেরে আপাতত বন্ধ রয়েছে সংশ্লিষ্ট বালিঘাটে বালি উত্তোলনের কাজ ৷

বালিঘাটের কর্মীর আক্রান্ত স্ত্রী ঘটনা প্রসঙ্গে বলেন, ‘‘গত কয়েকদিন ধরে বালিঘাট নিয়ে ব্যাপক ঝামেলা চলছে ৷ আমার স্বামী প্রতিবাদ করায় আমাদের বাড়ি ভাঙচুর করা হয় ৷ আমার স্বামী ও শ্বশুর-শাশুড়িকে প্রচণ্ড মারধর করা হয়েছে ৷’’

রাজনৈতিক উত্তেজনার জেরে আপাতত বন্ধ বালি উত্তোলনের কাজ ৷

আরও পড়ুন : তৃণমূল-বিজেপি সংঘর্ষে অশান্ত আরামবাগের মলয়পুর

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস পরিচালিত স্থানীয় পঞ্চায়েত সমিতির এক সদস্য জানিয়েছেন, জামুড়িয়ার বিরকুলটি বালিঘাটটি চালাচ্ছিল এলাকার বিজেপি নেতৃত্ব ৷ এর প্রতিবাদ জানান তৃণমূলের কর্মীরা ৷ তাঁদের দাবি ছিল, বালিঘাটে তাঁদের দলের ছেলেদেরও কাজ করার সুযোগ দিতে হবে ৷ তাতে সংশ্লিষ্ট সংস্থা রাজিও হয় ৷ কিন্তু তারপরও এই কাজে বিজেপির ছেলেদেরই বেশি করে লাগানো হয় ৷ তা নিয়েই এলাকায় অশান্তি শুরু হয়েছে ৷ আর তার জেরেই বন্ধ রয়েছে বালিঘাটের কাজ ৷ তবে বালিঘাটের কর্মীর বাড়িতে হামলার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.